পশ্চিম মেদিনীপুর জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Joydev09 (আলোচনা | অবদান)
অংশ যোগ করিয়াছি।
Joydev09 (আলোচনা | অবদান)
ইতিহাস সংযোজন করা হল।
১ নং লাইন:
[[চিত্র:West Midnapore district.svg|thumb|পশ্চিমবঙ্গের মানচিত্রে পশ্চিম মেদিনীপুর জেলা]]
'''পশ্চিম মেদিনীপুর জেলা''' [[ভারত|ভারতের]] [[পশ্চিমবঙ্গ]] রাজ্যের একটি জেলা। ২০০২ সালের ১লা জানুয়ারী বৃহত্তর [[অবিভক্ত মেদিনীপুর জেলা]]কে দুই ভাগে বিভক্ত করে এই জেলা প্রতিস্থাপিত হয়। এই জেলাতে চারটি মহকুমা রয়েছেঃ [[খড়গপুর]], [[মেদিনীপুর]] সদর, [[ঝাড়গ্রাম]] এবং [[ঘাটাল]]।
 
== ইতিহাস ==
ঐতিহাসিক মতে পশ্চিম মেদিনীপুরের দাঁতন (তৎকালীন দন্দভুক্তি) এলাকায় রাজা শশাঙ্কের রাজত্বের উপস্থিতি লক্ষ্য করা যায়।<ref name=":0">{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.midnapore.in/town_midnapore.html|title=.:: Legacy of Midnapore - Midnapore ::.|website=www.midnapore.in|access-date=2016-08-03}}</ref> ঐ সময়কালে তাম্রলিপ্ত সাম্রাজ্যের অংশ ছিল এই জেলার অনেকাংশ। ১০২১-১০২৩ খ্রিষ্টাব্দে রাজা রাজেন্দ্র ঢোলের আক্রমনের পর তাম্রলিপ্ত সাম্রাজ্যের পতন হয়। এরপর ১১৩৫ খ্রিষ্টাব্দে রাজা অনন্ত বর্মণ মেদিনীপুরের (তৎকালীন মিধুনপুর) দখল নেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.midnapore.in/|title=MEDINIPUR - MIDNAPUR - MIDNAPORE - EAST - WEST - PURBA - PASCHIM|last=Midnapore|first=Arindam Bhowmik,|website=www.midnapore.in|access-date=2016-08-03}}</ref> খ্রিষ্টীয় ১৩০০-১৫০০ শতাব্দীতে সারা বাংলায় মুসলিম সাম্রাজ্যের বিস্তার হলেও বিষ্ণুপুরের হিন্দু রাজা এবং জমিনদারেরা মেদিনীপুরের সুবিশাল অংশে হিন্দু সাম্রাজ্য ধরে রাখতে সক্ষম হয়েছিলেন।<sup>[1]</sup> ১৫০০ শতাব্দীর শুরুতে মেদিনীপুর [[মুঘল সাম্রাজ্য|মুঘল সাম্রাজ্যের]] অধীনে চলে আসে। ১৬৮৭ খ্রিষ্টাব্দে [[জব চার্নক]] মেদিনীপুরের হিজলিতে আসেন।<ref name=":0" /> ১৭০০ শতাব্দীর মধ্যান্তরে [[মারাঠা]]রা একাধিক বার মেদিনীপুরে আক্রমন ও লুঠতরাজ করে। ১৭৫২ খ্রিষ্টাব্দে পশ্চিম মেদিনীপুরের একাংশ [[মারাঠা সাম্রাজ্য|মারাঠা সাম্রাজের]] অধীনে চলে যায়। এরপর ব্রিটিশ আমলে মেদিনীপুর একাধিক স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের সাক্ষী থেকেছে।<ref name=":0" /><ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.midnapore.in/freedomfighters/abdulajim_baks.html|title=.:: Legacy of Midnapore - Freedom Fighter - Abdul Ajim Baks ::.|website=www.midnapore.in|access-date=2016-08-03}}</ref>
 
== ভূগোল ==