পাঞ্জাবী বস্ত্রাদি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী:পোষাক যোগ হটক্যাটের মাধ্যমে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
২ নং লাইন:
 
'''পাঞ্জাবী বস্ত্রাদি''' বলতে মূলতঃ [[পাঞ্জাব অঞ্চল|পাঞ্জাব অঞ্চলের]] অধিবাসীদের ঐতিহ্যবাহী পরিধেয় পোষাকাদীকে নির্দেশ করা হয়। প্রাচীন পাঞ্জাব অঞ্চলের মানুষ সুতীর পোশাক পরতেন। নারী-পুরুষ উভয়ের উর্ধাংশের বস্ত্রই হাঁটু পর্যন্ত দীর্ঘ ছিলো। একটি স্কার্ফ নেয়া হতো যেটি বাম কাঁধে উপর হতে ডান দিকের নিচে আসতো। অপর একটি আলগা কাপড় খন্ড কাঁধ হতে হাঁটু পর্যন্ত ঝুলে থাকতো। নারী-পুরুষ উভয়েই কোমরের উপর ধুঁতি পরতেন।<ref name="autogenerated1">Mohinder Singh Randhawa. (1960) Punjab: Itihas, Kala, Sahit, te Sabiachar aad.Bhasha Vibhag, Punjab, Patiala.</ref> আধুনিক পাঞ্জাবী পোষাকে এই সাজ-সরঞ্জাম অপরিবর্তিত রয়েছে; কিন্তু দীর্ঘ ইতিহাসে এতে আরো অন্যান্য কিছু উপাদান যুক্ত হয়েছে।
 
 
পাঞ্জাব অঞ্চলে উনবিংশ ও বিংশ শতাব্দীতে সুতি বস্ত্র শিল্প একটি বিকাশমান শিল্প ছিল যখন বিভিন্ন ধরণের লুঙ্গি, খিস, দাতাহি, চাদর, শার্টের কাপড়, পর্দা, সুষি, দুরিস, গামছা ইত্যাদি তুলার তৈরি কাপড় হোসিয়ারপুর, গুরুদাসপুর, পেশোয়ার, [[লাহোর]], [[মুলতান]], [[অমৃতসর]], [[লুধিয়ানা]], জং, শাহপুর, [[জলন্ধর]], [[দিল্লি]], গুরগাঁও, রোহতক, কার্নাল, রেওয়ারী, পানিপথ ইত্যাদি স্থানে উত্পাদিত হতো।<ref>Parshad, Gopal (2007) Industrial development in Northern India: a study of Delhi, Punjab and Haryana, 1858-1918 [https://books.google.co.uk/books?id=H_nsAAAAMAAJ&q=lungi++amritsar&dq=lungi++amritsar&hl=en&sa=X&ved=0CDUQ6AEwAmoVChMIruHkqpy6xwIVRjIaCh2YYA3V]</ref> এই বস্ত্র শিল্প পাঞ্জাবকে পোশাকের ক্ষেত্রে ঐশ্বর্যশালী করে তোলে যা তার সমৃদ্ধ এবং স্পন্দনশীল সংস্কৃতির প্রদর্শণ হিসাবে পরিগণিত হয়।<ref>{{cite web|url=http://www.coloursofpunjab.com/punjabipedia/punjabi-culture/punjabi-dressing |title=Punjabi Dressing |publisher=Coloursofpunjab.com |date= |accessdate=2015-05-17}}</ref><ref>{{cite web|url=http://www.baisakhifestival.com/baisakhi-dress.html |title=Baisakhi Dress,Bhangra Dress,Gidda Dress,Dress for Baisakhi Festival |publisher=Baisakhifestival.com |date= |accessdate=2015-05-17}}</ref> বিভিন্ন ধরনের পাঞ্জাবী উৎসব, স্থানীয় ঘটনা এবং অনুষ্ঠান উপর ভিত্তি করে বিভিন্ন ধরণের পোষাক পরিধান করা হয়।