তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Pratapcsaha (আলোচনা | অবদান)
Pratapcsaha (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৪ নং লাইন:
| image =
| caption =
| birth_date = {{Birth date|১৮৯৮|০৭|২৩২৪}}
| birth_place = [[লাভপুর]], [[বীরভূম জেলা]], [[বেঙ্গল প্রেসিডেন্সি|বাংলা]], [[ব্রিটিশ ভারত]] (অধুনা [[পশ্চিমবঙ্গ]], [[ভারত]])
| death_date = {{Death date|১৯৭১|০৯|১৪}}
১২ নং লাইন:
| signature =
}}
'''তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়''' ([[জুলাই ২৩২৪]], [[১৮৯৮]]-[[সেপ্টেম্বর ১৪]], [[১৯৭১]]) বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট [[বাঙ্গালী সাহিত্যিক]] ছিলেন। তিনি ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পের বই, ১২টি নাটক, ৪টি প্রবন্ধের বই, ৪টি আত্মজীবনী এবং ২টি ভ্রমণ কাহিনী লিখেছেন। এই বিশিষ্ট জ্ঞানী মানুষটি [[রবীন্দ্র পুরস্কার]], [[সাহিত্য অকাদেমি পুরস্কার]], [[জ্ঞানপীঠ পুরস্কার]] এবং [[পদ্মভূষণ]] পুরস্কারে পুরস্কৃত হন।
 
== জন্ম ও শিক্ষা ==
[[১৮৯৮]] সালের [[জুলাই ২৪|জুলাই ২৪{{]]<ref>সংসদ বাঙালি চরিতাভিধান - প্রথম খণ্ড - সংশোধিত পঞ্চম সংস্করন - সাহিত্য সংসদ}}]]</ref> [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] [[বীরভূম জেলা]]র লাভপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা-মায়ের নাম হরিদাস বন্দ্যোপাধ্যায় ও প্রভাবতী দেবী। তাদের বাড়িতে নিয়মিত কালী ও তারা মায়ের পুজো হতো। তার বাবা মা দুজনেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও আদর্শনিষ্ঠ। তারাশঙ্করের জন্মগ্রহণ করার আগে প্রভাবতী দেবী ও হরিদাসের জ্যেষ্ঠপুত্রের মৃত্যু হয়। তাই তাদের পরিবারে তারা মায়ের পুজো শুরু হওয়ার ঠিক দশমাস পরে তারাশঙ্করের জন্ম হয়। তারা মায়ের দয়ায় জাত বলেই তার নাম রাখা হয় তারাশঙ্কর।তারাশঙ্কর ছোটবেলায় মাদুলি, তাবিচ, কবচ এবং বহু সংস্কারের গন্ডিতে বড় হয়ে ওঠেন। আসলে সততা, ধর্মভাব, ভক্তি ও ধর্মশাস্ত্রীয় বিশ্বাস তিনি পেয়েছিলেন মায়ের কাছ থেকে। যদিও পরবর্তী জীবনে এ সব বিশ্বাস নিয়ে অনেক দ্বিধা দ্বন্দ্ব ও জিজ্ঞাসা তার মনকে আলোড়িত করেছে।
তারাশঙ্করের বাল্যজীবন কাটে গ্রামের পরিবেশেই। গ্রামের স্কুল থেকে। লাভপুরের যাদবলাল হাই স্কুল থেকে ১৯১৬সালে এন্ট্রান্স(প্রবেশিকা) পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে প্রথমে [[কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ|সেন্ট জেভিয়ার্স কলেজে]] এবং পরে সাউথ সুবার্বন কলেজে(এখনকার আশুতোষ কলেজ) ভর্তি হন। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সময় [[অসহযোগ আন্দোলনে]] যোগ দেন। স্বাস্থ্যভঙ্গ এবং রাজনৈতিক কার্যকলাপের কারণে তাঁর পক্ষে বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম সম্পূর্ণ করা সম্ভব হয়নি।