হ্যারি পটার (চরিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হ্যারি পটার উপন্যাসের নামের অর্থ
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
→‎ফ্যামিলি ট্রি: অপ্রয়োজনীয় বাক্য বাদ দিয়ে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৬২ নং লাইন:
৪/ লুসিয়াস ম্যালফয় (Lucious Malfoy): লুসিয়াস এসেছে সম্ভবত লুসিফার থেকে যার অর্থ শয়তান। আর ল্যাটিন ভাষায় লুসিয়াস মানে আলো, অর্থাৎ সাদা। তার চুলের দিকে খেয়াল করুন—সূর্যের আলোয় ন্যায় সাদা ওগুলো।
 
৫/ রেমাস লুপিন (Remus Lupin): ওর নামের প্রথম শব্দের অর্থ সহজেই ধরা পড়বে আপনার কাছে, যদি আপনি রোমান মিথ জেনেথেকে নেওয়া থাকেন।হয়েছে। রেমাস এবং রোমিউলাস ছিল দুই যমজ ভাই যাদেরকে একজন মেয়ে নেকড়ে প্রতিপালন করে বড় করে তোলে এবং যারা পরবর্তীতে রোম এর গোড়াপত্তন করে। সেই মেয়ে নেকড়ের নাম? লুপা।
তবে লুপিন নামটাই অনেক বড় স্পয়লার।এছাড়াও Lupin লিখে ডিকশনারিতে সার্চ দিলে অর্থ আসবেঃ ‘নেকড়ে সদৃশ’।
 
তবে লুপিন নামটাই অনেক বড় স্পয়লার। Lupin লিখে ডিকশনারিতে সার্চ দিলে অর্থ আসবেঃ ‘নেকড়ে সদৃশ’।
 
৬/ হারমাইয়োনি গ্রেঞ্জার (Hermione Granger): হারমাইয়োনি নামের উৎস গ্রীক মিথলোজি; সে ছিল গ্রীক রাজা মেনেলাউস এবং হেলেন এর মেয়ে।
এবারহারমাইয়োনি শব্দের অর্থ ‘বার্তাবাহক’। সে ছিল জ্ঞানের বার্তাবাহক। যখনই হ্যারি আর রন বিপদে পড়তো, সে তার নামেরজ্ঞানের পরেরঝুড়ি অংশেরথেকে দিকেকোনো নজরনা দেয়াকোনো উপায় বের করে ফেলত। তার নামের পরের যাকঅংশ; গ্রেঞ্জার শব্দের একটা অর্থ হচ্ছে farm steward, যেটা পুরোপুরি একটি মাগল পেশা, যার মাধ্যমে হারমাইয়োনির মাগল চরিত্রকে বোঝানো হয়েছে। এছাড়াও গ্রেঞ্জার দ্বারা ম্যানেজার বা সর্দার জাতীয় কিছু বোঝায়। বিভিন্ন বিপদজনক পরিস্থিতি যেভাবে ‘ম্যানেজ’ করতো সে, এবং যেভাবে হ্যারি আর রনের উপর সর্বদা ছড়ি ঘোরাতো, তাতে তারপরিস্থিতিতে নামটাবিপদকে একদমম্যানেজ উপযুক্তইকরতে হয়েছেহারমাইয়োনিকে বলতেদেখা হয়।গিয়েছে।
 
হারমাইয়োনি শব্দের অর্থ ‘বার্তাবাহক’। আসলেই কি সে জ্ঞানের বার্তাবাহক ছিল না? যখনই হ্যারি আর রন বিপদে পড়তো, সে কি তার জ্ঞানের ঝুড়ি থেকে কোনো না কোনো উপায় বের করে ফেলত না?
 
এবার তার নামের পরের অংশের দিকে নজর দেয়া যাক; গ্রেঞ্জার শব্দের একটা অর্থ হচ্ছে farm steward, যেটা পুরোপুরি একটি মাগল পেশা, যার মাধ্যমে হারমাইয়োনির মাগল চরিত্রকে বোঝানো হয়েছে। এছাড়াও গ্রেঞ্জার দ্বারা ম্যানেজার বা সর্দার জাতীয় কিছু বোঝায়। বিভিন্ন বিপদজনক পরিস্থিতি যেভাবে ‘ম্যানেজ’ করতো সে, এবং যেভাবে হ্যারি আর রনের উপর সর্বদা ছড়ি ঘোরাতো, তাতে তার নামটা একদম উপযুক্তই হয়েছে বলতে হয়।
 
