উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (উচ্চশিক্ষায়তনিক ব্যক্তিত্ব): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৭ নং লাইন:
 
'''প্রফেসর টেস্ট''' নামেও পরিচিত এই নীতিমালাটি একাডেমিক ব্যক্তিবর্গের উল্লেখযোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে প্রণীত। একাডেমিক হলেন সে ব্যক্তি যিনি গবেষণাকর্মে বা উচ্চশিক্ষায় নিয়োজিত রয়েছেন এবং একাডেমিক উল্লেখযোগ্যতা বলতে বোঝায় "এরূপ সংশ্লিষ্টতার জন্য পরিচিত"।
* * অধিকাংশ একাডেমিক কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য (অধ্যাপক) হয়ে থাকেন বা পূর্বে থেকে থাকবেন। এছাড়াও অনেক একাডেমিক বিভিন্ন একাডেমিক গবেষণা প্রতিষ্ঠান যেমন [[এনআইএইচ]], [[সিএনআরএস]] ইত্যাদিতে একাডেমিক বা গবেষণা পদে কর্মরত থাকেন বা পূর্বে থেকে থাকবেন। মোটকথা, উপরোক্ত সংজ্ঞার আলোকে একাডেমিকগণ গবেষণাক্ষেত্রের বাইরেও কাজ করতে পারেন যেমন শিল্প, অর্থনৈতিক ক্ষেত্র, সরকার, চিকিৎসক, আইনজীবী ইত্যাদি ক্ষেত্রে এবং তারা যদি তাদের একাডেমিক অর্জনের কারণে পরিচিত হন তবে তাদের প্রধান কর্মের প্রকৃতি একাডেমিক না হলেও চলবে; অন্যদিকে, যদি তারা তাদের প্রধান কর্মের কারণে উল্লেখযোগ্য হন তবে নিবন্ধ প্রণয়নের জন্য পৃথকভাবে উল্লেখযোগ্য একাডেমিক হতে হবে না।
* মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল শিক্ষকদের কখনো কখনো অধ্যাপক বলা হলেও তারা সাধারণভাবে একাডেমিক হিসেবে গণ্য হন না। তারা একাডেমিক হিসেবে গণ্য হবেন যদি তারা উল্লেখযোগ্য পরিমাণ গবেষণা কর্মে নিয়োজিত থাকেন এবং সেসব গবেষণার কারণে পরিচিত হন। অন্যথায় তারা তাদের পেশার ক্ষেত্রে প্রযোজ্য উল্লেখযোগ্যতার নীতির মাধ্যমে বিবেচিত হবেন।
* একাডেমিক পদসমূহ এবং তাদের অর্থের জন্য [[:en:professor|অধ্যাপক]] নিবন্ধ দেখুন। উল্লেখ্য, এসকল পদ দেশভেদে ভিন্ন হয়ে থাকে।