পাণিনি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
অজয় মন্ডল (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''পাণিনি''' <small>([[সংস্কৃত]]: {{lang-sa|पाणिनि}}, {{IPA-sa|pɑːɳin̪i|IPA}}, পারিবারিক নাম, অর্থ "পাণির বংশধর")</small> ছিলেন একজন প্রাচীন [[ভারত|ভারতীয়]] [[ভারতে লৌহযুগ|প্রাচীন ভারতীয়লৌহযুগের]] [[সংস্কৃত]] [[ব্যাকরণবিদ]] । তিনি খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে [[গান্ধার]] রাজ্যের [[পুষ্কলাবতী]] নগরীতে বিদ্যমান ছিলেন।ছিলেন ।<ref>[[Frits Staal]], Euclid and Pāṇini, Philosophy East and West, 1965; R. A. Jairazbhoy, On Mundkur on Diffusion, Current Anthropology (1979).</ref><ref name=Pan>[http://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V02_298.gif Sanskrit Literature] [[The Imperial Gazetteer of India]], v. 2, p. 263.</ref>
==জন্ম ও শৈশব==
যতদূর জানা গেছে '''পাণিনি''' [[পাকিস্তান|পাকিস্তানের]] এর [[রাওয়ালপিন্ডি]] অঞ্চলের আটকের নিকট শালাতুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।করেছিলেন । তিনি দাক্ষীর পুত্র।পুত্র পাণিনির। '''পাণিনি'''র যুগ বা কাল নিয়ে কোনকোনো নিশ্চিত তথ্য পাওয়া যায় নি।নি । [[ড. আহম্মদ শরীফ|ড. আহম্মদ শরীফের]] মতে তিনি খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দেশতকে ছিলেন।বর্তমান ছিলেন । পাশ্চাত্যের গো সু স্টুকারের মতে তাঁর কাল ছিল খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দী।শতাব্দী । জার্মান পণ্ডিত ম্যাক্সমূলার এবং অয়েবার মনে করেন পাণিনিপাণিনির সময়কাল খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দে জীবিতশতাব্দী ছিলেন। [[কথাসরিৎসাগর]] অনুসারে পাণিনি [[বর্ষ]] নামক আচার্যের নিকট থেকে [[ব্যাকরণ]] শিক্ষা গ্রহণ করেন।করেন । ইন্দ্রদত্ত এবং ব্যাড়ী ছিলেন তাঁর সামসময়িক সহপাঠী।সহপাঠী । <ref>বৈদিক ব্যাকরণ, ধীরেন্দ্রনাথ তরফদার, বাংলা একাডেমি</ref>
==অষ্টাধ্যায়ী==
তিনি তাঁর '''[[অষ্টাধ্যায়ী]]''' ({{lang|sa|अष्टाध्यायी}} ''{{IAST|Aṣṭādhyāyī}}'', অর্থাৎ "আট অধ্যায়") নামক [[সংস্কৃত ব্যাকরণ]] গ্রন্থের জন্য বিখ্যাত।বিখ্যাত । এই গ্রন্থে তিনি [[সংস্কৃত]] [[রূপমূলতত্ত্ব|রূপমূলতত্ত্বের]] ৩,৯৫৯টি নিয়ম অন্তর্ভুক্ত করেন।করেন ।<ref name="Pan"/> এই গ্রন্থটি [[ঐতিহাসিক বৈদিক ধর্ম|বৈদিক ধর্মের]] প্রামাণ্য সহায়ক গ্রন্থ [[বেদাঙ্গ]|বেদাঙ্গের]] ব্যাকরণ শাখার মূল গ্রন্থ।গ্রন্থ । এই গ্রন্থের অধ্যায় সংখ্যা ৮ এবং সূত্রসংখ্যা ৩৮৬৩টি।৩৮৬৩টি । গ্রন্থটি অষ্টঅাট অধ্যায়ে বিভক্ত বলেব'লে এর নাম অষ্টাধ্যায়ী।অষ্টাধ্যায়ী । প্রতি অধ্যায়ে চারটি পাদ বা চরণপর্ব আছে।আছে । এই গ্রন্থে [[সন্ধি]] , [[সুবন্ত]] , [[কৃদন্ত]] , [[উণাদি]] , [[আখ্যাত]] , [[নিপাত]] , [[উপসংখ্যান]] , [[স্বরবিধি]] , [[শিক্ষা]] , [[তদ্ধিত]] প্রভৃতি ব্যাকরণের সমগ্রব্যাকরণিক বিষয় স্থান পেয়েছে।পেয়েছে । <ref>সিদ্ধান্তকৌমুদীর আলোকে কৃৎ প্রত্যয় বিচার, দিলীপ কুমার ভট্টাচার্যয়, বাংলা একাডেমি</ref>
 
''[[অষ্টাধ্যায়ী]]'' [[সংস্কৃত]] ভাষার[[ভাষা]]র প্রাচীনতম ব্যাকরণগুলির অন্যতম।অন্যতম । যদিও পাণিনি ''উনাদিসূত্র'', ''ধাতুপাঠ'', ''গণপাঠ'' প্রভৃতি তাঁর পূর্বসূরিদের কয়েকটি ব্যাকরণগ্রন্থের নাম উল্লেখ করেছেন।করেছেন ।<ref name=Pan/> পাণিনির'''পাণিনি'''র ব্যাকরণ [[বর্ণনামূলক ভাষাবিজ্ঞান]] ও [[সৃষ্টিশীল ভাষাবিজ্ঞান|সৃষ্টিশীল ভাষাবিজ্ঞানের]] প্রাচীনতম গ্রন্থ।গ্রন্থ । ''[[নিরুক্ত]]'' , ''[[নিঘণ্টু]]''''[[প্রতিশাক্যপ্রাতিশাখ্য]]'' গ্রন্থগুলির সঙ্গে পাণিনির ব্যাকরণ ভাষাবিজ্ঞানের ইতিহাসের সূচনা ঘটায়।ঘটায় ।
 
পাণিনির'''পাণিনি'''র জ্ঞানগর্ভ ও বিজ্ঞানসম্মত ব্যাকরণ তত্ত্ব [[বৈদিক সংস্কৃত|বৈদিক সংস্কৃতের]] অন্তকাল ও [[ধ্রুপদি সংস্কৃত|ধ্রুপদি সংস্কৃতের]] সূচনাকালের সন্ধিক্ষণ রূপে পরিগণিত হয়।হয় ।
==ত্রিমুনি ব্যাকরণ==