লেন মাডকস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

অস্ট্রেলীয় ক্রিকেটার
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
শ্রদ্ধাঞ্জলী নিবেদনপূর্বক!
(কোনও পার্থক্য নেই)

১৬:৪৯, ২ সেপ্টেম্বর ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

লিওনার্ড ভিক্টর লেন মাডকস (জন্ম: ২৪ মে, ১৯২৬ - মৃত্যু: ১ সেপ্টেম্বর, ২০১৬) ভিক্টোরিয়ার বিকন্সফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট অস্ট্রেলীয় ক্রিকেটার ছিলেন। এছাড়াও, ক্রিকেট প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন লেন মাডকস। ১৯৫৪ থেকে ১৯৫৬ সময়কালে অস্ট্রেলিয়া দলের পক্ষে সাতটি টেস্টে অংশ নিয়েছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ভিক্টোরিয়া ও তাসমানিয়ার প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলত উইকেট-কিপারের দায়িত্বে নিয়োজিত ছিলেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়েও পারদর্শিতা দেখিয়েছেন।

জিল ল্যাংলি’র সাথে গ্লাভ ভাগাভাগি করে নিতেন। ল্যাংলি আহত হলে তিনি তাঁর স্থলাভিষিক্ত হতেন। কিন্তু, ডন টলন ও ওয়ালি গ্রাউটের কাছ থেকে প্রচণ্ড চাপ আসতো। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা গ্লাভসম্যান হওয়া স্বত্ত্বেও তিনি মাত্র সাত টেস্ট খেলতে পেরেছিলেন।

১৯৫৬ সালে ম্যানচেস্টারের ওল্ডট্রাফোর্ডে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের প্রথিতযশা বোলার জিম লেকারের এক ইনিংসের সবকটি উইকেট লাভের দশম ব্যক্তি হিসেবে এলবিডব্লিউতে তাঁকে মাঠ ছেড়ে চলে আসতে হয়। লেকারের খেলা নামে পরিচিত ঐ টেস্টে ১৯ উইকেট দখল করেছিলেন জিম লেকার। বলাবাহুল্য, ইংল্যান্ড ক্রিকেট দলের কাছে তাঁর দল টেস্টে পরাজিত হয়েছিল।