কিরগিজস্তান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
→‎শীর্ষ: শৈলী/বিন্যাসন ত্রুটি ঠিককরণ
৬৭ নং লাইন:
}}
 
'''কিরগিজিস্তান''' ([[কিরগিজ ভাষা{{lang-ky|কিরগিজ ভাষায়]]: Кыргызстан ''ক্যির্গ্যিয্‌স্তান্‌''}}) [[মধ্য এশিয়া|মধ্য এশিয়ার]] পূর্বভাগের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এর সরকারি নাম '''কিরগিজ প্রজাতন্ত্র''' (Кыргыз Республикасы ''ক্যির্গ্যিজ় রেস্পুব্লিকাস্যি'')। এর উত্তরে [[কাজাখস্তান]], পূর্বে [[গণচীন]], দক্ষিণে গণচীন ও [[তাজিকিস্তান]] এবং পশ্চিমে [[উজবেকিস্তান]]। [[বিশকেক]] শহর দেশটির রাজধানী ও বৃহত্তম শহর।
 
[[কিরগিজ জাতি|কিরগিজরা]] একটি মুসলিম জাতি যারা [[কিরগিজ ভাষা|কিরগিজ]] নামের একটি [[তুর্কীয় ভাষা|তুর্কীয় ভাষাতে]] কথা বলে। এরা কিরগিজিস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে। [[উজবেক জাতি|উজবেক]] ও [[রুশ জাতি|রুশ জাতির]] লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায়। [[১৯শ শতক|১৯শ শতকের]] শেষের দিকে কিরগিজিস্তান [[রুশ সাম্রাজ্য|রুশ সাম্রাজ্যের]] অন্তর্গত হয়। [[১৯২৪]] সালে এটি [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত ইউনিয়নের]] একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায়। [[১৯৩৬]] সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয়। এটি তখন কিরগিজিয়া নামেও পরিচিত ছিল। [[১৯৯১]] সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং [[১৯৯৩]] সালে নতুন সংবিধান পাস করে।