জাকির হোসাইন (গভর্নর): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''জাকির হুসাইন''' (২ নভেম্বর ১৮৯৮ - ২৪ মে ১৯৭১) ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর এবং পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।<ref name="Banglapedia">[http://bn.banglapedia.org/index.php?title=হোসাইন,_জাকির হোসাইন, জাকির বাংলাপিডিয়া]</ref>
'''জাকের হোসাইন''' (২ নভেম্বর ১৮৯৭ – ২৪ মে ১৯৭১) ছিলেন পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তা ও প্রশাসক। তিনি ১১ অক্টোবর ১৯৫৮ হতে ১৪ অক্টোবর ১৯৬০ পর্যন্ত পূর্ব পাকিস্তানের (বর্তমান [[বাংলাদেশ]]) গভর্ণর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পূর্ববর্তি গভর্ণর সুলতানুদ্দীন আহমদের স্থলাভিষিক্ত হন।<ref name="বঙ্গভবন ওয়েবসাইট">[http://www.bangabhaban.gov.bd/zakirhusain.html বঙ্গভবন ওয়েবসাইট]</ref>
 
== জন্ম এবং শিক্ষা ==
জাকির হুসাইন ১৮৯৮ সালের ২ নভেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জন্মগ্রহণ করেন।<ref name="Banglapedia"/>
জাকের হোসাইন ১৮৯৮ খৃষ্টাব্দের ২রা নভেম্বর [[চট্টগ্রাম জেলা]]র [[রাঙ্গুনিয়া উপজেলা]]য় জন্মগ্রহন করেন। তিনি [[চট্টগ্রাম কলেজিয়েট স্কুল]], আলীগড় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।<ref name="বঙ্গভবন ওয়েবসাইট"/> ১৯২৩ সালে তিনি ইন্ডিয়ান পুলিশে যোগ দেন এবং ১৯৪০ সালে বিশেষ কৃতিত্বের জন্য ইন্ডিয়ান পুলিশ মেডাল প্রাপ্ত হন। তিনি ভারত বিভক্তির পর পূর্ব পাকিস্তান পুলিশের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন।
 
==শিক্ষাজীবন==
==নামকরণ==
১৯১৫ সালে তিনি [[চট্টগ্রাম কলেজিয়েট স্কুল]] থেকে এনট্রান্স পাশ করেন। একই বছরে ফুলার পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন এবং প্রথম বিভাগে বৃত্তি পান। ১৯১৭ সালে [[চট্টগ্রাম কলেজ]] থেকে তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২০ সালে [[মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ]] (পরবর্তীতে [[আলিগড় বিশ্ববিদ্যালয়]]) থেকে স্নাতক হন। এরপর [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ে]] স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হন।<ref name="Banglapedia"/>
চট্টগ্রামের [[জাকির হোসেন রোড]] তার নামে নামকরণ করা হয়েছে।
 
==কর্মজীবন==
== তথ্যসূত্র ==
১৯২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় তিনি ভারতীয় পুলিশ বিভাগে যোগ দেন। তিনি বাংলার বিভিন্ন জেলায় পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] সময় তিনি [[কলকাতা|কলকাতার]] শিপিং মাস্টার হিসেবে দায়িত্বপালন করেছেন। এরপর প্রেসিডেন্সি রেঞ্জে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিয়োগ লাভ করেন।<ref name="Banglapedia"/>
<references/>
 
১৯৪৭ সালে দেশভাগের পর তিনি [[পূর্ব বাংলা]] চলে আসেন। এখানে তিনি পুলিশের প্রথম ইন্সপেক্টর জেনারেল হন। ১৯৪৭ থেকে ১৯৫২ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। ১৯৫২ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসর নেন।<ref name="Banglapedia"/>
 
এরপর সেই বছর তিনি ফেডারেল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন এবং ১৯৫৭ সাল পর্যন্ত এই পদে ছিলেন। একই বছর তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।<ref name="Banglapedia"/>
 
পরের বছর ১৯৫৮ সালের ১০ অক্টোবর তাকে [[পূর্ব পাকিস্তান|পূর্ব পাকিস্তানের]] গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়। ১৬ অক্টোবর তিনি শপথ নেন। তার আমলে দ্রব্যমূল্য হ্রাস পায় এবং চোরাচালানের উপর নজরদারি করা হয়।<ref name="Bangabhaban">[http://bangabhaban.gov.bd/Homes/banglahistory_submenu/12/51 Governors and Acting Governors of East Bengal/ East Pakistan 1947-1971, ২০ জুলাই ২০১৬ তারিখে উদ্ধৃত]</ref> তিনি মৌলিক গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন এবং ১৯৬০ সালের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আস্থা ভোটে তিনি আইয়ুব খানের বিজয়ে ভূমিকা রাখেন। ১৯৬০ থেকে ১৯৬২ পর্যন্ত তিনি পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।<ref name="Banglapedia"/>
 
==ব্যক্তিজীবন==
জাকির হুসাইন সুশৃঙ্খল জীবনযাপন করতেন। তিনি কঠোর পরিশ্রমী ও নিয়মানুবর্তী ছিলেন। তার তিন পুত্র ও তিন কন্যা ছিল।<ref name="Bangabhaban"/>
 
==মৃত্যু==
জাকির হুসাইন ১৯৭১ সালের ২৪ মে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় চট্টগ্রামের খুলশিতে অবস্থিত নিজ বাসভবনে ইন্তেকাল করেন। লালদীঘি ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার জন্য এসময় চলমান কারফিউ তুলে নেয়া হয়। চট্টগ্রামের গরিবুল্লাহ শাহর মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।<ref name="Banglapedia"/>
 
==স্মরণ ও সম্মাননা==
জাকির হুসাইন ১৯৪০ সালে ভারতীয় পুলিশ পদক এবং পাকিস্তান প্রতিষ্ঠার পর কায়েদে আজম পুলিশ পদক লাভ করেছেন। চট্টগ্রামের [[জাকির হোসেন রোড]] তার স্মরণে নামকরণ করা হয়েছে।<ref name="Banglapedia"/>
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
 
[[বিষয়শ্রেণী:পূর্ব পাকিস্তানের গভর্নর]]
[[বিষয়শ্রেণী:১৮৯৮-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:চট্টগ্রামের১৯৭১-এ বিপ্লবী ও রাজনীতিবিদমৃত্যু]]
[[বিষয়শ্রেণী:চট্টগ্রামবাঙালি জেলার ব্যক্তিত্বরাজনীতিবিদ]]
[[বিষয়শ্রেণী:পূর্ব পাকিস্তানের গভর্নর]]
[[বিষয়শ্রেণী:পাকিস্তানি রাজনীতিবিদ]]
[[বিষয়শ্রেণী:পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী]]