৭/ হ্যারি পটার (Harry Potter): দ্য বয় হু লিভড! জাদুর ইতিহাসের একমাত্র সৌভাগ্যবান ছেলে, যার উপর আভাদা কেডাভ্রা কোনো প্রভাব ফেলতে পারেনি—শুধুমাত্র তার কপালের কাটা দাগটি ছাড়া।
হ্যারি নামটা আসলে খুবই সাধারণ একটি নাম। কিন্তু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়, অতটা সাধারণও নয় নামটি। হ্যারি নামটা এসেছে মধ্যযুগীয় ইংরেজী নাম হ্যানরি (Henry) থেকে, অনেক ইংরেজ রাজা এবং তাদের ছেলেদের এই নাম ছিল। ইংরেজ রাজাদের মতোই নেতৃত্ব এবং যুদ্ধক্ষেত্রের সম্মক জ্ঞান ছিল হ্যারির প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও জার্মান শব্দ Heri এর অর্থ army. আমাদের হ্যারি কিন্তু একাই একজন আর্মি। তাছাড়া হ্যারিই কিন্তু ‘ডাম্বলডোরস আর্মি’ নামে গ্রুপটি খুলেছিল যেখানে তার আর্মিকে সে নেতৃত্ব দিত একদম সামনে থেকে। এছাড়াও Harry নামটার সুইডিশ এবং অ্যামেরিকান অর্থ হচ্ছে, ‘He who rules the home’.
 
হ্যারির নর্স মিনিং হচ্ছে, ‘War chief’.
হ্যারি নামটা আসলে খুবই সাধারণ একটি নাম। কিন্তু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়, অতটা সাধারণও নয় নামটি। হ্যারি নামটা এসেছে মধ্যযুগীয় ইংরেজী নাম হ্যানরি (Henry) থেকে, অনেক ইংরেজ রাজা এবং তাদের ছেলেদের এই নাম ছিল। ইংরেজ রাজাদের মতোই নেতৃত্ব এবং যুদ্ধক্ষেত্রের সম্মক জ্ঞান ছিল হ্যারির প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও জার্মান শব্দ Heri এর অর্থ army. আমাদের হ্যারি কিন্তু একাই একজন আর্মি। তাছাড়া হ্যারিই কিন্তু ‘ডাম্বলডোরস আর্মি’ নামে গ্রুপটি খুলেছিল যেখানে তার আর্মিকে সে নেতৃত্ব দিত একদম সামনে থেকে।
 
এছাড়াও Harry নামটার সুইডিশ এবং অ্যামেরিকান অর্থ হচ্ছে, ‘He who rules the home’.
 
হ্যারির নর্স মিনিং হচ্ছে, ‘War chief’.
 
টিউটোনিক অর্থ হচ্ছে, ‘Mighty in war’.
 
আমাদের হ্যারি পটারের চরিত্র বোঝাতে কি এর চেয়ে বেশি কিছুর আর প্রয়োজন আছে?
 
৮/ রন উইজলি (Ron Weasley): আর্থারিয়ান লিজেন্ড অনুযায়ী, কিং আর্থারের বিশ্বস্ত বর্শার নাম ছিল Ron। আবার অনেকের মতে, বর্শাটার নাম Ron ছিল না, বরং Ron শব্দের অর্থই ছিল বর্শা যেটা আর্থারের প্রিয় ছিল। আর আমাদের রন অবশ্যই হ্যারি আর হারমাইয়োনির বিশ্বস্ত এবং প্রিয় বন্ধু ছিল, তাই না?ছিল। আর Weasley এসেছে Weasel থেকে যার অর্থ বেজি, আর বেজি সারাক্ষণ ছুটোছুটি করে, অর্থাৎ দূরন্ত। রনকে দূরন্ত বলবে না এমন কেউ আছে কি? যদি থাকে তো তাকে একটা কথাই বলব, ‘Eat slug!’.
 
৯/ টম মারভোলো রিডল (Tom Marvolo Riddle): ইউ নো হু দ্যট ইজ, ডোন্ট ইউ? ইংরেজীতে খুব কমন নামের একটি হচ্ছে টম। তাহলে এত কমন নাম কেন পছন্দ করা হলো?
 
