বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সংশোধন, সম্প্রসারণ, হালনাগাদ করা হল, টেমপ্লেট
৯ নং লাইন:
|website = {{URL|http://banglaacademy.org.bd/btech/}}
}}
'''বাংলা একাডেমি পুরস্কার''' [[১৯৬০]] সালে প্রবর্তন করা হয়। বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।<ref>{{cite news|url=http://www.bd-pratidin.com/various/2015/02/17/63378 |title=বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার |newspaper=[[বাংলাদেশ প্রতিদিন]] |date=১৭ ফেব্রুয়ারি ২০১৫ |location=ঢাকা, বাংলাদেশ}}</ref> ১৯৮৪ সাল পর্যন্ত বিভিন্ন শাখায় বছরে ৯ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮৬ খ্রিস্টাব্দ থেকে বছরে ২ জনকে এই পুরস্কার প্রদানের নিয়ম করা হয়। ২০০৯ খ্রিস্টাব্দ থেকে চারটি শাখায় পুরস্কার দেয়া শুরু হয়। ১৯৮৫, ১৯৯৭ এবং ২০০০ খ্রিষ্টাব্দ - এই তিনবার এই পুরস্কার দেওয়া হয়নি।
১৯৮৪ সাল পর্যন্ত বিভিন্ন শাখায় বছরে ৯ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮৬ খ্রিস্টাব্দ থেকে বছরে ২ জনকে এই পুরস্কার প্রদানের নিয়ম করা হয়। ২০০৯ খ্রিস্টাব্দ থেকে চারটি শাখায় পুরস্কার দেয়া শুরু হয়। ১৯৮৫, ১৯৯৭ এবং ২০০০ খ্রিষ্টাব্দ - এই তিনবার এই পুরস্কার দেওয়া হয়নি।
 
== ইতিহাস ==
৩৯৩ ⟶ ৩৯২ নং লাইন:
* [[শাহীন আকতার]] (কথাসাহিত্য);
* [[আবুল মোমেন]] (প্রবন্ধ);
* [[আতিউর রহমান|ড. [[আতিউর রহমান]] (প্রবন্ধ);
* [[মনিরুজ্জামান]] (গবেষণা);
* [[আব্দুস সেলিম]] (অনুবাদ);
* [[তাজুল মোহম্মদ]] (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য)<ref>{{cite news |title=বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় তাজুলকে সংবর্ধনা |url=http://www.bhorerkagoj.net/online/2016/03/16/195248.php |newspaper=[[দৈনিক ভোরের কাগজ]] |date=২১ মার্চ ২০১৬ |accessdate=২৯ জানুয়ারি ২০১৬}}</ref>
* [[ফারুক চৌধুরী]] (আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী);
* [[মাসুম রেজা]] (নাটক);