গোলাম সামদানী কোরায়শী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
খালিদ সাইফ (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
খালিদ সাইফ (আলাপ)-এর করা 9টি সম্পাদনা বাতিল: অপ্রয়োজনীয় লা...
৮ নং লাইন:
|death_place = {{flagicon|Bangladesh}}আকুয়া, [[ময়মনসিংহ]]
|spouse = সায়িদা কোরায়শী
|occupation =ড. মুহম্মদমুঃ শহীদুল্লাহরশহীদুল্লার সম্পাদনা সহকারী,পূর্ব পাকিস্তানের আঞ্চলিক ভাষার অভিধান প্রকল্প,পাণ্ডুলিপিপান্ডুলিপি ও সংকলন বিভাগ, [[বাংলা একাডেমিএকাডেমী]] (১৯৬১-৬৮) অধ্যাপক, বাংলা বিভাগ, [[নাসিরাবাদ কলেজ]], ময়মনসিংহ (১৯৬৮-৯১) অধিকর্তা, [[কোরায়শী প্রাঙ্গণ]], ময়মনসিংহ (১৯৯০-৯১)
|website = {{URL|http://www.gosaqu.org/|গোলাম সামদানী কোরায়শী}}
}}
১৮ নং লাইন:
 
== শিক্ষা জীবন ==
পড়াশোনার হাতেখড়ি পরিবারে। তারপর ঘাটুরকোণা প্রাথমিক বিদ্যালয়, কাঠালিয়া মধ্য ইংরেজি স্কুল থেকে ১৯৩৫-৩৬ খ্রিস্টাব্দে প্রাইমারি পড়াশোনা শেষ করেন। এরপর ১৯৩৭–৪১ সাল পর্যন্ত লেখাপড়া করেন নেত্রকোণার চন্দ্রনাথ হাই স্কুল ও বীর আহাম্মদপুর হাই স্কুলে। এরপর ১৯৪৫-৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাস্তা জুনিয়র মাদরাসামাদ্রাসা (নেত্রকোণা) ও কাৎলাসেন মাদরাসায়মাদ্রাসায় পড়েন (ময়মনসিংহ)। কাৎলাসেন মাদরাসামাদ্রাসা থেকে ১৯৫০ খ্রিস্টাব্দের আলিম ১ম শ্রেণিতেশ্রেণীতে ৮ম স্থান অধিকার করেন। ঢাকা আলিয়া মাদরাসামাদ্রাসা থেকে ১৯৫২ সালে জামাতে উলা (ফাজেল) ১ম শ্রেণিতেশ্রেণীতে ৩য় স্থান ও ১৯৫৪ খ্রিস্টাব্দে এম. এ (কামিল) ১ম শ্রেণিতেশ্রেণীতে ১ম স্থান অধিকার করেন। এরপর তিনি বাংলা মাধ্যমে পড়াশোনা করেন। ১৯৫৫-৫৬ খ্রিস্টাব্দে তিনি [[নাসিরাবাদ ইন্টারমিডিয়েট কলেজ]] (ময়মনসিংহ) থেকে আই. আই. এ ১ম শ্রেণিতেশ্রেণীতে ১ম স্থান অর্জন করে বাংলায় ভর্তি [[ঢাকা বিশ্ববিদ্যাল|ঢাকা বিশ্ববিদ্যালয়ে]]। এই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ বাংলায় (অনার্স) ২য় শ্রেণিতেশ্রেণীতে ৫ম ও ১৯৬০ খ্রিস্টাব্দে এম. এ. বাংলা - ২য় শ্রেণিতেশ্রেণীতে ২য় স্থান অর্জন করেন।
সামরিক শিক্ষা (ইউ ও টি সি) ২০ দিনের মিলিটারিমিলিটারী ট্রেনিং, অ্যানুয়েলএ্যানুয়েল ক্যাম্প, ময়নামতি, কুমিল্লা (১৯৫৩) হাই মাদরাসামাদ্রাসা শিক্ষা অঙ্ক ও ইংরেজি বিষয়ে পরীক্ষা (১৯৫৫) দেন।
 
== কর্ম জীবন ==
আত্মীয় স্বজনের বাড়িতেবাড়ীতে রাখাল তিনি তিন বছর ধরে রাখাল (১৯৪২-৪৫) ছিলেন। তারপর ধানীখোলা বাজার, ঈদগাহ্‌ মাঠ মসজিদের ইমাম ছিলেন। তিনি ১৯৫৫ খ্রিস্টাব্দে ধানীখোলা হাই মাদরাসারমাদ্রাসার শিক্ষক ছিলেন। এরপর তিনি ড. মুহম্মদমুঃ শহীদুল্লাহরশহীদুল্লার সম্পাদনা সহকারী, পূর্ব পাকিস্তানের আঞ্চলিক ভাষার অভিধান প্রকল্প ও পাণ্ডুলিপিপান্ডুলিপি ও সংকলন বিভাগ, [[বাংলা একাডেমিএকাডেমী|বাংলা একাডেমিতেএকাডেমীতে]] (১৯৬১-৬৮) কাজ করেন। বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ (১৯৬৮-৯১) যুক্ত ছিলেন।
 