উত্তরটা সম্ভবত এই ইংরেজী ফ্রেইসটাতে লুকিয়ে আছেঃ ‘Every Tom, Dick, Or Harry’। টম এবং হ্যারিকে একসাথে দেখা যাচ্ছে তো? লর্ড ভোল্ডেমর্ট এর সাথে হ্যারি পটারের সংযোগটা আশা করি বোঝা যাচ্ছে, সেই সাথে ডার্ক লর্ডের নামের প্রথম অংশ হিসেবে টম বেছে নেয়ার কারণটাও এতক্ষণে পরিষ্কার হয়ে ওঠার কথা।
 
উত্তরটা৯/ সম্ভবতটম এইমারভোলো ইংরেজীরিডল ফ্রেইসটাতে(Tom লুকিয়েMarvolo আছেঃRiddle): ইংরেজীতে খুব কমন নামের একটি হচ্ছে টম। ইংরেজীতে ফ্রেইস আছে ‘Every Tom, Dick, Or Harry’। টম এবং হ্যারিকে একসাথে দেখা যাচ্ছে তো?যাচ্ছে। লর্ড ভোল্ডেমর্ট এর সাথে হ্যারি পটারের সংযোগটা আশা করি বোঝা যাচ্ছে, সেই সাথে ডার্ক লর্ডের নামের প্রথম অংশ হিসেবে টম বেছে নেয়ার কারণটাও এতক্ষণে পরিষ্কার হয়ে ওঠার কথা।
মারভোলোর তেমন কোনো অরিজিন জানা যায়নি, ওটা সম্ভবত লেখিকা নিজেই বানিয়েছেন। হয়তো মারভোলো এসেছে মারভেল থেকে যার অর্থ বিস্ময়কর ব্যাপার। আর ভোল্ডেমর্ট একদম ছোট বেলা থেকে ম্যাজিক ওয়ান্ড ছাড়াই যে নিয়ন্ত্রিত ম্যাজিকগুলো করতে পারতো, বা সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ম্যাজিকের সীমানাকে যেভাবে অনেক দূরে ঠেলে দিয়েছিল, সেগুলো কি আসলেই বিস্ময়কর ছিল না?
 
হ্যাঁ, সে আসলেই ‘মারভেল’ ছিল—গ্রেট বাট টেরিবল।
 
১৯৭ ⟶ ১৮৪ নং লাইন:
 
১০/ বেল্লাট্রিক্স ল্যাস্ট্রেঞ্জ (Bellatrix Lestrange): ভোল্ডেমর্ট এর ল্যাফটেনেন্ট এর নাম উচ্চারণ করার সময় Strange শব্দটার উপর জোর পাচ্ছেন কি? পাওয়ারই কথা। আসলেই সে খুব অদ্ভুত প্রকৃতির ছিল, পোশাকে-আশাকে, আচার-আচরণে, কথা-বার্তায় সব দিক দিয়েই। আর Bella শব্দটি ল্যাটিন যার অর্থ সুন্দরী।
 
সুন্দরী...হুম...হয়তো বলা চলে—এক্ষেত্রে ডার্ক বিউটি বলাটা বেশি যুক্তিসঙ্গত। তবে এটার প্রকৃত অরিজিন হয়তো ল্যাটিন শব্দ Bellum যার অর্থ যুদ্ধ যেটা তার চরিত্রের সাথে পুরোপুরি মিলে যায়। আর Trix এসেছে Tricks থেকে; সে কিন্তু আসলেই বেশ চতুর প্রকৃতির উইচ ছিল এবং ট্রিক্স পছন্দ করতো, যার কারণে তাকে যুদ্ধে হারানো অনেক-অনেক কঠিন ছিল।
 
১১/ লুনা লাভগুড (Luna Lovegood): লুনা নামটা এসেছে ইংরেজী Luna আর Loony থেকে, যেখানে   Luna শব্দের অর্থ চাঁদ, যা পৃথিবীর বাইরের বস্তু। আর লুনার মন কিন্তু বেশিরভাগ সময়েই পৃথিবীর বাইরেই পড়ে থাকতো। সেই সাথে Loony মানে উদ্ভট, পাগলাটে, যেটা তাকে খুব ভালোভাবেই প্রকাশ করে।পাগলাটে। আর Lovegood মানে Love এবং Good. লুনালংবটম এই দুইটি বৈশিষ্ট্যে পরিপূর্ণ ছিল, এ কথালুনার সবাইপ্রেমে স্বীকারপরে করবে।ছিল।
 
১২/ রুবিয়াস হ্যাগ্রিড (Rubeus Hagrid): হ্যাগ্রিড সম্ভবত এসেছে ইংরেজী শব্দ Haggard থেকে, যার অর্থ হচ্ছে বুনো, অথবা মলীন। হ্যাগ্রিডকে দেখতে সবসময় বুনো এবং মলীন বলেই মনে হতো। আর রুবিয়াস শব্দটা ল্যাটিন Rubeo থেকে এসেছে যার অর্থ ‘I am red or ruddy’. বইবইয়ে যারাদেখা পড়েছেন তারা জানেন যেযায় হ্যাগ্রিড মদ খেলে একদম লাল হয়ে যেত। মিলেছে কি?
 
