জলবায়ু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Yeasin Ali Mithun (আলোচনা | অবদান)
1.39.37.207 (আলাপ)-এর করা 1টি সম্পাদনা বাতিল। (টুইং)
৪ নং লাইন:
== নিয়ামক ==
জলবায়ু কতিপয় বিষয়ের ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে, যেগুলোকে জলবায়ুর নিয়ামক বলা হয়ে থাকে। যথা:
=== অক্ষাংশ অনুযায়ী=== সূর্যকীরণঅক্ষাংসের পতনেরভিন্যতা ও পরিবর্তনের সাথে সাথেই জলবায়ুরও তারতম্য ঘটে,ঘটে। কোথাওসুর্য লম্বভাবেকিরণ পড়ে,সারা অথবাবছর কোথাওলম্ব তীর্যকভাবেভাবে পড়ে।পরার তাইকারণে স্থানভেদে উষ্ণতানিরক্ষিয় অন্চলে আর্দ্রতার তারতম্যউষ্ন জলবায়ু বিরাজ করে ।এবং মেরু অন্চলের দিকে সুর্য রশ্মি ক্রমশ তির্যক হতে থাকে এবং জলবায়ু শিতল হয়। ফলে নিরক্ষিয় অন্চলে 32 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা থাকলেও মেরু অন্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। ঘটে। [[নিরক্ষরেখা]] বরাবর স্থানসমূহে সূর্যরশ্মি খাড়াভাবে পড়ে বিধায় ঐসকল অঞ্চলে উষ্ণতা বেশি। নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ অক্ষাংশে তাপমাত্রা ক্রমেই কমতে থাকে। ১ °C অক্ষাংশে উষ্ণতা 0.28 °C হ্রাস পায় বলেই নিরক্ষরেখা থেকে সবচেয়ে দূরবর্তি উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে বরফ রয়েছে।
=== অক্ষাংশ ===
অক্ষাংশ অনুযায়ী সূর্যকীরণ পতনের তারতম্য ঘটে, কোথাও লম্বভাবে পড়ে, অথবা কোথাও তীর্যকভাবে পড়ে। তাই স্থানভেদে উষ্ণতা ও আর্দ্রতার তারতম্য ঘটে। [[নিরক্ষরেখা]] বরাবর স্থানসমূহে সূর্যরশ্মি খাড়াভাবে পড়ে বিধায় ঐসকল অঞ্চলে উষ্ণতা বেশি। নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ অক্ষাংশে তাপমাত্রা ক্রমেই কমতে থাকে। ১ °C অক্ষাংশে উষ্ণতা 0.28 °C হ্রাস পায় বলেই নিরক্ষরেখা থেকে সবচেয়ে দূরবর্তি উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে বরফ রয়েছে।
 
=== উচ্চতা ===
বেনামী ব্যবহারকারী