ফ্রেডরিক মার্টিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আরও দেখুন - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
২৩ নং লাইন:
| deliveries = balls
| columns = 2
| column1 = [[Testটেস্ট cricketক্রিকেট|টেস্ট]]
| matches1 = 2
| runs1 = 14
৩৬ নং লাইন:
| best bowling1 = 6/50
| catches/stumpings1 = 2/–
| column2 = [[Firstপ্রথম-classশ্রেণীর cricketক্রিকেট|এফসি]]
| matches2 = 317
| runs2 = 4,545
৫৫ নং লাইন:
'''ফ্রেডরিক মার্টিন''' ({{lang-en|Frederick Martin}}; [[জন্ম]]: [[১২ অক্টোবর]], [[১৮৬১]] - [[মৃত্যু]]: [[১৩ ডিসেম্বর]], [[১৯২১]]) কেন্টের ডার্টফোর্ড এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট ইংরেজ ক্রিকেটার ছিলেন।<ref name="Cricinfoprofile">{{cite news|first= |last=|title = Frederick Martin's Cricinfo Profile| url=http://content-uk.cricinfo.com/england/content/player/16918.html|date =|accessdate = 2016-9-16|publisher= [[Cricinfo]]}}</ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেটে কেন্টের প্রতিনিধিত্ব করেছেন। কাউন্টি চ্যাম্পিয়নশীপের শুরুর দিকে শীর্ষস্থানীয় বোলারের মর্যাদা পেয়েছেন। দলে তিনি মূলতঃ বামহাতি স্পিন বোলিং করতেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
[[জনি ব্রিগস]] কিংবা [[ববি পিল|ববি পিলের]] পেসের ভিন্নতার চেয়ে তাঁর বোলিংয়ের নিখুঁত নিশানা অত্যন্ত আশ্চর্যজনক ছিল। ১৮৯০-এর দশকের শুরুতে তিনি স্বর্ণশিখরে আরোহণ করেন। এ সময়ে কাউন্টি ক্রিকেটের তাঁর প্রতিপক্ষীয় দলগুলো হিমশিম খেয়ে যেতো। কিন্তু, ১৮৯২ সাল থেকে তাঁর কার্যক্ষমতা কমতে থাকে। কেবলমাত্র পিচ সহযোগিতা করলেই তিনি সফলকাম হতেন। শুরুর দিকে তাঁর ব্যাটিং অত্যন্ত দূর্বলমানের ছিল। কিন্তু খেলোয়াড়ী জীবনের শেষদিকে ব্যাটিংয়ের কার্যকারিতা বৃদ্ধি পায়। বিশেষ করে দলের প্রয়োজনীয় মুহূর্তে তাঁর ভূমিকা অনস্বীকার্য ছিল। ১৮৯৭ সালের নটিংহ্যামশায়ারের বিপক্ষে নব্বুই রান তুলে নীচের সারিতে তাঁর প্রতিভার কথা জানান দেন।
[[Australian cricket team in England in 1890|১৮৯০]] সালে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের উভয় ইনিংসে ছয় উইকেট করে মোট বারো উইকেট তুলে নেন।<ref name="espncricinfo">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/62429.html |title=2nd Test: England v Australia at The Oval, August 11–12, 1890 |accessdate=13 December 2011|work=espncricinfo}}</ref> টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে তাঁর অভিষেক টেস্টে দুইবার পাঁচ-উইকেট লাভের বিরল কীর্তিগাথা রচনা করেন। তাঁর বোলিং পরিসংখ্যান ছিল ৬/৫০ ও ৬/৫২ পান।
 
১৮৯১সালের উইজডেন কর্তৃক [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটার]] হিসেবে মনোনীত হন।<ref>The 1892 award was subtitled Five Great Bowlers.</ref><ref>[http://www.espncricinfo.com/ci/content/story/209422.html Full List on Cricinfo]</ref> অস্ট্রেলিয়ায় তেমন সুবিধা করতে পারেননি। এরফলে শীতে [[ডব্লিউ. জি. গ্রেস|ডব্লিউ. জি. গ্রেসের]] নেতৃত্বাধীন দলে ঠাঁই হয়নি তাঁর। ১৮৯৯ সালে কেন্ট একাদশ থেকে স্থানচ্যুত হন। তাঁর পরিবর্তে জনপ্রিয় বোলার কলিন ব্লাইদের অন্তর্ভুক্তি ঘটে।
 
== খেলার ধরণ ==
[[জনি ব্রিগস]] কিংবা [[ববিBobby পিলPeel|ববি পিলের]] পেসের ভিন্নতার চেয়ে তাঁর বোলিংয়ের নিখুঁত নিশানা অত্যন্ত আশ্চর্যজনক ছিল। ১৮৯০-এর দশকের শুরুতে তিনি স্বর্ণশিখরে আরোহণ করেন। এ সময়ে কাউন্টি ক্রিকেটের তাঁর প্রতিপক্ষীয় দলগুলো হিমশিম খেয়ে যেতো। কিন্তু, ১৮৯২ সাল থেকে তাঁর কার্যক্ষমতা কমতে থাকে। কেবলমাত্র পিচ সহযোগিতা করলেই তিনি সফলকাম হতেন। শুরুর দিকে তাঁর ব্যাটিং অত্যন্ত দূর্বলমানের ছিল। কিন্তু খেলোয়াড়ী জীবনের শেষদিকে ব্যাটিংয়ের কার্যকারিতা বৃদ্ধি পায়। বিশেষ করে দলের প্রয়োজনীয় মুহূর্তে তাঁর ভূমিকা অনস্বীকার্য ছিল। ১৮৯৭ সালের নটিংহ্যামশায়ারের বিপক্ষে নব্বুই রান তুলে নীচের সারিতে তাঁর প্রতিভার কথা জানান দেন।
 
== তথ্যসূত্র ==