গঙ্গাঋদ্ধি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অজয় মন্ডল (আলোচনা | অবদান)
NahidSultanBot-এর করা 1995251 নং সংস্করণে প্রত্যাবর্তন করা হয়েছে। (টুইংকল)
১ নং লাইন:
[[চিত্র:Ptolemy Asia detail.jpg|thumb|[[টলেমি|টলেমির]] মানচিত্রে গঙ্গাঋদ্ধি (Gangaridai)]]
[[চিত্র:Asia 323bc.jpg|thumb|300px|৩২৩ খ্রিষ্টপূর্বের এশিয়ার মানচিত্র যাতে আলেকজান্ডারের সাম্রাজ্য ও প্রতিবেশী রাজ্য গুলো সহ নন্দ রাজ্য ও গঙ্গাঋদ্ধি রাজ্য দেখানো হয়েছে।]]
'''গঙ্গাঋদ্ধি''' ({{lang-en|Gangaridai}}; {{lang-gr|Γανγαρίδαι}} '''''Gangaridae'''''; ''অর্থ "গঙ্গার সম্পদ"'' ; {{lang-sa|}} ''Ganga Rashtra'', ''অর্থ "Nation on the [[River Ganges]]"'') খিষ্টপূর্ব ৩০০ শতকের একটি রাজ্য ।রাজ্য। [[ভারতোপমহাদেশ|ভারতভারতী উপমহাদেশের]] [[বঙ্গ]] অঞ্চল বা বর্তমান [[বাংলাদেশ]][[ভারত|ভারতের]] [[পশ্চিমবঙ্গ]] জুড়ে এ রাজ্য বিস্তৃত ছিল ।ছিল। গ্রিক পর্যটক [[মেগাস্থিনিস]] তার ''[[ইন্ডিকা]]'' নামক গ্রন্থে এই রাজ্যের উল্লেখ করেন ।করেন। গ্রিক ও লাতিন ঐতিহাসিকদের মতে , [[আলেকজান্ডার]] তার [[ভারতবর্ষ]] অভিযান থেকে স'রেসরে এসেছিলেন কারণ তাহলে তাকে '''গঙ্গাঋদ্ধি''' আক্রমণ করতে হতোহতো। । [[আলেকজান্ডার]] আশঙ্কা করেছিলেনকরছিলেন '''গঙ্গাঋদ্ধি''' সাম্রাজ্য আক্রমণ করার পরিণতিপরিনতি হবে ভয়াবহ ।ভয়াবহ। তবে এখন পর্যন্ত এই সাম্রাজ্য সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি ।যায়নি।
 
== গঙ্গাঋদ্ধির অবস্থান ==
[[চিত্র:Asia 323bc.jpg|thumb|300px|৩২৩ খ্রিষ্টপূর্বের এশিয়ার মানচিত্র যাতে আলেকজান্ডারের সাম্রাজ্য ও প্রতিবেশী রাজ্য গুলো সহ নন্দ রাজ্য ও গঙ্গাঋদ্ধি রাজ্য দেখানো হয়েছে।]]
[[ধ্রুপদী]] [[গ্রিক]]গ্রিকও ল্যাটিন [[লাতিন]] [[ঐতিহাসিক]]গনঐতিহাসিকগন '''গঙ্গাঋদ্ধি''' রাজ্যের বিবরণ দিয়েছেন।
 
{{cquote|[[গঙ্গা‘গঙ্গা নদী|গঙ্গা]]র [[উত্তর]] হতে [[দক্ষিণ]] দিকে প্রবাহিত এবং ''গঙ্গাহৃদয়''গঙ্গারিডাই রাজ্যের পূর্ব সীমানায় সমূদ্রে মিলিত হইয়াছে।’ - মেগাস্থিনিস}}
[[ধ্রুপদী]] [[গ্রিক]] ও [[লাতিন]] [[ঐতিহাসিক]]গন '''গঙ্গাঋদ্ধি''' রাজ্যের বিবরণ দিয়েছেন।
 
‘গঙ্গা নদীর মোহনায় সমূদয় এলাকা জুড়িয়া গঙ্গারিডাই রাজ্য’ -টলেমি
{{cquote|[[গঙ্গা নদী|গঙ্গা]]র [[উত্তর]] হতে [[দক্ষিণ]] দিকে প্রবাহিত এবং ''গঙ্গাহৃদয়'' রাজ্যের পূর্ব সীমানায় সমূদ্রে মিলিত হইয়াছে।’ - মেগাস্থিনিস}}
{{cquote|[[গঙ্গা নদী|গঙ্গা]] নদীর [[মোহনা]]য় সমূদয় এলাকা জুড়ে ''গঙ্গাহৃদয়'' রাজ্য - [[টলেমি]]}}
 
