জার্মানি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shariful iea (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী:ইউরোপের দেশ যোগ হটক্যাটের মাধ্যমে
SyfulAakash (আলোচনা | অবদান)
৯৫ নং লাইন:
'''জার্মানি''' ({{IPAc-en|audio=En-uk-Germany.ogg|ˈ|dʒ|ɜr|m|ə|n|i}}; {{lang-de|Deutschland}}), সরকারিভাবে '''সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি''' ({{lang-de|Bundesrepublik Deutschland}}, "বুন্ডেস্‌রেপুব্‌লিক ডয়চ্‌লান্ট্‌", {{IPA-de|ˈbʊndəsʁepuˌbliːk ˈdɔʏtʃlant|pron|De-Bundesrepublik_Deutschland.ogg}}),<ref>{{cite book |editor=Mangold, Max |title=Duden, Aussprachewörterbuch |edition=6th |year=1995 |publisher=Dudenverlag |language=German |isbn= 978-3-411-20916-3 |pages=271, 53f}}</ref> ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। এটি ১৬টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। এটির উত্তর সীমান্তে [[উত্তর সাগর]], [[ডেনমার্ক]] ও [[বাল্টিক সাগর]], পূর্বে [[পোল্যান্ড]] ও [[চেক প্রজাতন্ত্র]], দক্ষিণে [[অস্ট্রিয়া]] ও [[সুইজারল্যান্ড]] এবং পশ্চিম সীমান্তে [[ফ্রান্স]], [[লুক্সেমবুর্গ]], [[বেলজিয়াম]] এবং [[নেদারল্যান্ড্‌স]] অবস্থিত। জার্মানির ইতিহাস জটিল এবং এর সংস্কৃতি সমৃদ্ধ, তবে [[১৮৭১]] সালের আগে এটি কোন একক রাষ্ট্র ছিল না। [[১৮১৫]] থেকে [[১৮৬৭]] পর্যন্ত জার্মানি একটি কনফেডারেসি এবং [[১৮০৬]] সালের আগে এটি অনেকগুলি স্বতন্ত্র ও আলাদা রাজ্যের সমষ্টি ছিল।
 
আয়তনের দিক থেকে জার্মানি [[ইউরোপ|ইউরোপের]] ৭ম বৃহত্তম রাষ্ট্র। উত্তর [[উত্তর সাগর]] ও [[বাল্টিক সাগর|বাল্টিক সাগরের]] উপকূলীয় নিম্নভূমি থেকে মধ্যভাগের ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং তারও দক্ষিণে ঘন অরণ্যাবৃত পর্বত ও বরফাবৃত [[আল্পস পর্বতমালা]] দেশটির ভূ-প্রকৃতিকে বৈচিত্র্যময় করেছে। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন [[রাইন]], [[দানিউব]], [[এলবে]] প্রবাহিত হয়েছে এবং দেশটিকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে সাহায্য করেছে।
 
জার্মানিতে নগরায়নের হার অত্যন্ত উঁচু। [[বার্লিন]] দেশের রাজধানী ও বৃহত্তম শহর। তবে প্রাক্তন পশ্চিম জার্মানির রাজধানী [[বন]] শহরে এখনও বেশ কিছু সরকারী অফিস রয়েছে। [[জার্মান ভাষা]] এখানকার প্রধান ভাষা। দুই-তৃতীয়াংশ লোক হয় [[রোমান ক্যাথলিক]] অথবা [[প্রোটেস্টান্ট]] খ্রিস্টান।
 
জার্মানরা পশ্চিমা সংস্কৃতিতে বহু অবদান রেখেছে। জার্মানিতে বহু অসাধারণ লেখক, শিল্পী, স্থপতি, সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক জন্মগ্রহণ করেছেন। এদের মধ্যে সম্ভবত [[ইয়োহান সেবাস্টিয়ান বাখ]] ও [[লুডভিগ ফান বেটোফেন]] সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত। [[ফ্রিডরিশ নিৎসে]], [[ইয়োহান ভোলফগাং ফন গোটে]] এবং [[টমাস মান]] জার্মান সাহিত্যের দিকপাল।