রোমান সাম্রাজ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
সম্পাদনা সারাংশ নেই
৫৭ নং লাইন:
|stat_area4 = 4400000
|
}}'''রোমান সাম্রাজ্য''' রোমান সাম্রাজ্য (Latin: Imperium Rōmānum; ) প্রাচীন রোমান সভ্যতার একটি পর্যায়, সাম্রাজ্য টি একজন সম্রাটের নেতৃত্বে থাকা সরকারের দ্বারা পরিচালিত হত এবং রোমান সাম্রাজ্যের শাসনাধীন অঞ্চলসমূহ ভূমধ্যসাগরের চারিদিকে [[ইউরোপ]], [[আফ্রিকা]] এবং [[এশিয়া মহাদেশ|এশিয়া]] পর্যন্ত বিস্তৃত ছিল। খ্রিঃপূঃ ১০০-৪০০ খ্রিঃ পর্যন্ত [[রোম]] পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নগরী ছিল<ref>(a) [http://www.ianmorris.org/docs/social-development.pdf [[Ian Morris (historian)|Ian Morris]], ''Social Development'', Stanford University, October 2010.] This contains supporting materials for the following book: (b) Ian Morris, ''[[Why the West Rules—For Now]]'', New York: Farrar, Straus and Giroux, 2010. ISBN 978-0-374-29002-3.</ref>, এবং রোমান সাম্রাজ্যের জনসংখ্যা ৫০-৯০ মিলিয়নে উন্নীত হয়েছিল (যা তৎকালীন সময়ে পৃথিবীর জনসংখ্যার প্রায় ২০% ছিল)।<ref name="HistoricalEstimates">an average of figures from different sources as listed at the US Census Bureau's [http://www.census.gov/ipc/www/worldhis.html Historical Estimates of World Population]; see also *[[Michael Kremer|Kremer, Michael]] (1993). "Population Growth and Technological Change: One Million B.C. to 1990" in ''The Quarterly Journal of Economics'' 108(3): 681–716.</ref> এর আগে গৃহযুদ্ধ এবং রাজনৈতিক সংঘাতের ফলে রোমে বিরাজমান ৫০০ বছরের রোমান প্রজাতন্ত্রে চরম অস্থিরতার সৃষ্টি হয়। অস্থিরতার ঐ সময়ে [[জুলিয়াস সিজার]] কে স্থায়ী ডিক্টেটর বা ন্যায়পালিক হিসেবে নিযুক্ত করা হয়। খ্ৰী:পূ: ৪৪-তে তাকে কয়েকজন ষড়যন্ত্রকারীরা হত্যা করে। ফলস্বরূপ গৃহযুদ্ধ এবং হত্যালীলা অব্যাহত থাকে। সিজারের পোষ্য পুত্র অক্টাভিয়ান খ্রী:পূ: ৩১-এ এক্টিয়ামের যুদ্ধে [[মার্ক এন্টনী]] এবং [[ক্লিয় পেট্রা]]কে পরাজিত করে। এরপর অক্টাভিয়ান অদমনীয় হয়ে উঠে এবং খ্রী:পূ: ২৭-এ রোমান সিনেটে তাকে আনুষ্ঠানিকভাবে অসীম ক্ষমতা দেয়ার সাথে অগস্টাস উপাধি প্রদান করে যা রোমান সাম্রাজ্যের শুরুর একটি মাইলফলক।
}}'''রোমান সাম্রাজ্য''' প্রাচীন রোমান সভ্যতার একটি পর্যায়। এই পর্যায়ে রোমান সরকার ব্যবস্থা প্রজাতন্ত্র থেকে একনায়কতন্ত্রে রূপ নেয়। ৫১০ খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টপূর্ব ১ম শতক পর্যন্ত রোমান প্রজাতন্ত্র বিরাজমান ছিল। ৪৪ খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজার তথা ইউলিয়ুস কায়েসারের আজীবন একনায়ক পদে প্রতিষ্ঠিত হবার মধ্য দিয়ে রোমান সাম্রাজ্যের পত্তন ঘটে। ২৭ খ্রিস্টপূর্বাব্দে সিজারের উত্তরসূরী অক্টাভিয়ানকে রোমান সিনেট কর্তৃক আউগুস্তুস উপাধি দানও রোমান সাম্রাজ্যের শুরুর একটি মাইলফলক। ৪৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাম্রাজ্য স্থায়ী ছিল। এর লাতিন নাম ছিল ''Imperium Romanum'' ''ইম্পেরিউম রোমানুম''।
 
রোমান প্রজাতন্ত্র প্রায় ১৪০০ বছর ধরে প্রচলিত ছিল। এর প্রথম দুই শতক রাজনৈতিক সুস্থরতা এবং সমৃদ্ধির কারণে এদের “রোমান শান্তি”র যুগ হিসেবে অভিহিত করা হয়। অক্টেভিয়ানের বিজয়ের পর রোমান সাম্রাজ্যের পরিসর নাটকীয়ভাবে সম্প্রসারিত হয়। ৪১ সালে কেলিগুলার হত্যার পর সিনেটে পুনরায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা বিবেচনা করা হয়। কিন্তু ইতিমধ্যে প্রেইটোরিয়ান দেহরক্ষী বাহিনী [[ক্লডিয়াস]]কে সম্রাট ঘোষণা করে। ক্লডিয়াসের নেতৃত্বে রোমানরা ব্রিটানিয়াকে নিজ সাম্রাজ্যের অন্তর্গত করে। অক্টেভিয়ানের পর এটাই ছিল সর্ববৃহৎ রাজ্য বিস্তারের ঘটনা। ক্লডিয়াসের পরবর্তী সম্রাট নীরো ৬৮ সালে আত্মহত্যা করার পর পুনরায় রাজনৈতিক অস্থিরতার উদ্ভব হয়। গৃহযুদ্ধ এবং বিদ্রোহের (ইহুদী-রোমান যুদ্ধ) সময় চারজন সেনাধ্যক্ষক সম্রাট ঘোষণা করা হয়। ৬৯ সালে ভেসপাসিয়ানে বিজয় লাভ করে এবং ফ্লেভিয়ান রাজবংশের প্রতিষ্ঠা করে। তার পুত্র পরবর্তী সম্রাট টাইটাসে রোমের বিখ্যাত [[কলোসিয়াম]] নির্মাণ করে। টাইটাসের অল্প সময়ের রাজত্যের পর তার ভাই ডমিটিয়ান রোমান সিংহাসনে আরোহণ করে এবং দীর্ঘকাল রাজত্বের পর হত্যার বলি হয়। এরপর সিনেট পাঁচজন সম্রাটকে বাছাই করে। এর দ্বিতীয় সম্রাট ট্রাজানের শাসনামলে রোমান সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে উন্নীত হয়।
উন্নতির শিখরে নীচের এলাকাগুলি রোমান সাম্রাজ্যের অধীনে ছিল: ইংল্যান্ড ও ওয়েল্‌স, রাইন নদীর পশ্চিমে ও আল্পসের দক্ষিণে অবস্থিত সমগ্র ইউরোপ, বলকান অঞ্চল, কৃষ্ণ সাগর, এশিয়া মাইনর, লেভান্ট, আফ্রিকার ভূমধ্যসাগরীয় উপকূল।
 
== তথ্যসূত্র ==