নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎আরও দেখুন: কিছু তথ্য দ্বারা সমৃদ্ধ করলাম
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
→‎আরও দেখুন: বিদ্যালয়টির ইতিহাস যোগ করেছি
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৩ নং লাইন:
 
==আরও দেখুন ==
 
[[নড়াইল পৌরসভা|নড়াইল শহরের]] প্রাণকেন্দ্রে [[চিত্রা নদী]] তীরে পুরাতন ভবন নিয়ে [[নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়|নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়]]টি অবস্থিত।[[সিপাহী বিদ্রোহ ১৮৫৭|১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের]] স্মরণীয় এক মুহুর্তে স্বনামধন্য বিদ্যোৎসাহী জমিদার রতন রায় কর্তৃক “[[নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়|নড়াইল ভিক্টোরিয়া স্কুল]]” নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্কুলটি সম্ভবতঃ প্রথম অবস্থায় রূপগঞ্জ বাজারের বর্তমান যেখানে কিরণ কুণ্ডুর বাড়ী সেখানে স্থাপিত হয়। পরবর্তীতে হাসপাতাল র্নিমাণের জন্য যে ভবনটি নির্মিত হয় (হাসপাতালটি চালু না হওয়ায়) সেখানে স্কুলটিকে স্থানান্তরিত করে (বর্তমান পুরাতন কলেজ ভবন) স্থায়ীভাবে পরিচালিত করা হয়। স্কুলটি [[ইংল্যান্ড|ইংল্যাণ্ডের]] তদানিন্তন [[রাণী ভিক্টোরিয়া| রানী ভিক্টোরিয়ার]] নামে নামকরণ করা হয়।
বিদ্যালয়টি ১৮৫৭ সালে এইচ, ই (উচ্চ ইংরাজী) স্কুল হিসেবে স্থায়ীভাবে সরকারী অনুমোদন লাভ করে। পূর্বে স্কুলটি [[জমিদার| জমিদারগণ]] কর্তৃক পরিচালিত হত এবং জমিদারগণই ছিলের এর সম্পাদক। প্রাচীন এই বিদ্যালয়ে বহু প্রখ্যাত শিক্ষকগণ শিক্ষকতা করেছেন। যেসব প্রধান শিক্ষকগণ শিক্ষকতা করেছেন তাঁদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন অমৃত রায়, রমেশ ব্যানার্জী, সত্য রায়, গোপেশ্বর লাহিড়ী, নিশি দত্ত, অনুকুল বকসী, সরেন ভট্টাচার্য্য বিশেষ স্বরণীয়। দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত আছেন মোঃ মোসলেম উদ্দিন আহম্মদ।