নিউ থিয়েটার্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Runabhattacharjee (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
<!--
{{Use dmy dates|date=November 2011}}
{{Infobox company
|name = নিউ থিয়েটর্স লিমিটেড<br />New Theatres Limited
|logo = File:New_Theatres_poster.jpg
|type = [[Privatelyপ্রাইভেট held company|Private]]কোম্পানি
|parent =
|owner = [[B.বিরেন্দ্রনাথ N. Sircarসরকার]]
|foundation = [[Calcuttaকলকাতা]], [[Westপূর্ব Bengalবাংলা]] on 10১০ Februaryফেব্রুয়ারি 1931১৯৩১
|location_city = [[Calcuttaকলকাতা]]
|location_country = [[Indiaভারত]]
|key_people = [[B.বিরেন্দ্রনাথ N. Sircarসরকার]] (Founder)
}}
-->
 
নিউ থিয়েটর্স একটি  [[ভারত|ভারতীয়]] [[Film studio|চলচ্চিত্র স্টুডিও]]।<ref>http://calcuttatube.com/the-new-theatres-is-back-with-adur-prem-46847/46847/</ref> ১৯৭০ সালের  [[দাদাসাহেব ফালকে পুরস্কার]]  প্রাপ্ত  প্রযোজক  [[বিরেন্দ্রনাথ সরকার]]  দ্বারা এই স্টুডিওটি ১৯৩১ সালের ১০ ফেব্রুয়ারি তারিখে কলকাতায় থাপিত স্থাপিত হয়।  এই সংস্থার মূলমন্ত্র ছিল ''জীবতং জ্যোতিরেতু ছায়াম''।
 
উনি,  মার্কিন  যুক্তরাষ্ট্রের  চলচ্চিত্র  জগৎয়ের  কার্যনির্বাহী  প্রযোজক  অর্থাৎ  এক্সিকিউটিভ  প্রডিউসরদের  অনুরূপ  কাজ  করতে  পছন্দ  করতেন।  তিনি ছবি  প্রক্রিয়াকরণ  ল্যাবরেটরি  তৈরি  করে, একান্তভাবে  অনুরক্ত  কিছু  ব্যক্তিদের  নিয়োগ  করেন।  ছবির  জন্য  কোনো বিষয় ও নির্মাণকারী দল  নির্বাচণ হয়ে গেলে,  তিনি  যথাযত  অর্থের  ব্যবস্থা  করতেন।  ছবিটি  নির্মাণের  সময়  তিনি  হস্তক্ষেপ  করতেন  না।  বাংলা  চলচ্চিত্রের  রুচী    কারিগরী  দক্ষতার  প্রতীক  হিসাবে  তিনি  নিউ  থিয়েটর্সের  পরিচয় প্রতিষ্ঠা করেন।<ref name="raha1991"><cite class="citation book">Raha, Kironmoy (1991). </cite></ref><sup class="reference" style="white-space:nowrap;">:12–13</sup>
 
[[প্রেমাঙ্কুর আতর্থী]] দ্বারা নির্দেশিত [[দেনা পাওনা]] নামক একটি বাংলা চলচ্চিত্র ১৯৩১ সালে নিউ থিয়েটর্স দ্বারা প্রযোজিত হয়েছিল। এই ছবির জন্য সংগীত পরিচালনা করেছিলেন বিখ্যাত সংগীতকার [[রাইচাঁদ বড়াল]]।
 
কীরণময় রাহার  কথা  অনুযায়ী, "[[দেবকী বসু|দেবকী বসুর]] নির্দেশনায় মুক্তিপ্রাপ্ত চণ্ডিদাস ছবির ফলে নিউ থিয়েটর্স প্রসিদ্ধী লাভ করে।"<ref name="raha1991"><cite class="citation book">Raha, Kironmoy (1991). </cite></ref><sup class="reference" style="white-space:nowrap;">:13</sup>  এর আগে এই স্টুডিও থেকে পাঁচটি [[টকি]] মুক্তি পেয়েছিল।
 
[[শরৎচন্দ্র চট্টোপাধ্যায়|শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের]] লেখা [[দেবদাস (উপন্যাস)|দেবদাস]] উপন্যাসের উপর ভিত্তি করে ১৯৩৫ সালে [[প্রমথেশ চন্দ্র বরুয়া|প্রমথেশ চন্দ্র  বড়ুয়া]] অভিনীত ও তাঁরই  নির্দেশনায় [[Devdas (1935 film)|দেবদাস]] ছবিটি নির্মিত হয়। এই ছবিটি অভূতপূর্ব সাফল্য অর্জন করে।
 
১৯৩৫ সালে, [[নীতিন বসু]] দ্বারা নির্মিত [[Bhagya Chakra|''ভাগ্য চক্র'']] নামক বাংলা ছায়াছবিতে  ভারতে সর্বপ্রথম  [[নেপথ্য গায়ক|নেপথ্য গানের]] ব্যবহার করা হয়।[[কৃষ্ণচন্দ্র দে|  কৃষ্ণ চন্দ্র  দে]],  [[Parul Ghosh|পারুল  ঘোষ]]    সুপ্রভা  সরকার এই ছবিতে গান করেন।<ref><cite class="citation web">[[imdbtitle:0156353|"Bhagya Chakra (1935)"]]. www.imdb.com<span class="reference-accessdate">. </span></cite></ref> এই ছবিটি ''ধুপ ছাঁও'' নামে হিন্দি ভাষায় পুনঃনির্মিত হয় এবং নেপথ্য গান সহ  প্রথম  হিন্দি ছায়াছবি।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.imdb.com/title/tt0156353/|title=Bhagya Chakra (1935)|publisher=www.imdb.com|accessdate=2008-10-23|last=|first=}}</ref>
 
নিউ থিয়েটর্স প্রযোজিত ছবিগুলিতে, তারকা অভিনেত্রীদের মধ্যে প্রথম [[কানন দেবী]] বেশ কয়েকটি ছবিতে  অভিনয়  করেন। [[কুন্দন লাল সায়গল|কুন্দন লাল  সায়গল]], [[K. C. Dey|কৃষ্ণ  চন্দ্র  দে]],  [[পৃথ্বীরাজ কাপুর|পৃথ্বীরাজ  কাপুর]],  [[ছবি বিশ্বাস|ছবি  বিশ্বাস]],  [[পাহাড়ী সান্যাল|পাহাড়ী  সান্যাল]],  [[Basanta Choudhury|বসন্ত  চৌধুরীর]]  মতন  বেশ  অনেকজন  স্বনামধন্য অভিনেতারাও  নিউ  থিয়েটর্সের  সাথে  যুক্ত  ছিলেন।
 
[[প্রেমাঙ্কুর আতর্থী]], [[প্রমথেশ চন্দ্র বরুয়া|প্রমথেশ বড়ুয়া]], [[দেবকী বসু]]    [[নীতীন বসু|নীতিন বসু]]  ইত্যাদি  প্রসিদ্ধ  চলচিত্র  নির্দেশক  নিউ  থিয়েটর্সের  ছবিতে  কাজ  করেছেন।  [[রাইচাঁদ বড়াল|রাইচাঁদ  বড়াল]],  [[পঙ্কজ মল্লিক|পঙ্কজ  মল্লিক]]    [[তিমির বরণের]]  মতন  উল্লেখযোগ্য  সংগীতশিল্পীরাও  এই  স্টুডিওর  সাথে  যুক্ত  ছিলেন।
 
== চলচ্চিত্রের তালিকা ==