আদিনা ফজলুল হক সরকারি কলেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:১৯৩৮-এ প্রতিষ্ঠিত যোগ হটক্যাটের মাধ্যমে
ট্যাগ যোগ/বাতিল
১ নং লাইন:
{{কাজ চলছে|date=জুন২০১৬}}
{{Infobox_college
|name = '''আদিনা ফজলুল হক সরকারি কলেজ'''</br><small>Adina Fazlul Haque Govt. College</small>
|nickname = আদিনা
|image = AFHGC.jpg
|caption = প্রবেশ পথ
|motto = '''জ্ঞানই শক্তি'''</br><small>Knowledge Is Power</small>
|established = ১৯৩৮ খ্রিঃ
|type = [[সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ|সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ]]
|principal = অধ্যাপক আবুল কাসেম সরকার
|undergrad = বিএ (সম্মান), বিএসএস (সম্মান), বিএসসি (সম্মান), বিএ (পাস), বিএসএস (পাস), বিএসসি (পাস)
২২ ⟶ ২১ নং লাইন:
|website = }}
 
'''আদিনা ফজলুল হক সরকারি কলেজ''' <small>{{Lang-en|[[Adina Fazlul Haque Govt. College]]}}</small> [[চাঁপাইনবাবগঞ্জ]] জেলার প্রাচীনতম শীর্ষস্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি [[চাঁপাইনবাবগঞ্জ]] জেলার অন্তর্গত শিবগঞ্জ উপজেলার প্রায় ৬ কি.মি পশ্চিম দিকে মনাকষা ইউনিয়নের দাদনচক -এ অবস্থিত।
 
==ইতিহাস ও পটভূমি <ref>http://monakashaup.chapainawabganj.gov.bd/node/1001929/আদিনা-ফজলুল-হক-সরকারি-কলেজ</ref>==
 
ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষের মুসলিমরা শিক্ষা অর্জনের ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল। এছাড়া মফস্বল অঞ্চল ছিল শিক্ষ বিস্তারের ক্ষেত্রে আরও পিছিয়ে। এতদসত্ত্বেও নিজ প্রচেষ্টা ও মেধার গুণে অনেক মেধাবী মুসলিম ব্যক্তি শিক্ষা অর্জন করেছিল এবং নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। দাদনচক গ্রামের প্রয়াত কর্মবীর '''ইদ্রিশ আহম্মেদ মিঞা''' ছিলেন তেমনি একজন ব্যাক্তি। তিনি সেই সময় শিক্ষা গ্রহণ করেছিলেন এবং জ্ঞান অর্জনের গুরুত্ব উপলদ্ধি করে সকলের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটানোর প্রয়াস লাভ করেছিলেন। দাদনচক গ্রামে অবস্থিত আজকের '''[[আদিনা ফজলুল হক সরকারি কলেজ]]''' সেই প্রয়াসেরই ফল। তিনি উপলদ্ধি করেছিলেন যে শোষিত বঞ্চিত ও অবহেলিত মানুষকে জমিদার, জোতদার, ঋনদাতা মহাজন ও গ্রাম্য চণ্ডালদের অত্যাচার ও নিপীড়ন থেকে মুক্ত করতে এবং তাদের যাবতীয় কুসস্কার, ভীরুতা দূর করে একটি আত্মপ্রত্যয়শীল সমাজ গড়ে তুলতে হলে সর্বদা প্রয়োজন শিক্ষার। কারণ তিনি উপলদ্ধি করেন যে শিক্ষাই সকল উন্নতি ও উৎকর্ষ সাধনের মূল চাবিকাঠি। তৎকালীন ব্রিটিশ ভারতের মালদহ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজ সেবক ও প্রতিস্থাপক '''ইদ্রিশ আহমেদ মিঞা''' তাঁর নিজ গ্রাম দাদনচকে বিশ শতকের প্রথম দিকেই প্রতিষ্ঠা করেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা। এছাড়া তিনি একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠার মানসে তাঁর সংগ্রাম অব্যাহত রাখেন। ১৯৩৫ সালে ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্ব শাসন ব্যবস্থা প্রবর্তন করার ফলে ১৯৩৭ সনে বঙ্গীয় ব্যবস্থাপক সভার নির্বাচনে [[কৃষক প্রজা পাটিপার্টি]]র প্রার্থী হিসাবে '''ইদ্রিশ আহমেদ মিঞা''' মনোনয়ন পান এবং ভোটে জয়লাভ করেন। ঐ সময় [[আবুল কাশেম ফজলুল হক|শেরে বাংলা এ কে ফজলুল হক]] বাংলার মূখ্যমুন্ত্রী হন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। বঙ্গীয় ব্যবস্থাপক সভার প্রথম অধিবেশনে '''ইদ্রিশ আহমেদ মিঞা''' শিক্ষায় অনগ্রসর মালদহ জেলায় একটি কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব উপস্থাপন করেন এবং অত্যন্ত- বলিষ্ঠ, যুক্তিপূর্ণ ও আবেগময় ভাষায় তিনি উচ্চ শিক্ষার বিকাশের পক্ষে তার বক্তব্য তুলে ধরেন। ঐ সভায় তাঁর প্রস্তাবটি পাশ হয়ে যায়। এবং [[আবুল কাশেম ফজলুল হক|শেরে বাংলা এ কে ফজলুল হক]] -এর সহযোগিতায় ১৯৩৮ সালে আদিনা কলেজ প্রতিষ্ঠা করেন।<ref>http://monakashaup.chapainawabganj.gov.bd/node/1001929/আদিনা-ফজলুল-হক-সরকারি-কলেজ</ref>
 
