কৃত্তিবাস ওঝা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
তথ্যসূত্র যোগ/সংশোধন, সম্প্রসারণ
৩২ নং লাইন:
| portaldisp = }}
 
'''কৃত্তিবাস ওঝা''' (জন্মঃ আনুমানিক ১৩৮১ বঙ্গাব্দ - মৃত্যুঃ আনুমানিক ১৪৬১ বঙ্গাব্দ) ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন প্রধান কবি। তিনি অধুনা রাজশাহী জেলার অন্তর্গত প্রেমতলীর নিকটে, মতান্তরে [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] [[নদিয়া জেলা|নদিয়া জেলার]] অন্তর্গত [[ফুলিয়া]] গ্রামে বাস করতেন। গৌড়েশ্বরের আদেশে তিনি [[বাল্মীকি]] [[রামায়ণ|রামায়ণের]] সহজবোধ্য বাংলা পদ্যানুবাদ করেছিলেন।<ref name = sukumarseneng>{{cite book |last1=Sen |first1=Sukumar |title= History of Bengali |edition=3rd |year= 1979 |origyear=1960 |publisher=[[Sahitya Akademi]] |location= [[New Delhi]] |isbn= 81-7201-107-5|oclc= |doi= |id= |page= |pages=63–65 }}</ref> তাঁরবাঙালির অনূদিতআবেগ, রামায়ণঅনুভূতি ও রুচির দিক লক্ষ্য রেখে সর্বজনবোধ্য পদ্যে মূল সংস্কৃত রামায়ণের ভাবানুবাদ করায় কৃত্তিবাসী রামায়ণের ব্যাপক জনপ্রিয়তা লাভ ঘটে।<ref name="ReferenceA">[[সেলিনা হোসেন]] ও নুরুল ইসলাম সম্পাদিত; ''[[কৃত্তিবাসীবাংলা রামায়ণএকাডেমী]] চরিতাভিধান''; ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা- ১২৬, ISBN 984-07-4354-6</ref>

==কৃত্তিবাসী রামায়ণ==
কৃত্তিবাস অনূদিত রামায়ণ ''কৃত্তিবাসী রামায়ণ'' নামে পরিচিত। ''কৃত্তিবাসী রামায়ণ''-এর প্রধান বৈশিষ্ট্য হল এটি মূল রামায়ণের আক্ষরিক অনুবাদ নয়। কৃত্তিবাস রামায়ণ-বহির্ভূত অনেক গল্প এই অনুবাদে গ্রহণ করেছিলেন। তদুপরি বাংলার সামাজিক রীতিনীতি ও লৌকিক জীবনের নানা অনুষঙ্গের প্রবেশ ঘটিয়ে তিনি সংস্কৃত রামায়ণ উপাখ্যানের বঙ্গীকরণ করেন। [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ ঠাকুরের]] ভাষায়, এই কাব্যে "প্রাচীন বাঙালি সমাজই আপনাকে ব্যক্ত করিয়াছে।" বাঙালি সমাজে এই বইটি ব্যাপক জনপ্রিয়। কয়েক শতাব্দী ধরে বইটি বাংলা ঘরে ঘরে পঠিত। বাঙালি সমাজে এই বইটি ব্যাপক জনপ্রিয়। কয়েক শতাব্দী ধরে বইটি বাংলা ঘরে ঘরে পঠিত। ১৮০২ সালে [[উইলিয়াম কেরি|উইলিয়াম কেরির]] প্রচেষ্টায় [[শ্রীরামপুর মিশন প্রেস]] থেকে ''কৃত্তিবাসী রামায়ণ'' প্রথম পাঁচ খণ্ডে মুদ্রিত হয়। এরপর ১৮৩০-৩৪ সালে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় দুখণ্ডে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়।<ref>{{cite news|url=http://www.bd-pratidin.com/editorial/2015/03/09/67369|title=জানা-অজানা: কৃত্তিবাস ওঝা|date=৯ মার্চ, ২০১৫|newspaper=বাংলাদেশ প্রতিদিন|accessdate=১২ জানুয়ারী, ২০১৬}}</ref>
 
== কবি-পরিচয় ==