১৩/ সেভেরাস স্নেইপ (Severus Snape): অনেক প্রাচীন একজন রোমান রাজার নাম ছিল সেভেরাস, যার ব্লাডলাইন পুরোপুরি রোমান ছিল না, মিশ্র ছিল। তার মানে, এক অর্থে সে ছিল হাফ ব্লাড। ইউসেভেরাস নো,নিজেকে দ্য হাফ ব্লাড প্রিন্স।প্রিন্স নামে চিন্তা করত। আর স্নেইপ (Snape) হয়তো বা এসেছে Snake থেকে। আসলে স্নেইপ এর কার্যক্রম দেখলে যে কারোই তাকে সাপের মতো মনে হবে, শেষ বইয়ের আগ পর্যন্ত। মনে হবে, সে দ্বিমুখো সাপ। ডাবল এজেন্ট। সে কিন্তু ডাম্বল্ডোর আর ভোল্ডেমর্ট দুইজনের হয়েই কাজ করছিল একই সময়ে, যদিও তার লয়ালটি ছিল শুধুই একজনের প্রতি, কিন্তু সেটা বোঝার আগ পর্যন্ত তো সবারই ওকে দ্বিমুখো সাপ বলেই মনে হয়েছে, তাই না? আরহয়েছে। বইতে কিন্তু হ্যারি আর তার বন্ধু রন স্নেইপকে প্রায়ই ডাবল এজেন্ট, টু ফেইসড স্নেইক এবং স্লিপিং স্নেইক বলত,বলত। মনেআর পড়ে কি? আর...তার শেষ পরিণতি কিন্তু ভোল্ডেমর্ট এর সাপের হাতেই হয়েছিল।
 
১৪/ সিরিয়াস ব্ল্যাক (Sirius Black): ‘সিরিয়াস’ হচ্ছে সেই তারা যাকে রাতের আকাশে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়। আর সেই তারাটার আরো একটি নাম আছেঃ ‘The dog star’.
Dog।
সিরিয়ুস ছিলেন একজন অ্যানীম্যাগী। তিনি বড়সড় কুকুরেই রুপান্তরিত হতেন।
 
১৫/ ফেনরির গ্রেব্যাক (Fenrir Grayback): ফেনরির হচ্ছে নর্স মিথ এর এক নিষ্ঠুর, দানবীয় নেকড়ে যাকে বেঁধে রাখা হয়েছে কোনো এক অজানা দ্বীপে যে নাকি ছাড়া পেলেই র‍্যাগনেরক সৃষ্টি হবে, মানে ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী। বস্তুতই ফেনরির গ্রেব্যাক ছিল নিষ্ঠুর প্রকৃতির এক নেকড়ে-মানব যে পূর্ণ রুপান্তর ছাড়াই কামড়াতো—বিশেষ করে বাচ্চাদের।
Dog!
 
হাই প্যাডফুট! আই ক্যান ক্লিয়ারলি সি ইউ দেয়ার!
 
১৫/ ফেনরির গ্রেব্যাক (Fenrir Grayback): ফেনরির হচ্ছে নর্স মিথ এর এক নিষ্ঠুর, দানবীয় নেকড়ে যাকে বেঁধে রাখা হয়েছে কোনো এক অজানা দ্বীপে যে নাকি ছাড়া পেলেই র‍্যাগনেরক সৃষ্টি হবে, মানে ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী। বস্তুতই ফেনরির গ্রেব্যাক ছিল নিষ্ঠুর প্রকৃতির এক নেকড়ে-মানব যে পূর্ণ রুপান্তর ছাড়াই কামড়াতো—বিশেষ করে বাচ্চাদের।
 
১৬/ পমোনা স্প্রাউট (Pomona Sprout): স্প্রাউট মানেই হচ্ছে অংকুরিত হওয়া। আর পমোনা ছিল রোমানদের ফল গাছের দেবী। হার্বোলোজি শিক্ষিকার নাম যথার্থই হয়েছে, কি বলেন?
 