{{cquote|''গঙ্গাহৃদয়''‘গঙ্গারিডাই রাজ্যের ভেতরভিতর দিয়া [[গঙ্গা নদী|গঙ্গা]]রনদীর শেষ অংশ প্রবাহিত হইয়াছে হইয়াছে’- [[প্লিনি]]}}
[[চিত্র:Ptolemy Asia detail.jpg|thumb|[[টলেমি|টলেমির]] মানচিত্রে গঙ্গাঋদ্ধি (Gangaridai)]]
{{cquote|''গঙ্গাহৃদয়'' রাজ্যের ভেতর দিয়া [[গঙ্গা নদী|গঙ্গা]]র শেষ অংশ প্রবাহিত হইয়াছে - [[প্লিনি]]}}
 
[[টলেমি]] (২য় খ্রিস্টাব্দে) গঙ্গারিডাই এর অবস্থান সম্পর্কে কিছুটা বিশদ বিবরণ দিয়েছেন ।দিয়েছেন। তিনি লিখেছেন যৈ, গঙ্গার পাঁচটি মুখ সংলগ্ন প্রায় সমূদয় এলাক গঙ্গারিডাইগণ দখল করে রেখেছিল, ‘গাঙ্গে’ নগর ছিল এর রাজধানী। তার বর্নণাকৃত চারটি দ্রাঘিমা ডিগ্রি সমূদ্র উপকূলের সর্ব পশ্চিম থেকে সর্ব পূর্ব নদীমুখ পর্যন্ত অঞ্চল অন্তর্ভুক্ত করছে। কার্যতঃ এর অর্থ হলো ‘গঙ্গারিডাই’ বঙ্গপোসাগরের উপকৃলবর্তী গঙ্গার সর্বপশ্চিম এবং সর্বপূর্ব নদীমুখ পযর্ন্ত বিস্তৃত ছিল। আশ্চর্যজনক বিষয় হলো যে, ভাগীরথির (তমলুক এর নিকটে) এবং পদ্মার (চট্টগ্রামের নিকটে) নদীমুখের দ্রাঘিমা রৈখার পার্থক্য ৩৫ ডিগ্রির সামান্য কিছু বেশি। তাই টলেমির তথ্যানুযায়ী গব্দারিডাই-কে শনাক্ত করা যায় বর্তমান ভারতের পশ্চিমবাংলা ও বাংলাদেশে গঙ্গার প্রধান দুটি শাখার মধ্যবর্তী অঞ্চলটিতে।
 
গঙ্গারিডাই‘গঙ্গারিডাই রাজ্য ৩০০ খ্রিষ্টপূর্বাব্দে ভারতীয় উপমাহাদেশের বাঙলা অঞ্চলে অবস্থিত ছিল। গ্রিক পর্যটক মেগাস্থিনিস তার ''[[ইন্ডিকা]]'' গ্রন্থে এটা বর্ণনা করেছেন ।করেছেন। ধ্রুপদী গ্রিক এবং ল্যাটিন ঐতিহাসিকদের বর্ণনানুযায়ী আলেকজান্ডার দি গ্রেট বাংলায় অবস্থিত এই গঙ্গারিডির লোকেদের পরাক্রমের কাহীনী শুনে শংকিত হয়ে যমুনার পশ্চিম পাড় থেকেই ফেরৎ চলে যান।
 
একজন গ্রিক নাবিক তাঁর Periplous tes Erythras Thalasses (Periplus Maris Erythraei) গ্রন্থে [[বঙ্গোপসাগর]] সংলগ্ন উড়িষ্যা উপকূলের পূর্বে অবস্থিত গাঙ্গে দেশের কথা উল্লেখ করেছেন। নদী তীরে নদীর নামে গাঙ্গে ছিল একটি বাণিজ্য শহর। এটা স্পষ্ট যে টলেমির ‘গঙ্গারিডাই’ এবং পেরিপ্লাস গ্রন্থের লেখকের ‘গাঙ্গে দেশে’ বঙ্গপসাগরের উপকূলে অবস্থিত একই এলাকাকে ইঙ্গিত করছে। কালিদাশের রঘুবংশে বঙ্গের যে বিবরণ পাওয়া যায় তাও অভিন্ন অর্থ বহন করে।