শার্লক হোমস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sakir Ahmed Mondal (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
Ashiq Shawon (আলোচনা | অবদান)
Sakir Ahmed Mondal-এর করা 2345785 নং সংস্করণে প্রত্যাবর্তন করা হয়েছে: রোলব্যাক। (টুইং)
৪ নং লাইন:
| series = ''শার্লক হোমস''
| image = [[চিত্র:Sherlock Holmes Portrait Paget.jpg|200px]]
| caption = শার্লক হোমস, [[সিডনি পেজেট]] অঙ্কিত, ১৯০৪
| first = ১৮৮৭-৮৮
| last =
১৯ নং লাইন:
| occupation = পরামর্শদাতা [[গোয়েন্দা]]
| title =
| family = [[মাইক্রফট হোমস]] (বড় ভাই)
| spouse =
| children =
২৭ নং লাইন:
}}
 
'''শার্লক হোমস''' ([[ইংরেজি]]: '''Sherlock Holmes''', ({{pron-en|ˈʃɜrlɒk ˈhoʊmz}})) ঊনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর প্রথম ভাগের একটি কাল্পনিক গোয়েন্দা চরিত্র। ১৮৮৭ সালে প্রথম আবির্ভূত এই চরিত্রের স্রষ্টা স্কটিশ লেখক ও চিকিৎসক স্যার [[আর্থার কোনান ডয়েল]]। হোমস একজন উচ্চমেধাসম্পন্ন লন্ডন-ভিত্তিক "পরামর্শদাতা গোয়েন্দা"। তিনি তাঁর নির্ভুল যুক্তিসঙ্গত কার্যকারণ অনুধাবন, যে কোনো প্রকার ছদ্মবেশ ধারণ এবং [[ফরেনসিক বিজ্ঞান|ফরেনসিক বিজ্ঞানে]] দক্ষতাবলে জটিল আইনি মামলার নিষ্পত্তি করে দেওয়ার জন্য তাঁর খ্যাতি ভুবনজোড়া।
 
কোনান ডয়েল হোমসকে নিয়ে চারটি উপন্যাস ও ছাপ্পান্নটি ছোটোগল্প লিখেছেন। প্রথম কাহিনি ''[[আ স্টাডি ইন স্কারলেট]]'' ১৮৮৭ সালের ''[[বিটন’স ক্রিসমাস অ্যানাল]]'' পত্রিকায় প্রকাশিত হয়। দ্বিতীয় কাহিনী ''[[দ্য সাইন অফ দ্য ফোর|দ্য সাইন অব দি ফোর]]'' ১৮৯০ সালে ''[[লিপিনকোট’স মান্থলি ম্যাগাজিন]]'' পত্রিকায় প্রকাশিত হয়। ১৮৯১ সালে ''[[স্ট্র্যান্ড ম্যাগাজিন|দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিন]]'' পত্রিকায় প্রথম ছোটোগল্পের সিরিজটি প্রকাশিত হওয়ার পরই শার্লক হোমস চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ১৯২৭ সাল পর্যন্ত হোমসকে নিয়ে একগুচ্ছ ছোটোগল্পের সিরিজ ও আরও দুটি ধারাবাহিক উপন্যাস প্রকাশিত হয়। হোমস কাহিনির পটভূমির সময়কাল ১৮৮০ থেকে ১৯০৭ সাল; শেষ ঘটনাটির সময়কাল অবশ্য ১৯১৪।
 
চারটি বাদে সব কটি কাহিনীই হোমসের বন্ধু তথা জীবনীকার [[জন ওয়াটসন (শার্লক হোমস)|ডা. জন ওয়াটসনের]] জবানিতে লেখা। দুটি গল্প ("[[দি অ্যাডভেঞ্চার অফ দ্য ব্লাঞ্চেড সোলজার্স|দ্য ব্লাঞ্চেড সোলজার্স]]" ও "[[দ্য লায়ন’স মেন]]" হোমসের নিজের জবানিতে এবং অন্য দুটি গল্প "[[দ্য ম্যাজারিন স্টোন]]" ও "[[হিজ লাস্ট বো (গল্প)|হিজ লাস্ট বো]]") তৃতীয় পুরুষে লেখা। দুটি গল্প আবার ("[[দ্য মাসগ্রেভ রিচুয়াল]]" ও "[[দি অ্যাডভেঞ্চার অফ দ্য গ্লোরিয়া স্কট|দ্য "গ্লোরিয়া স্কট"]]") হোমস ওয়াটসনকে নিজের স্মৃতি থেকে শুনিয়েছেন, এবং ওয়াটসন সেখানে কাহিনির কাঠামোটিই মাত্র বর্ণনা করেছেন। প্রথম উপন্যাস ''[[আ স্টাডি ইন স্কারলেট]]''-এর মধ্যবর্তী অংশে হোমস ও ওয়াটসনের অজ্ঞাত ঘটনার দীর্ঘ বর্ণনা করা হয়েছে এক সর্বজ্ঞ বর্ণনাকারীর জবানিতে।
 
কোনান ডয়েলে বলেছিলেন যে হোমসের চরিত্রটির অনুপ্রেরণা হলেন [[জোসেফ বেল|ডা. জোসেফ বেল]], যাঁর অধীনে [[এডিনবরা রয়্যাল ইনফার্মারি|এডিনবরা রয়্যাল ইনফার্মারিতে]] করণিক হিসেবে ডয়েল কাজ করতেন। হোমসের মতো বেলও ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যবেক্ষণ থেকে বিরাট বিরাট সিদ্ধান্ত বের করতেন।<ref>{{cite book |last=Lycett |first=Andrew |title=The Man Who Created Sherlock Holmes: The Life and Times of Sir Arthur Conan Doyle |publisher=Free Press |year=2007 |isbn=978-0-7432-7523-1 |pages=53–54, 190}}</ref>
 
