চলচ্চিত্রে ফেলুদা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Pratikbasu1 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
Ashiq Shawon (আলোচনা | অবদান)
Pratik Basu tkwbi-এর সম্পাদিত সংস্করণ হতে Bodhisattwa-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
১ নং লাইন:
[[ফেলুদা]] [[ভারতীয় উপমহাদেশ|ভারতীয় উপমহাদেশের]] একটি জনপ্রিয় চরিত্র। [[সত্যজিৎ রায়]] রচিত এই কাহিনীর উপর ভিত্তি করে [[ভারত|ভারতে]] [[চলচ্চিত্র]] বা [[টেলিভিশন ধারাবাহিক|ধারাবাহিক]] নির্মিত হয়। [[গোয়েন্দা কাহিনী|গোয়েন্দা কাহিনীর]] উপ ভিত্তি করে নির্মিত এই সব [[চলচ্চিত্র]] ও [[টেলিভিশন ধারাবাহিক|ধারাবাহিকের]] তালিকা নিচে উল্লেখিত হলঃ---
{| style="float:left;"
|-
| __TOC__
|}
{{-}}
 
== চলচ্চিত্র ==
৬৩ ⟶ ৬৮ নং লাইন:
|সোনালী পর্দার জন্য সন্দীপ রায় পরিচালিত ষষ্ঠ ফেলুদা চলচ্চিত্র এবং জটায়ুহীন প্রথম ফেলুদা। সত্যিকার গল্পের ন্যায়ই এতে জটায়ু থাকছে না।
|}
 
== হিন্দি চলচ্চিত্র ==
 
বেশ কয়েক বছর ধরে বলিউডের বহু পরিচালক ফেলুদা হিন্দিতে তৈরি করার ইচ্ছেপ্রকাশ করেছেন। বিশেষত সোনার কেল্লা। প্রদীপ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'হ্যাঁ, এটা সত্যি। সোনার কেল্লা-র হিন্দি কপিরাইট আমি কিনেছি। আমার ছবিটা এই ছবির অনুকরণে তৈরি হবে। শুধুমাত্র সোনার কেল্লার কপিরাইটই কিনেছি। ফেলুদা সিরিজের অন্য কোনও গল্পের রাইট আমার কাছে নেই। একদম আলাদ কিছু তৈরি করার চিন্তাভাবনা রয়েছে। চিত্রনাট্য তৈরি হলে সন্দীপ রায়ের সঙ্গে এ নিয়ে আলোচনা করব।'
 
বাংলায় স্বয়ং সত্যজিত্‍ রায় এবং সন্দীপ রায় ছাড়া আর কোনও পরিচালক ফেলুদা-র কোনও সিনেমা তৈরি করেননি। যদিও সন্দীপ রায় জানান, হিন্দিতে ফেলুদার কপিরাইট দিতে তাঁর কোনও আপত্তি নেই। তিনি বলেন, 'বাবার লেখা ছোটগল্প নিয়ে ছবি তৈরির কপিরাইট আমি দিবাকর বন্দোপাধ্যায়কে দিয়েছি। আমি বরাবর এটা ভেবে রেখেছিলাম যে, দক্ষ পরিচালক ছাড়া আমি হিন্দিতে ফেলুদার কপিরাইট দেব না।'
 
ফেলুদা হিন্দিতে তৈরি হচ্ছে বটে, তবে প্রিয় চরিত্রের নাম এক থাকছে না। তালিকায় ফেলুদা-তোপসে-জটায়ু থেকে মন্দার বোস পর্যন্ত রয়েছেন যাঁদের নাম সিনেমার পাল্টে দেওয়া হবে। সন্দীপ রায় বলেন, 'আমি হিন্দি কপিরাইট একজন বাঙালি পরিচালককেই দিতে চেয়েছিলাম। এটার একটা সুবিধা হচ্ছে, বাঙালি হলে তাঁর আসল সিনেমাটি দেখা থাকবে। আসল গল্পটিও তাঁর পড়া থাকবে। প্রদীপ সরকার যখন আমার সঙ্গে এ ব্যাপারে কথা বলেন তখন রাজি হয়ে যাই।' কত দামে কেনা হল কপিরাইট? এ ব্যাপারে অবশ্য মুখ বন্ধই রেখেছেন সন্দীপ রায়।
 
তাঁর কথায়, 'এখনও পর্যন্ত কস্টিং নিয়ে প্রদীপের সঙ্গে কোনও কথা হয়নি। সামনের বছর চিত্রনাট্য তৈরি হওয়ার পর দেখা যাবে।' তিনি নিজে এই সিনেমার সঙ্গে যুক্ত হবেন কিনা জিজ্ঞাসা করায় সন্দীপ জানান, 'না না প্রশ্নই নেই। এটা সম্পূর্ণ প্রদীপের সিনেমা হবে। <ref>http://eisamay.indiatimes.com/entertainment/cinema/sold-hindi-rights-to-sonar-kella/articleshow/54311323.cms?</ref>
 
== টেলিভিশনে চলচ্চিত্র ==