আলাউদ্দিন হোসেন শাহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
Rakibul Hasan (SOMC) (আলোচনা | অবদান)
নতুন তথ্য যোগ।
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২২ নং লাইন:
 
==প্রথম জীবন==
হোসেন শাহের মূল নাম ছিল সাইদ হোসেন। ১৭৮৮ সালে লেখা ''রিয়াজুস সালাতিন'' অনুসারে তিনি [[তিরমিজ|তিরমিজের]] বাসিন্দা মক্কার শরিফ সাইদ আশরাফুল হোসাইনি আল ফাতিমি আল মাক্কির পুত্র ছিলেন। ইতিহাসবিদ [[গোলাম হোসেন সেলিম]] (''রিয়াজুস সালাতিন'' এর লেখক) ও [[মুহাম্মদ কাসিম হিন্দু শাহ]] তাকে [[সাইদ]] হিসেবে উল্লেখ করেছেন যা তার আরব বংশোদ্ভূত হওয়ার চিহ্ন বহন করে। পাশাপাশি ''সুলতান হোসেন শাহ বিন সাইদ আশরাফুল হুসাইনি'' কথাটি তার মুদ্রায় উল্লেখিত হয়েছে।<ref name=bpedia/> তবে এখানে আরো একটু বিষয় ভেবে দেখার আছে যে কোন কোন ঐতিহাসিক তার ইসলাম ধর্ম সম্পর্কে সন্দেহ পোষণ করেন। তাদের মতে তিনি মুসলিম ছিলেন কিনা, নাকি শুধু সামাজিক এবংএবং রাজনৈতিক কারনে তিনি নিজেকে ইসলাম ধর্মের অনুসারী বলে প্রচার করেছেন, তা ভেবে দেখার বিষয়। তার সময়ে তার প্রধান উজির ছিল গোপিনাথ বসু ওরফে পুরিন্দর খান, প্রধান দেহ রক্ষী কেশব ছত্রী, প্রধান চিকিৎসক মুকুন্দ দাস, প্রধান রাজস্ব মন্ত্রী অনুপ। গুরুত্বপূর্ণ পদে হিন্দুদের বসানো উদার মনোভাবের পরিচায়ক হলেও মূল সন্দেহ তৈরি হয় চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহনের মাধ্যমে। তার সময়েই মুসলিমদের মাঝে কিছু বিদয়াতী শিরক প্রসার লাভ করে। তিনি সত্য পীরের মাজার প্রতিষ্ঠা করেন এবং তার অনষ্ঠানাদির সাথে হিন্দু ধর্মাবলম্বীদের নারায়ণ পূজার অনেক মিল পাওয়া যায়। তার বাংলায় আগমন ও সুলতান [[শামসউদ্দিন মোজাফফর শাহ|শামসউদ্দিন মোজাফফর শাহের]] [[উজির|উজিরের]] পদ লাভ করার ব্যাপারে বিস্তারিত জানা যায় না। ধরা হয় যে তিনি প্রথমে [[মুর্শিদাবাদ জেলা|মুর্শিদাবাদ জেলার]] চাঁদপারা গ্রামে বসতি স্থাপন করেন। এর কারণ হোসেন শাহের প্রথম দিকের বেশ কিছু বিবরণ এই গ্রামের আশেপাশে পাওয়া যায় এবং ১৪৯৪ সালে হোসেন শাহ কর্তৃক নির্মিত ''খেরুর মসজিদ'' এখানে অবস্থিত।<ref name=bpedia/><ref name=bpedia2>Pratip Kumar Mitra, [http://www.banglapedia.org/httpdocs/HT/K_0229.HTM Kherur Mosque], [[Banglapedia]]: The National Encyclopedia of Bangladesh, [[Asiatic Society]] of Bangladesh, [[Dhaka]], ''Retrieved: 2011-05-04''</ref><ref name=murshigov>{{cite web | url =http://murshidabad.gov.in/milestone.htm | title = Chronological History of Murshidabad | accessdate = 2011-05-04 | work = Independent Sultanate of Gauda | publisher = District Administration}}</ref> ''শেখের দীঘি'' নামক একটি জলাশয়ও তার সাথে সম্পর্কিত।<ref name=murshigov/>
 
প্রথমদিকে তিনি গোপনে বিদ্রোহীদের প্রতি সমর্থন জানালেও পরবর্তীকালে প্রকাশ্যে তাদের নেতার ভূমিকায় অবতীর্ণ হন এবং দুর্গ অবরোধ করেন। এখানে সুলতান [[শামসউদ্দিন মোজাফফর শাহ]] কয়েক হাজার সৈনিক সমেত অবস্থান করছিলেন। ১৬ শতকের ইতিহাসবিদ [[নিজামউদ্দিন আহমেদ|নিজামউদ্দিন আহমেদের]] মতানুযায়ী, সুলতান গোপনে প্রাসাদ রক্ষীদের সাহায্যে হোসেন শাহ কর্তৃক নিহত হন। এর মাধ্যমে বাংলায় হাবশি শাসনের সমাপ্তি ঘটে।<ref name=r1/>