ডেনিশ ভারত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৪৯ নং লাইন:
}}
 
'''ডেনিশ ভারত''' বলতে ভারতে [[ডেনমার্ক|ডেনমার্কের]] সাবেক কলোনিসমূহ বোঝায়। ভারতে ২২৫ বছর যাবত ডেনমার্কের ঔপনিবেশিক সম্পত্তি ছিল। বর্তমান [[তামিলনাড়ু|তামিলনাড়ুর]] [[থারাঙ্গামবাড়ি]], [[পশ্চিম বঙ্গপশ্চিমবঙ্গ|পশ্চিম বঙ্গেরবাংলার]] [[শ্রীরামপুর, হুগলিপশ্চিমবঙ্গ|শ্রীরামপুর]] ও [[আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ|আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের]] [[নিকোবর দ্বীপপুঞ্জ]] এর অন্তর্ভুক্ত ছিল। সামরিক বা বাণিজ্যিক দিক থেকে হুমকি না হওয়ায় ভারতে ডেনিশদের উপস্থিতি অন্যান্য ইউরোপীয় শক্তিগুলোর কাছে কম গুরুত্বপূর্ণ ছিল। অন্যান্য স্থানের মত ভারতের ডেনিশ বণিকরা সাধারণত [[পর্তুগাল]], [[নেদারল্যান্ড]] ও [[ব্রিটেন|ব্রিটেনের]] মত বাণিজ্যিক রুটগুলোর উপর একচেটিয়া আধিপত্য করতে সক্ষম হননি। বাধাবিপত্তি সত্ত্বেও তারা তাদের ঔপনিবেশিক অবস্থান ধরে রাখতে সক্ষম হন এবং বৃহৎ দেশগুলোর মধ্যে যুদ্ধের সময় আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা আদায় করেন ও নিরপেক্ষ পতাকার অধীনে বৈদেশিক বাণিজ্যের প্রস্তাব করেন। এ কারণে ১৮৪৫ সাল পর্যন্ত তাদের অবস্থান সহ্য করা হয়। এসময় পরাজিত [[ফ্রান্স|ফ্রান্সের]] সাথে তাদের মৈত্রীর কারনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে তাদের উপনিবেশগুলো ছেড়ে দিতে হয়।
 
==আরও দেখুন==