উত্তর মালদহের আদিনা শশহাজারি ওয়াকফ স্টেটের মতওয়াল্লি বেগম শাসনুন্নাহার কলেজের উন্নতি কল্পে তিনশত বিঘা জমি দান করেছিলেন। কিন্তু ঐসব জমি কলেজের উন্নয়নে ব্যবহার করেছিল কিনা তা জানা যায় না। তবে কলেজের নামের সাথে আদিনা শব্দটি থেকে যায় এছাড়া কলেজের প্রতিষ্ঠার ক্ষেত্রে [[আবুল কাশেম ফজলুল হক|শেরে বাংলা এ কে ফজলুল হক]] -এর অবদান অনস্বীকার্য বলে '''ইদ্রিশ আহমেদ মিঞা''' হক সাহেবকে স্মরনীয় করে রাখার মানসে কলেজের নাম দেন '''আদিনা ফজলুল হক কলেজ'''।কলেজ।
 
কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজটিকে প্রথমেই স্থায়ী এফিলিয়েশন দান করে। উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা, ইংরেজী, আরবী, উর্দু, ফার্সী, সংস্কৃত, ইতিহাস, পৌরনীতি, যুক্তিবিদ্যা ও গণিত এই দশটি বিষয় পড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় অনুমোদন দেন।
 
কলেজের প্রথম অধ্যক্ষ '''জনাব মো: সানাউল্লাহ''' এম.এ (আরবী) বলেন ১৯৩৮ সনে আদিনা ফজলুল হক কলেজ ইন্টারমিডিয়েট কলেজ হিসাবে যাত্রা শুরু করলেও আজ এটি একটি পূর্ণাঙ্গ স্নাতক কলেজে রূপ নিয়েছে। ১২ একর জমির আম্রবীথির মনোরম পরিবেশে ১৪ টি সুদৃশ্য ভবনের সমন্বয়ে '''[[আদিনা ফজলুল হক সরকারি কলেজ]]''' ইতিহাসের একটি অংশ হিসাবে দাঁড়িয়ে আছে।
 
== ভবন সমূহ<ref>বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন</ref> ==
 
== ভবন সমূহ ==
* প্রশাসনিক ভবন-১টি
* একাডেমিক ভবন-৩টি
৪৫ ⟶ ৪৩ নং লাইন:
* অন্যান্য-৫টি
 
== আবাসিক হলসমূহ<ref>বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন</ref> ==
*ছাত্র হোস্টেল-১টি
*ছাত্রী হোস্টেল-
 
== নথীভুক্ত শিক্ষার্থী<ref>http://monakashaup.chapainawabganj.gov.bd</ref> ==
== অনন্য সুবিধাসমূহ<ref>বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন</ref> ==
১৫৩৮জন<ref>http://monakashaup.chapainawabganj.gov.bd</ref>
 
== বর্তমান অনুষদ ও বিভাগসমূহ<ref>বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন</ref> ==
* ছাত্র কমনরুম
* ছাত্রী কমনরুম
* অডিটোরিয়াম
* সভাকক্ষ
* পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ
* কেন্দ্রীয় মসজিদ
* শহীদ মিনার
* সাইকেল গ্যারেজ
* খেলার মাঠ
* কলেজ ক্যান্টিন
* হোস্টেল ক্যান্টিন
* ভাণ্ডার কক্ষ
* ছাত্র সংসদ কক্ষ
* ডাকঘর
 
== নথীভুক্ত শিক্ষার্থী<ref>http://monakashaup.chapainawabganj.gov.bd</ref> ==
১৫৩৮জন
 
== বর্তমান অনুষদ ও বিভাগসমূহ<ref>বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন</ref> ==
 
{| class ="wikitable"
৮৩ ⟶ ৬৪ নং লাইন:
|}
 
== অর্জন, লক্ষ্য ও উদ্দেশ্য<ref>বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন</ref> ==
আদিনা ফজলুল হক সরকারি কলেজের অর্জন হিসেবে ২০১১ সালে ৫ জন ছাত্র-ছাত্রী সাধারণ মেধা কৌটায় বৃত্তি পায় এবং উপবৃত্তি প্রাপ্ত ছাত্রী ৭০ জন।
 
== ভবিষৎ পরিকল্পনা<ref>বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন</ref> ==
বর্তমানে এই কলেজটিতে অনার্স কোর্স চালু রয়েছে এবং অদুর ভবিষৎতে মাস্টার্স কোর্স করার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হবে।
 
== প্রাক্তন ছাত্র (অ্যালামনাই) ==
 
== চিত্রমালা ==
১০০ ⟶ ৭৬ নং লাইন:
}}
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
<ref>http://monakashaup.chapainawabganj.gov.bd/node/1107118/আদিনা-ফজলুল-হক-সরকারি-কলেজ-</ref>
 
[[বিষয়শ্রেণী: বাংলাদেশের কলেজ]]
<ref>http://nu.edu.bd</ref>
[[বিষয়শ্রেণী: রাজশাহী বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান]]
 
<ref>http://nubd.info</ref>
 
[[জাতীয় বিশ্ববিদ্যালয়]]
 
[[বিষয়শ্রেণী: বাংলাদেশের কলেজ]]
 
[[বিষয়শ্রেণী: রাজশাহী বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান]]
[[বিষয়শ্রেণী:১৯৩৮-এ প্রতিষ্ঠিত]]
 
[[মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী]]