১৭/ মিনার্ভা ম্যাকগোনাগল (Minerva Mcgonagall): সিরিয়াসলি, উনার নাম পড়লেই বোঝা যায় উনার চরিত্র কেমন হবে! কারণ গ্রীক দেবী অ্যাথিনার রোমান ভার্সান হচ্ছে মিনার্ভা, এবং অ্যাথিনা বা মিনার্ভা হচ্ছেন জ্ঞানের দেবী। আমাদের প্রফেসরের চরিত্র বর্ণনার জন্য আর কিছু বলার দরকার আছে কি?
 
১৮/ অ্যালবাস পার্সিভল উলফ্রিক ব্রায়ান ডাম্বলডোর (Albus Percival Wulfric Brain Dumbledore): বাজি ধরে বলতে পারি, এই নামটার জন্য অনেকেই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে দিচ্ছি এখুনি।
 
লাস্ট বাট নট দ্য লিস্টঃ অ্যালবাস পার্সিভল উলফ্রিক ব্রায়ান ডাম্বলডোর।
 
১৬/ পমোনা স্প্রাউট (Pomona Sprout): স্প্রাউট মানেই হচ্ছে অংকুরিত হওয়া। আর পমোনা ছিল রোমানদের ফল গাছের দেবী। হার্বোলোজিআর শিক্ষিকারতিনি নামছিলেন যথার্থই হয়েছে, কিহার্বোলোজি বলেন?শিক্ষিকা।
অ্যালবাস শব্দটা ল্যাটিন, যার অর্থ হচ্ছে সাদা, শুভ্র, ঠিক প্রফেসরের দাঁড়ির মতো। তাছাড়া সাদার মাধ্যমে বিশুদ্ধ কিছুকে বোঝানো হয়, যেটা অন্ধকার, অর্থাৎ ‘ডার্ক লর্ড’ এর বিপরীত। এবার আসা যাক Dumbledore এ। এটা ইংলিশ Bumblebee এর প্রাচীন প্রতিশব্দ, যার অর্থ ভ্রমর।
 
১৭/ মিনার্ভা ম্যাকগোনাগল (Minerva Mcgonagall): সিরিয়াসলি, উনার নাম পড়লেই বোঝা যায় উনার চরিত্র কেমন হবে! কারণ গ্রীক দেবী অ্যাথিনার রোমান ভার্সান হচ্ছে মিনার্ভা, এবং অ্যাথিনা বা মিনার্ভা হচ্ছেন জ্ঞানের দেবী। আমাদের প্রফেসরের চরিত্র বর্ণনার জন্যবইয়ের আরপ্রফেসর কিছুম্যাকগোনাগল বলারছিলেন দরকারজ্ঞানী আছেমহীয়সী কি?নারী।
ভ্রমর কিন্তু ফুলকে পরিস্ফুটিত করে পরাগায়নের মাধ্যমে ফলে পরিণত হতে সাহায্য করে, ঠিক যেভাবে ডাম্বলডোর তার ছাত্রদেরকে পরিস্ফুটিত করে বড় উইচ এবং উইজার্ড এ পরিণত হতে সাহায্য করতেন।
 
১৮/ অ্যালবাস পার্সিভল উলফ্রিক ব্রায়ান ডাম্বলডোর (Albus Percival Wulfric Brain Dumbledore): অ্যালবাস শব্দটা ল্যাটিন, যার অর্থ হচ্ছে সাদা, শুভ্র, ঠিক প্রফেসরের দাঁড়ির মতো। তাছাড়া সাদার মাধ্যমে বিশুদ্ধ কিছুকে বোঝানো হয়, যেটা অন্ধকার, অর্থাৎ ‘ডার্ক লর্ড’ এর বিপরীত। এবার আসা যাক Dumbledore এ। এটা ইংলিশ Bumblebee এর প্রাচীন প্রতিশব্দ, যার অর্থ ভ্রমর।
ভ্রমর কিন্তু ফুলকে পরিস্ফুটিত করে পরাগায়নের মাধ্যমে ফলে পরিণত হতে সাহায্য করে, ঠিক যেভাবে ডাম্বলডোর তার ছাত্রদেরকে পরিস্ফুটিত করে বড় উইচ এবং উইজার্ড এ পরিণত হতে সাহায্য করতেন।
এবার তার মিডল নেইমগুলোর দিকে লক্ষ্য করি। পার্সিভল ছিল কিং আর্থারের কোর্ট এর অনেক বিখ্যাত এক নাইট। উলফ্রিক দ্বারা নেকড়ের শক্তি বোঝানো হয় যেটা খুব সম্ভবত উনার জাদু ক্ষমতার প্রতি ইঙ্গিত করছে। আর ব্রায়ান? ওটা পুরাতন সেলটিক শব্দ যার অর্থ, ‘Noble’.