শ্রীরামপুর, পশ্চিমবঙ্গ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র যোগ/উন্নতিকরণ অনুলিপি সম্পাদনা (অনুল্লেখ্য)
অনুলিপি সম্পাদনা (অনুল্লেখ্য)
৪৫৫ নং লাইন:
 
পুরানো মন্দির আরো যে ৫০০ বছরের পুরনো। বর্তমান মন্দির শ্রী শ্রী গৌরাঙ্গ ঠাকুর ও সমিতির দ্বারা পরিচালিত হয়। সারা বছর ধরে ঘটনা অনেকটা এখানে ঘটত যথাঃ রথযাত্রা, দোল রথযাত্রা, ঝুলন, রাশ পূর্ণিমা , রামকৃষ্ণ জন্মদিন, মা জন্মদিন।
 
====== মন্দিরের স্থান ======
চৌধুরী পাড়া লেন, চাতরা (দোলতলা), '''শ্রীরামপুর - ৭১২২০৪'''
 
=== শীতলাতলার শীতলা পূজো (স্থানঃ পশ্চিম চাতরা) ===
৪৭৫ ⟶ ৪৭৮ নং লাইন:
বর্তমানে রাজবাটীর মূল ভবনটি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় এবং সিনেমার স্যুটিং-এও ভাড়া দেওয়া হয়েছে যেমনঃ [[ভূতের ভবিষ্যৎ]] সিনেমাটি খুবই জনপ্রিয়।<ref>[[ভূতের ভবিষ্যৎ]]</ref>
 
=== সেন্ট ওলাভ'স চার্চ (স্থানঃ শ্রীপুর)- স্থাপিত - ১৮০৬ খ্রিস্টাব্দ ===
[[চিত্র:ST.Olav's Church, Dr. B.J. Sarani, Serampore-1.jpg|thumb|সেন্ট ওলাভ'স চার্চ (১৮০৬), ১, চার্চ রোড, ডাঃ বিশ্বনাথ জোত সরণী, শ্রীরামপুর-৭১২২০১|left]]
 
৪৮৭ ⟶ ৪৯০ নং লাইন:
]]
 
=== জননগর ব্যাপটিস্ট চার্চ (সি.এন.আই) - [স্থানঃ শ্রীরামপুরকলেজ কলেজের পাশেঘাট] - স্থাপিত-১৮০০ সালখ্রিস্টাব্দ ===
শ্রীরামপুর জননগর ব্যাপটিস্ট চার্চ (সি.এন.আই), পূর্বে [[উইলিয়াম কেরি]]-এর ব্যাপটিস্ট চার্চ ১৮০০ সালে রেভারেন্ড ডঃ উইলিয়াম কেরী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। [[উইলিয়াম ওয়ার্ড]] এবং [[জোশুয়া মার্শম্যান]] এই গির্জার পুরোহিতের বৃত্তি বাস করতেন। [[হুগলী নদী]] [[গঙ্গা নদী|(গঙ্গা)]] গির্জার সামনে প্রবাহিত। গির্জার এক অংশ মুদ্রণ উদ্দেশ্যে '''প্রেস হাউস।''' [[উইলিয়াম কেরি|উইলিয়াম কেরির]] নিজে পণ্ডিতদের সাহায্যে [[বাংলা ভাষা|বাংলা]], [[সংস্কৃত ভাষা|সংস্কৃত]], [[ওড়িয়া ভাষা|ওড়িয়া,]] [[হিন্দি ভাষা|হিন্দি,]] [[মারাঠি ভাষা|মারাঠি]] এবং [[অসমীয়া ভাষা|অসমীয়া ভাষায়]] বাইবেল অনূদিত করেন। এছাড়াও তিনি [[বাংলা ব্যাকরণ]] এবং একটি [[বাংলা অভিধানের তালিকা|বাংলা অভিধান]] লিখেছিলেন। [[শ্রীরামপুর কলেজ]] এবং [[উইলিয়াম কেরি|উইলিয়াম কেরির]] ব্যাপ্টিষ্ট চার্চ তীর্থযাত্রা স্থান হিসেবে গণ্য করা হয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://cnicalcutta.org/church_serampore_john_nagar_baptist_church_cni.html|title=Untitled Document|website=cnicalcutta.org|access-date=2016-08-07}}</ref>
 
=== জননগর চার্চ (স্থানঃ মাহেশ)- স্থাপিত- ১৮২২ খ্রিস্টাব্দ ===
জননগর চার্চ-টি ১৮২২ সালে [[জন ক্লার্ক মার্শম্যান]]-এর উদ্দ্যোগেই এই চার্চটি নির্মাণ করা হয়। তাঁর নাম অনুসারেই এই এলাকা ও চার্চের নাম হয়। চার্চটি এখনও সক্রিয়ভাবে সচল। প্রতি [[রবিবার]] বিকেল ৪ঃ৩০-এ উপাসনা গৃহটি খোলা থাকে।