== সৃষ্টি ==
[[আর্থার কোনান ডয়েল]] ডাক্তারি পাশ করে প্লাইমাউথের সাউথ সী'র ১ নম্বর বুশ ভিলাতে বাড়ি ভাড়া নিয়ে ডাক্তারি করার পাশাপাশি লেখায় হাত দেন শার্লক হোমসের। [[১৮৮৭]] খ্রিস্টাব্দে ''A Tangled Skin'' উপন্যাসের মাধ্যমে শার্লকের জন্ম দেন তিনি; যাতে শার্লকের বয়স লেখা হয় ৩৩ বছর। তখন অবশ্য নামকরণ করেছিলেন '''শেরিনফোর্ড হোমস'''। পরে সেটা পছন্দ না হওয়ায় রাখলেন শার্লক হোমস। একই সাথে উপন্যাসের নামও বদলে দিয়ে করলেন ''A Study in Scarlet''। একসময় ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি মনোনিবেশ করলেন লেখালেখিতে। ডয়েলের শিক্ষক ডাক্তার [[জোসেফ বেল]] ছিলেন সত্যিকারের অপরাধবিজ্ঞানী; যাঁর কাজ ডয়েলের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিলো।<ref name="SH"/> ডাক্তার ওয়াটসনের জবানীতে কাহিনীগুলো বর্ণিত।<ref name="SH"/>
 
== প্রকাশনা ==
৪৩ নং লাইন:
=== উপন্যাস ===
* [[আ স্টাডি ইন স্কারলেট]] (রক্ত সমীক্ষা)
* [[দ্য সাইন অফ দ্য ফোর|দ্য সাইন অব দি ফোর]] (চিহ্ন চতুষ্টয়)
* দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস্‌ (বাস্কারভিল পরিবারের শিকারী কুকুর)
* দ্য ভ্যালি অব ফিয়ার (আতঙ্কের উপত্যকা)
১১৭ নং লাইন:
=== প্রথম জীবন ===
[[চিত্র:ArthurConanDoyle AStudyInScarlet annual.jpg|thumb|right|শার্লক হোমসের প্রথম আবির্ভাব, ১৮৮৭]]
পুরো নাম '''উইলিয়াম শার্লক স্কট হোমস'''। শার্লক হোমসের জন্ম [[১৮৫৪]] খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারি শুক্রবার বিকেল বেলায়। বাবা সাইগার হোমস আর মা ভায়োলেট শেরিন ফোর্ড। বাবার যদিও ইচ্ছে ছিলো শার্লক বড় হয়ে হবেন ইঞ্জিনিয়ার, কিন্তু শার্লক হয়ে গেলেন বিশ্বের একমাত্র কনসাল্টিং [[গোয়েন্দা]]। তাঁর সঙ্গী, যোগ্য সহকারী বন্ধুবর লেখক [[ডাক্তার ওয়াটসন]] রহস্যোদঘাটনের চেষ্টা করেছেন কেন তিনি এই পেশায় এলেন। কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন তিনি। পরে অবশ্য একদিন শার্লক নিজের মুখেই বলেছেন সেকথা।<ref name="SH">{{cite book |author=আনওয়ারুল কবীর বুলু |title=শার্লক হোমস রচনাসমগ্র |format=প্রিন্ট |accessdate=৩১ |accessyear=২০১০ |accessmonth=মে |edition=ফেব্রুয়ারি ২০০২ |series=শার্লক হোমস |publisher=মনন প্রকাশ |location=ঢাকা |language=বাংলা |isbn=984-8332-00-6 |pages=656}}</ref>
 
ছেলেবেলা থেকেই শার্লক শিখে গিয়েছিলেন কী করে দুই চোখে ক্ষমতা দিয়ে চোখে দেখা জিনিসের খুঁটিনাটি বের করে ফেলা যায়। ১৮ বছর বয়সে যখন তিনি অক্সফোর্ড কলেজে আন্ডার গ্র্যাজুয়েটের ছাত্র, তখন তিনি বন্ধুবান্ধবহীন। চেহারা তেমন সুন্দর না হলেও তাঁর দিকে চোখ না ফিরিয়ে থাকা যায় না; একটা অসাধারণ আকর্ষণীয় ক্ষমতা ছিলো তাঁর। তবে দ্বিতীয় বছরে ভিক্টর ট্রেভর নামে এক বন্ধু জুটে গেলো তাঁর। ভিক্টরও শার্লকের মতো নিঃসঙ্গ।<ref name="SH"/>
১২৫ নং লাইন:
শার্লক হোমস অবিবাহিত। [[লন্ডন|লন্ডনের]] যে ভাড়া বাড়িটিতে তিনি থাকেন তার ঠিকানা: ২২১/বি বেকার স্ট্রীট, লন্ডন।<ref name="SH"/> বাড়ির গৃহকর্ত্রী মিসেস হাডসন। হোমস কদাচিৎ যোগাযোগ করেন বড়ভাই মাইক্রফট হোমসকে।
 
== আরো দেখুন =Sakir Ahmed Mondal=
সাকির আহমেদ মন্ডল
 
== অতিরিক্ত পাঠ ==