উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
Mak (আলোচনা | অবদান)
ধুউর ছিঃ
৪২৫ নং লাইন:
 
তাহলে ঐ একই কথাই আবার বলব। উইকি কনফারেন্স করলে বাংলা উইকিপিডিয়ার একটা visibility হবে, প্রচার হবে এবং সেটা অবশ্যই ভাল জিনিস। যারা করলেন তাদের মনেও হয়ত এসব করে কিছুটা শান্তি আসবে। কিন্তু সেটা করলেই যে পুরনো উইকিপিডিয়ানরা ফিরে এসে স্থায়ীভাবে অবদান রাখা শুরু করবেন, আমার সেটা মনে হয় না। আপনারা যারা উইকি-কনফারেন্স করবেন, যদি আমাকে ভুল প্রমাণ করতে পারেন, আমি খুশিই হব। ফলে পরিচয়। --[[User:Zaheen|অর্ণব]] ([[User talk:Zaheen|আলাপ]] | [[বিশেষ:Contributions/Zaheen|অবদান]]) ১৯:১২, ২৩ অক্টোবর ২০০৭ (UTC)
 
আমি প্রশাসক না, এই পাতায় লিখলে আবার আল্লাহ গোনাহ্ দিবো নাতো।
উফফ্! আপনেরা মাইন্ড কইরেন না। আপনাগো কথায় বিরক্ত ধইরা গেসেগারে ভাই। এক ভাই উনার ব্যবহারকারী পাতায় লিখছে,"আই হ্যাভ অলসো বীন এন এডমিনিস্ট্রেটর অফ দিস উইকি। আই'ল বি নাইস এন্ড আই ওন্ট বাইট, আই প্রমিজ!" আমি শিউর উনি ভুইলা গেছেগা। নাইলে অন্যগো কামরাইয়া তো লাল কইরা ফালাইতাছে। আপনেরা যে মাড স্লিঙ্গিং করতাছেন, তা আমার মত ননকন্ট্রিবিউটর রিডার কিন্তু পইরা খুবই লইজ্জা পাইতাছি। আরে ভাই, একজনের কাম আরেকজন পসন না করলে অফ যান না। কথা কউনের দরকার নাই। হাটা সাবান কি ঘাটা, খা খুজা বাত্তি বুঝা। শেষ মেশ চ্যালেঞ্জ এ গেলেনগা? ছিঃ আপনেরা যখন মইরা যাইবেন তখন কিন্তু এই পাতা গুলান থাইক্কা যাইবো। একবার চিন্তা করেন। আপনেরা হয়তো কইবেন কই নাতো আমরা খারাপ কিছু তো কইনাই। আরে বাবু এ পাবলিক হ্যায় সাব জানতি হ্যায়। এইখানে একজন যে আরেকজনরে পসন করেনা তা খুব বুঝন যাইতাছে। কারো কারো ব্যবহারকারী পাতায় উইকি শিষ্টাচার এর লিঙ্ক আছে, একটু মাঝে মধ্যে নিজেই যাইয়েন হোনদা। আমি পচা মানুষ বেশী সুন্দর কথা জানিনা; তবে একটা কথা কই ফিরিঙ্গি ভাষায় যদিও আমার তাকদ নিয়ার নেটিভ লেভেল ফোর না, "rome was not built in a day, and nobody knows about the builders, everybody praises about rome. So, we better let everyone build whatever and however he builds."।--[[ব্যবহারকারী:Mak|mak]] ২১:৪০, ২৩ অক্টোবর ২০০৭ (UTC)