বার্ট ওল্ডফিল্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্মাননা - অনুচ্ছেদ
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন
৫৯ নং লাইন:
 
== বডিলাইন সিরিজ ==
এরপর তাঁর খেলোয়াড়ী জীবনে আরও একটি টেস্টে অংশগ্রহণ করতে পারেননি। [[English cricket team in Australia in 1932–33|১৯৩২-৩৩]] মৌসুমের কুখ্যাত [[বডিলাইন]] সিরিজের চতুর্থ টেস্টে অনুপস্থিত ছিলেন তিনি। অ্যাডিলেডের প্রসিদ্ধ তৃতীয় টেস্টে ইংরেজদের বডিলাইন কৌশলের প্রয়োগ ঘটে। ইংরেজ বোলাররা অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের শরীর লক্ষ্য করে বোলিং করার নির্দেশনা ছিল। কিন্তু ফাস্ট বোলার [[হ্যারল্ড লারউড|হ্যারল্ড লারউডের]] ছোঁড়া বল অপ্রত্যাশিতভাবে তাঁর মাথায় আঘাত করলে সর্বাপেক্ষা নাটকীয় পরিস্থিতির উদ্ভব ঘটে।<ref>Haigh and Frith, p. 73.</ref> ফলশ্রুতিতে [[বিল উডফুল|উডফুলের]] সহায়তায় তাঁকে মাঠ ত্যাগ করে ড্রেসিং রুমে পাঠানো হয়।<ref>Frith, pp. 216–18.</ref><ref>Piesse, p. 128.</ref> এরফলে দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাটিংয়ে নামতে পারেননি ও অস্ট্রেলিয়া ১৯৩ রানে অল আউট হয়।<ref>[http://www.cricketarchive.com/cgi-bin/player_oracle_reveals_results2.cgi?playernumber=452&opponentmatch=exact&playername=Meckiff&resulttype=All&matchtype=All&teammatch=exact&startwicket=&homeawaytype=All&opponent=&endwicket=&wicketkeeper=&searchtype=InningsList&endscore=&playermatch=contains&branding=cricketarchive&captain=&endseason=&startscore=&team=&startseason= Player Oracle WM Woodfull". CricketArchive. Retrieved 14 May 2009.]</ref><ref>Perry, pp. 144–146.</ref> পরবর্তীতে বডিলাইন ক্রীড়ার বিষয়ে অস্ট্রেলীয়[[ক্রিকেট অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড]] আনুষ্ঠানিকভাবে [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব|ইংরেজ প্রশাসনের]] কাছে অভিযোগ প্রেরণ করে।<ref name=o>{{cite web| title=Player Oracle WM Woodfull|url=http://www.cricketarchive.com/cgi-bin/player_oracle_reveals_results2.cgi?playernumber=452&opponentmatch=exact&playername=Meckiff&resulttype=All&matchtype=All&teammatch=exact&startwicket=&homeawaytype=All&opponent=&endwicket=&wicketkeeper=&searchtype=InningsList&endscore=&playermatch=contains&branding=cricketarchive&captain=&endseason=&startscore=&team=&startseason= |accessdate=14 May 2009 |publisher=[[CricketArchive]]}}</ref><ref name="pbody">Perry, pp. 144–146.</ref> ১৯৩৭ সালে [[টেস্ট ক্রিকেট|টেস্ট ক্রিকেটে]] সর্বশেষবারের মতো অংশ নেন।
 
== সম্মাননা ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে অস্ট্রেলিয়ার পক্ষে ৫৪ টেস্টে অংশ নিয়ে ২২৬৫ গড়ে ১,৪২৭ রান তুলেছেন। এছাড়াও ৭৮ ক্যাচ ও ৫২ স্ট্যাম্পিংয়ের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি। টেস্টে ৫২ স্ট্যাম্পিং অদ্যাবধি বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃত। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২৪৫ খেলায় ৬,১৩৫ রান করেছেন ২৩৭৭ গড়ে। পাশাপাশি ৩৯৯ ক্যাচ ও ২৬৩ স্ট্যাম্পিং করেছেন তিনি।
 
১৯২৭ সালে উইজডেন কর্তৃক [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটার]] হিসেবে মনোনীত হন তিনি।<ref>[http://www.espncricinfo.com/ci/content/story/209422.html Full List of Wisden cricketer of the year on Cricinfo]</ref> তাঁর সম্মানার্থে সিডনীরসিডনির কাছাকাছি কিলারায় একটি ওভালের নামকরণ হয়েছে।
 
== তথ্যসূত্র ==