মুকুন্দরাম চক্রবর্তী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎খ্যাতি: সম্প্রসারণ
৪২ নং লাইন:
'''মুকুন্দরাম চক্রবর্তী''' মধ্যযুগের বাঙালি কবি। ধারনা করা হয় তাঁর জন্ম ষোড়শ শতাব্দীর প্রথম দিকে। তাঁর বিখ্যাত কাব্য [[মঙ্গলকাব্য|চণ্ডীমঙ্গলকাব্য]] প্রাচীন পাঁচালী রচনার মধ্যে শ্রেষ্ঠ । এর রচনাকাল [[১৫৪৪]] খ্রীস্টাব্দের কাছাকাছি সময় বলে বিবেচনা করা হয়।
==খ্যাতি==
তিনি রাজা রঘুনাথের সমসাময়িক ছিলেন। মুকুন্দরাম তার চন্ডীমঙ্গল কাব্যের নামকরণ করেন [[অভয়ামঙ্গল]] ও অন্বিকামঙ্গল। কবির প্রতিভার স্বকৃতিস্বরূপ রাজা রঘুনাথ তাকে কবি ''কঙ্কন'' উপাধি প্রদান করেন। তার পূর্ণ নাম হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম তার চন্ডীমঙ্গল কাব্যের নামকরণ করেন [[অভয়ামঙ্গল]]। তবে এই রচনাকে কেউ কেউ ' কবিকঙ্কণ চন্ডী'ও বলেছেন। 'কবিকঙ্কণ' কথার মানে যে কবি হাতে অথবা পায়ে ঘুঙুর পরে গান করতেন।
অর্থাৎ মঙ্গলকাব্যের পেশাদার গায়ক।
 
==জন্ম ও বংশবৃত্তান্ত==
মুকুন্দরামের জন্ম-পরিচয় ব্যক্ত হয়েছে এই কাব্যের কিছু কিছু জায়গায়।