টেনিদা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nazmus Sakib Rabbi (আলোচনা | অবদান)
→‎ছোট গল্প: ভজগৌরাঙ্গ কথা added
অনিন্দ্য (আলোচনা | অবদান)
→‎চরিত্র: বানান ঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল অ্যাপ সম্পাদনা
২৯ নং লাইন:
 
==চরিত্র==
টেনিদা মূলত [[কলকাতার]] পটলডাঙায় বসবাসরত একটি স্থানীয় চরিত্র। টেনিদার প্রকুতপ্রকৃত নাম ভজহরি মুখার্জি। পটলডাঙার আশেপাশে ​​বসবাসরত চার তরুণ ছেলেরাছেলেদের একটি দলের নেতা টেনিদা পড়াশোনায় তেমন ভালো ছিলেন না। সাত বারের চেষ্টাতে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন তিনি। টেনিদা বিখ্যাত ছিলেন তার খাঁড়ার মত নাকের জন্যে, গড়ের মাঠে গোরা পেটানোর জন্যে। আর তার বিখ্যাত সংলাপ, ''"ডি-লা গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক"''। টেনিদা সম্বন্ধে গল্পলেখক প্যালারাম লিখেছেন, "টেনিদাকে নইলে আমাদের যে একটি দিনও চলে না। যেমন চওড়া বুক - তেমনি চওড়া মন।" "পাড়ার কারও বিপদ-আপদ হলে টেনিদাই গিয়ে দাঁড়িয়েছে সকলের আগে। লোকের উপকারে এক মুহুর্তের জন্য তার ক্লান্তি নেই - মুখে হাসি তার লেগেই আছে। ফুটবলের মাঠে সেরা খেলোয়াড়, ক্রিকেটের ক্যাপ্টেন। আর গল্পের রাজা। এমন করে গল্প বলতে কেউ জানে না।"
টেনিদা গল্প মূলত দুই ধরণের, (১) টেনিদা তাঁর তথাকথিত বীরত্বের বানানো গল্প বর্ণনা করেন।<ref name="টেনিদা আর ইয়েতি">{{Cite book |author=[[নারায়ণ গঙ্গোপাধ্যায়]] |editor= |title=টেনিদা সমগ্র |url= |chapter=টেনিদা আর ইয়েতি |publisher=[[আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড|আনন্দ পাবলিশার্স]] |date=১৯৯৬ |location=কলকাতা |isbn=81-7215-502-6 |page= |quote=}}</ref> (২) টেনিদা ও প্যালা<ref name="ভজহরি ফিল্ম কর্পোরেশন">{{Cite book |author=নারায়ণ গঙ্গোপাধ্যায় |editor= |title=টেনিদা সমগ্র |url= |chapter=ভজহরি ফিল্ম কর্পোরেশন |publisher=আনন্দ পাবলিশার্স |date=১৯৯৬ |location=কলকাতা |isbn=81-7215-502-6 |page= |quote=}}</ref> বা চার তরুণ দলের অত্যধিক উল্লসিত অ্যাডভেঞ্চারের আকর্ষণীয় এবং শেষে রহস্যময় পরিস্থিতি মাধ্যমে সমাধানের গল্প বর্ণনা।<ref name="ঝাউ-বাংলোর রহস্য">{{Cite book |author=নারায়ণ গঙ্গোপাধ্যায় |editor= |title=টেনিদা সমগ্র |url= |chapter=ঝাউ-বাংলোর রহস্য |publisher=আনন্দ পাবলিশার্স |date=১৯৯৬ |location=কলকাতা |isbn=81-7215-502-6 |page= |quote=}}</ref> এই ছোটগল্প ব্যাপকভাবে কলকাতার উপর ভিত্তি করে রচিত।