উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
Mak (আলোচনা | অবদান)
৪২৯ নং লাইন:
::::mak, আপনি এক কাম করেন। এইটা আরো সুন্দর কইরা ইস্ক্রিপ্ট বানাইয়া ভালমত রিহার্সেল কইর‌্যা আপনাগো উইকি-কনফারন্সে স্টেজে উইঠা perform কইরেন। এক্কেরে লাইভ উইকি চুটকি! আইটেমও বাড়বো, পাবলিকও হেভি খাইবো। কী বলেন হক কথা কইসি না? আর হুনেন, আপনার লাহান উর্দু-ফার্সি মিলান পুরান ডাহার বাশা আমিও কইবার পারি, এইসব আজাইরা ঘাউরামি বাদ দেন। এমনিতেই উইকিতে লিখতে লিখতে আর সম্পাদনা করতে করতে হাত ব্যাথা হয়া গেলো। গত প্রায় তিন বছর ধইরা প্রায় প্রতিদিন এইখানে আসি, লিখি, ঠিক কইরা দিই। আর আপনি কন "অফ যাইতে"। পোষা কুত্তার লাহান এইসব দুই নম্বরি ছ্যাচরামি বাদ দেন, অন টপিক নিজের কিছু কওয়ার থাকলে কন। মাইন্ড কইরেন না আবার ভাইজান। আপনি একটু তড়পাইলেন, আমিও সামান্য একটু ছিল দিলাম। পুরান পাগল ভাত পায় না...--[[User:Zaheen|অর্ণব]] ([[User talk:Zaheen|আলাপ]] | [[বিশেষ:Contributions/Zaheen|অবদান]]) ১০:১৯, ২৪ অক্টোবর ২০০৭ (UTC)
::::btw mak, আপনি যেটা করলেন সেটাকে ইন্টারনেটের পরিভাষায় বলে Trolling। Troll-রা সাধারণত রঙ-চড়ানো উল্টাপাল্টা কথা বলে অন্যকে উচ্‌কানোর চেষ্টা করে আর এর ফলে যে flamefestগুলি হয়, তা পড়ে/পড়িয়ে আনন্দ পায়। আপনি নিশ্চয়ই সেরকম লোক নন। এবারের মত আমি কিছু মনে করিনি, রসিকতা হিসাবেই নিলাম; রসিকতা দিয়েই উত্তর দিলাম। কিন্তু এগুলি না করাই ভাল। --[[User:Zaheen|অর্ণব]] ([[User talk:Zaheen|আলাপ]] | [[বিশেষ:Contributions/Zaheen|অবদান]]) ১০:৪৪, ২৪ অক্টোবর ২০০৭ (UTC)
 
::::: আমি পুরান ঢাকার ভাষায় আগেও উইকিতে লিখেছি। তখন আপনার উপদেশ পাইনি। আপনি যেহেতু react করেছেন, তাই ধরে নিচ্ছি আপনি আমার উপরোক্ত কথায় কষ্ট পেয়েছেন। আর তাই [[উইকিপেডিয়া:উইকিশিষ্টাচার]] মেনে নিয়ে আপনার নিকট ক্ষমা চাইছি। আপনি তিন বছর যাবৎ কাজ করছেন, এজন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অকপটে স্বীকার করছি বাংলা উইকিতে আপনার কন্ট্রিবিউশন, যা আমি ত্রিশ বছরেও পারবোনা। ট্রলিং এর অভিযোগও করলেন, হয়েছে হয়তোবা! আবারও ক্ষমা চাইলাম এর জন্য আলাদা করে। '''তবে পশুর নাম ব্যবহারটা সহ্য করতে পারলামনা'''। এমনিও এখানে লিখিনা, আর লিখার সুযোগ না পেলেও চলবে। কখনও না কখনও তো দেখা হবে, উইকির বাইরে - CRBLP তে, বা এই বাংলায়। সেই আশায় রইলাম।--‍‍‍‍‍[[ব্যবহারকারী:Mak|mak]] ১৩:১৯, ২৪ অক্টোবর ২০০৭ (UTC)
 
===To the point আলোচনা===