টম কেন্ডল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
আরও দেখুন - অনুচ্ছেদ সৃষ্টি
৬ নং লাইন:
| birth_place=[[Bedford|বেডফোর্ড]], [[ইংল্যান্ড]]
| death_date={{death date and age|1924|8|17|1851|8|24|df=y}}
| death_place=[[Hobart|হোবার্ট]], [[Tasmania|তাসমানিয়া]], [[অস্ট্রেলিয়া]]
| batting = বামহাতি
| bowling = বামহাতি স্লো টু মিডিয়াম
| columns = 2
| column1 = [[Testটেস্ট cricketক্রিকেট|টেস্ট]]
| matches1 = 2
| runs1 = 39
২৩ নং লাইন:
| best bowling1 = 7/55
| catches/stumpings1= 2/-
| column2 = [[Firstপ্রথম-classশ্রেণীর cricketক্রিকেট|এফসি]]
| matches2 = 8
| runs2 = 141
৪৭ নং লাইন:
| lasttestyear = ১৮৭৭
| source = http://content-aus.cricinfo.com/ci/content/player/6141.html ক্রিকইনফো
| date = ২০২১ সেপ্টেম্বর
| year = ২০১৬
}}
 
'''টমাস কিংস্টন কেন্ডল''' ({{lang-en|Tom Kendall}}; [[জন্ম]]: [[২৪ আগস্ট]], [[১৮৫১]] - [[মৃত্যু]]: [[১৭ আগস্ট]], [[১৯২৪]]) ইংল্যান্ডের বেডফোর্ড এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা অস্ট্রেলীয় ক্রিকেটার ছিলেন। ক্রিকেটের ইতিহাসের উদ্বোধনী টেস্টে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন। বামহাতি স্লো টু মিডিয়াম বোলার ছিলেন '''টম কেন্ডল'''। এছাড়াও বামহাতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন তিনি।
 
== খেলোয়াড়ী জীবন ==
১৮৭৭ সালে দুইটি টেস্টে অংশগ্রহণ করেন। তন্মধ্যে মার্চ, ১৮৭৭ সালে [[মেলবোর্ন|মেলবোর্নের]] [[সিডনি ক্রিকেটেক্রিকেট গ্রাউন্ড|সিডনি ক্রিকেট গ্রাউন্ডে]] অনুষ্ঠিত ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্টে অন্যতম খেলোয়াড় ছিলেন তিনি। কেন্ডল নীচের সারির বামহাতি ব্যাটসম্যানরূপে খেলতেন। ধীরগতি থেকে মাঝারী মানের বামহাতি পেস বোলারের অধিকারী ছিলেন তিনি। প্রথম দুই টেস্টেই তিনি ১৪ উইকেট লাভ করে তাঁর সক্ষমতা প্রদর্শন করেন। এছাড়াও উদ্বোধনী টেস্টের শেষ ইনিংসে ৭/৫৫ পেয়েছিলেন।<ref name="espncricinfo">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/62396.html |title=1st Test: Australia v England at Melbourne, Mar 15-19, 1877 |accessdate=2011-12-13|work=espncricinfo}}</ref> এরফলে [[James Lillywhite|জেমস লিলিহোয়াইটের]] নেতৃত্বাধীন [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংরেজ দলকে]] ৪৫ রানের জয়ে প্রভূতঃ ভূমিকা রাখেন। কেন্ডলের [[বোলিং (ক্রিকেট)|বোলিংয়ের]] ফলেই প্রথম [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] খেলাতেই [[স্ট্যাম্প (ক্রিকেট)|স্ট্যাম্পিংয়ের]] সূত্রপাত ঘটে। তাঁর বলে [[আলফ্রেড শ]] [[উইকেট-কিপার]] [[জ্যাক ব্ল্যাকহাম|জ্যাক ব্ল্যাকহামের]] হাতে আউট হন।<ref name="Beard">{{cite book |title=Ask Bearders |last=Frindall |first=Bill |authorlink=Bill Frindall |coauthors= |year=2009 |publisher=[[BBC Books]]|location= |isbn=978-1-84607-880-4 |page=191|pages= |url= }}</ref> কিন্তু পরবর্তীতে দ্বিতীয় টেস্টের মাধ্যমে ১৪ উইকেট নিয়ে তৎকালীন স্মারকসূচক রেকর্ড গড়েন। এরপর [[ফ্রেড স্পফোর্থ]] এ রেকর্ডটি অতিক্রমণ করেন। তিনি এবং শ উভয়েই উদ্বোধনী টেস্টে আটটি করে [[উইকেট]] পেয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার প্রথমে ব্যাটিংয়ে করতে নামায় শ তা প্রথম করতে পেরেছিলেন।

== অবসর ==
বিষয়টি পরিষ্কার নয় যে, কেন ১৮৭৮ সালের ইংল্যান্ড সফরে দল থেকে উপেক্ষিত হয়েছিলেন। তবে দল নির্বাচনের পূর্বে তিনি কয়েকটি প্রস্তুতিমূলক খেলায় অংশ নিয়েছিলেন। স্পফোর্থের মতে, কেন্ডল অর্থ দাবী করেছিলেন যা তাঁর বিপক্ষে চলে যায়।<ref>Mahony, p. 52.</ref>
 
মেলবোর্নের ক্লাবে ক্রিকেটে [[Richmond Cricket Club|রিচমন্ডের]] পক্ষে খেলেন ও একবার [[Victoria cricket team|ভিক্টোরিয়ার]] প্রতিনিধিত্ব করেছিলেন। ১৮৮১ সালে হোবার্টে চলে যান। সেখানেই তিনি [[The Mercury (Hobart)|মার্কারি]] সংবাদপত্রে কাজ করেন। ঐ সময়ের তাসমানিয়ায় নিয়মিতভাবে [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] খেলার চর্চা ছিল না। ফলশ্রুতিতে তাঁর খেলোয়াড়ী জীবনের ও সঙ্কুচিত হয়ে পড়ে। ১৮৮৪ সালের নিউজিল্যান্ড সফরে চারটি ও ১৯৮৯ সালের ভিক্টোরিয়ার বিপক্ষে একটি খেলায় অংশ নিয়েছিলেন তিনি। পরবর্তীকালে তাসমানীয় ক্রিকেটে [[আম্পায়ার|আম্পায়ারের]] ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
 
== আরও দেখুন ==
* [[টম হোরান]]
* [[জ্যাক ব্ল্যাকহাম]]
* [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল]]
 
== গ্রন্থপঞ্জী ==