পৌরসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বি
Shariful iea (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''পুরসভা''' বা '''পৌরসভা''' বা '''মিউনিসিপ্যালিটি''' [[বাংলাদেশের পৌরসভা সমূহের তালিকা|বাংলাদেশ]] এবং ভারতের [[পশ্চিমবঙ্গের পুরসভার তালিকা|পশ্চিমবঙ্গ]] রাজ্যের শহরাঞ্চলীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ একক। বাংলাদেশে ''পৌরসভা'' এবং পশ্চিমবঙ্গে ''পুরসভা'' নামটি প্রচলিত। [[বাংলাদেশ|বাংলাদেশে]] মোট পৌরসভার সংখ্যা ৩১৫টি এবং পশ্চিমবঙ্গে মোট পুরসভার সংখ্যা ১১৯টি।
 
== ইতিহাস ==
[[১৯৩২]] সালে [[অবিভক্ত বাংলা|অবিভক্ত বাংলায়]] প্রবর্তিত বঙ্গীয় পৌরসভা আইন বা বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুসারে ও সেই আইনের [[১৯৮০]], [[১৯৮২]][[১৯৯২]] সালের সংশোধনী অনুসারে পশ্চিমবঙ্গের পুরসভাগুলি পরিচালিত হত। [[১৯৯৩]] সালে পশ্চিমবঙ্গের পুরসভাগুলির পরিচালনার লক্ষ্যে পশ্চিমবঙ্গ পৌর [[আইন]] বা দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট চালু হয়। [[১৯৯৪]] ও ১৯৯৫ সালে এই আইনের সংশোধন সাধন করা হয়। বর্তমানে [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] পুরসভাগুলি এই আইন মোতাবেক প্রতিষ্ঠিত আছে।
 
বাংলাদেশের স্থানীয় [[সরকার]] (পৌরসভা) আইন, [[২০০৯]] অনুসারে বাংলাদেশের পৌরসভাগুলো প্রতিষ্ঠিত ও পরিচালিত।
 
== পৌরসভা/পুরসভার তালিকা ==
* [[বাংলাদেশের পৌরসভা সমূহের তালিকা]]
* [[পশ্চিমবঙ্গের পুরসভার তালিকা]]
== আরো দেখুন ==
 
[[ইউনিয়ন পরিষদ]]
== তথ্যসূত্র ==
{{Reflist}}