== সাহিত্য কর্ম ==
অধ্যাপক গোলাম সামদানী কোরায়শীকোরায়শী’র প্রচুরসাহিত্য লিখেছেন।কর্ম বিশাল। তাঁর মৌলিক রচনার পাশাপাশি অনুবাদ ও সম্পাদনার পরিমাণ অনেক।বিশাল।
===প্রবন্ধ ===
{{div col|3}}
* ''আরবি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস'', [[বাংলা একাডেমিএকাডেমী]],
* ''সাহিত্য ও ঐতিহ্য'' (মুক্তধারা),
* ''ইসলাম ও আমেরিকা'', জাতীয় সাহিত্য প্রকাশনী,
৩৬ নং লাইন:
* ''ঐতিহ্য অন্বেষা''।
</div>
এছাড়া সম্পাদকীয় উপ-সম্পাদকীয় প্রবন্ধ হলো :হলোঃ আজকের বাংলাদেশ (অক্টোবর’৮৫ - জুন’৮৬), সপ্তাহে ৪টি, স্বনামে ও ছদ্মনামে, সাপ্তাহিক ময়মনসিংহ বার্তা, জেলা বোর্ড (১৯৭৮-৮৮)। এছাড়াও অসংখ্য প্রবন্ধ অগ্রন্থিত আকারে পত্র-পত্রিকা, সাময়িকী ও সংকলনে প্রকাশিত এবং অসংখ্য অপ্রকাশিত অরক্ষিত রয়েছে।
===জীবনী ও আত্মজীবিনী===
{{div col|3}}
৪৪ নং লাইন:
* ''দিনলিপি'' (১লা জৈষ্ঠ্য ১০ চৈত্র ১৩৮০),
* ''সিন্ধুর এক বিন্দু'',
* ''শিক্ষা ও কর্ম জীবন'', দুই খণ্ডখন্ড (১৯৮৩-৯০)।
</div>
===উপন্যাস===
{{div col|3}}
* ''ষষ্ঠীমায়া'' (সেমেটিক মিথলজিমিথলজী ভিত্তিক রচনা, শুরু ১৯৭৯ অসম্পূর্ণ)
* ''স্বর্গীয় অশ্রু'' (১৩৮০),
* ''পুত্রোৎসর্গ'' (১৩৮১),
* ''মহাপ্লাবন'',
* ''চন্দ্রাতপ''(১৩৮৩) এগুলো তাঁর সেমেটিক মিথলজিমিথলজী ভিত্তিক রচনা।
</div>
===গল্প ও গল্প সংকলন===
১৪০ নং লাইন:
===অনুবাদ===
{{div col|3}}
* ''কালিলা ও দিমনা'' (বাংলা একাডেমিএকাডেমী-১৯৬৫),
* ''হেজাজের সওগাত'',
* ''মুঝে ভি শেকায়েত নেহী'' (জাতীয় গ্রন্থ কেন্দ্র, ঢাকা-১৯৬৫),
* ''ভেজাল'' নাটক (নাসিরাবাদ কলেজ বার্ষিকীতে প্রকাশিত-১৯৭৮),
* ''আল-মুকাদ্দিমা'' (দুই খণ্ডেখন্ডে বাংলা একাডেমিএকাডেমী প্রকাশিত ১৯৮১-৮২),
* ''তারিখ-ই-ফিরোজশাহী'' (বাংলা একাডেমিএকাডেমী প্রকাশিত ১৯৮২),
* ''তোহ্‌ফা'',
* ''ফতেহাবাদের আউলিয়া কাহিনী'',
* ''অশাস্ত্রীয় পুরাণ'',
* ''শব্দার্শ অধ্যায়ন'',
* ''আমার অভিযোগ'' এগুলো বাংলা একাডেমিএকাডেমী থেকে প্রকাশিত প্রকাশিত হয়। এছাড়া
* ''চাটনী'',
* ''ফিরনী'',
১৬৬ নং লাইন:
{{div col|3}}
* ''পূর্ব পাকিস্তানের আঞ্চলিক ভাষার অভিধান'' প্রকল্প (১৯৬১-৬৮),
* ''পদ্মাবতী'', আলাওল, বাংলা একাডেমিএকাডেমী (১৯৬৫),
* ''তোহফা'', আলাওল, বাংলা একাডেমিএকাডেমী (১৯৭৫) ও
* ''সাপ্তাহিক ময়মনসিংহ বার্তা'' সম্পাদনা করেন।
</div>
 
===অন্যান্য===
{{div col|3}}
১৯৩ ⟶ ১৯২ নং লাইন:
 
== সাংগঠনিক কর্মকাণ্ড ==
অধ্যাপক গোলাম সামদানী কোরায়শী অসংখ্য রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার মধ্যে তিনি সভাপতি হিসেবে বঙ্গবন্ধু পরিষদ, ময়মনসিংহ সাহিত্য পরিষদ, আকুয়া জুনিয়র হাই স্কুল কমিটি, আকুয়া প্রাইমারি স্কুল ম্যানেজিং কমিটি, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ময়মনসিংহ শাখা (১৯৮৪-৯১) উজিরাবাদ সমবায় সমিতি, আকুয়া পৌর কবরখানা, ময়মনসিংহ ও সহ-সভাপতি হিসেবে ময়মনসিংহ প্রেস ক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী (ময়মনসিংহ) এবং সাধারণ সম্পাদক হিসেবে মাদরাসায়েমাদ্রাসায়ে আলিয়াআলীয়া, বাংলা সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৫৮), বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (১৯৮৪-৯১) দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সংগঠনের আহ্বায়ক, উপদেষ্টা ও সদস্য ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, সিনেট (১৯৮২-৮৫, ১৯৮৭-৮৮) সদস্য, বাংলা একাডেমিরএকাডেমীর (নং ৪৪৫) আজীবন সদস্য ছিলেন।
 
== তথ্যসূত্র ==