রাখী (অভিনেত্রী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
কর্মজীবন - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
ব্যক্তিগত জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
১৬ নং লাইন:
'''রাখী মজুমদার''' ([[জন্ম]]: [[১৫ আগস্ট]], [[১৯৪৭]]) [[ভারত অধিরাজ্য|ভারতীয় অধিরাজ্য]] [[বঙ্গ|বঙ্গের]] [[রাণাঘাট]] এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত [[বলিউড|ভারতীয় চলচ্চিত্র]] অভিনেত্রী। তিনি মূলতঃ হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি অনেকগুলো [[Cinema of West Bengal|বাংলা চলচ্চিত্রেও]] অংশ নিয়েছেন তিনি।<ref>{{cite web|title=Biography for Rakhee Gulzar|url=http://www.imdb.com/name/nm0347901/bio}}</ref> প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার, পরিচালক [[গুলজার|গুলজারের]] সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের প্রেক্ষিতে তিনি '''রাখী গুলজার''' নামে পরিচিতি পান।
 
চার দশকব্যাপী সুদীর্ঘ চলচ্চিত্র জীবনে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এ সময়ে '''রাখী''' তিনবার [[ফিল্মফেয়ার পুরস্কার]] ও একবার [[জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)|জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] লাভসহ অনেকগুলো [[পুরস্কার]] পেয়েছেন। ফিল্মফেয়ারে রাখী সর্বমোট ১৬বার মনোনীত হয়েছেন। তন্মধ্যে ৮বার পার্শ্ব অভিনেত্রীর শ্রেণীতে ছিল।ছিলেন। এরফলে সর্বাধিক নারী অভিনেত্রী বিভাগে মনোনয়নের দিক দিয়ে [[মাধুরী দীক্ষিত|মাধুরী দীক্ষিতও]] তাঁর সমকক্ষ হন।
 
== শৈশবকাল ==
[[ভারতের স্বাধীনতা আন্দোলন|ভারতের স্বাধীনতা লাভের]] অল্প কিছু সময় পরে ১৫ আগস্ট, ১৯৪৭ তারিখে পশ্চিমবঙ্গের [[নদিয়া জেলা|নদিয়া জেলার]] রাণাঘাট এলাকায় বাঙালী পরিবারে রাখী'র জন্ম। বালিকাদের স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। [[ভারত বিভাজন|ভারত বিভাজনের]] পূর্বে তৎকালীন পূর্ববঙ্গে (অধুনা [[বাংলাদেশ|বাংলাদেশে]]) তাঁর বাবা জুতোর ব্যবসা করতেন।<ref>{{cite web |title= Lounge: Rakhee Gulzar |url=http://www.livemint.com/2007/08/11005133/Rakhee-Gulzar.html |date=11 August 2007 |publisher=[[Mint (newspaper)]] |page=}}</ref><ref>[http://www.boloji.com/analysis2/0237.htm Analysis: I celebrate Independence Day, Not my Birthday: Rakhee] Boloji.com, 2007.</ref> পরবর্তীতে তাঁর পরিবার ভারতের পশ্চিমবঙ্গে বাসস্থান গড়েন।
 
কিশোরী থাকাবস্থায় বাঙালী সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক অজয় বিশ্বাসের সাথে স্বল্পকালীন বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু অল্পকিছুদিন পরই তাঁদের মধ্যকার সম্পর্ক ভেঙ্গে যায়।
 
== কর্মজীবন ==
৩০ ⟶ ২৮ নং লাইন:
শশী কাপুরের সাথে শর্মিলী, জানোয়ার অউর ইনসান, কাভি কাভি, দোসরা আদমি, তৃষ্ণা, বাসেরা,<ref>http://www.punemirror.in/article/19/201209162012091610462676ba55680a/Three%E2%80%99s-company.html</ref> বন্ধন কুচচে দ্বাগুণ কা, জমিন আসমান চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও ১৯৭০ সালে এক দো তিন চার চলচ্চিত্রেও কাপুরের সাথে অভিনয় করেন। কিন্তু চলচ্চিত্রটি পরবর্তীকালে আর মুক্তি পায়নি।<ref>http://www.punemirror.in/article/56/20110529201105290608173525ca4ac7d/The-only-memory.html</ref> [[অমিতাভ বচ্চন|অমিতাভ বচ্চনের]] সাথে কাভি কাভি, মুকাদ্দার কা সিকান্দার, কসমে বাদে, ত্রিশূল, কালা পাথ্থর, যমুনা, বারসাত কি এক রাত, বেমিসালে অংশগ্রহণ করেন তিনি। ১৯৮১ সালে ২৩ বছর বয়সী পরিচালক [[Anil Sharma|অনিল শর্মা]] তাঁর অভিষেক চলচ্চিত্র শ্রদ্ধাঞ্জলীতে অভিনয়ের আমন্ত্রণ জানান কিন্তু অর্থের অপ্রতুলতায় কোন পারিশ্রমিক দিতে অপারগতা প্রকাশ করেন। তাস্বত্ত্বেও চলচ্চিত্রটি সফলতা পেয়েছিল। ১৯৮৪ সালে [[Paroma|পরমা]] বাংলা চলচ্চিত্র পরমায় অংশ নেন ও সেরা অভিনেত্রী বিভাগে [[BFJA Awards|বিএফজেএ পুরস্কার]] পান। শীর্ষ নায়িকা হিসেবে সর্বশেষ চলচ্চিত্র পিগালতা আসমানে শশী কাপুরের বিপরীতে ১৯৯৫ সালে অংশ নেন।
 
১৯৮০-এর দশকের শেষার্ধ্ব থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে বয়স্ক মা, নিষ্ঠুর খলনায়কের হাতে নিহত বিধবা কিংবা নৈতিকতায় আচ্ছন্ন নারী চরিত্রে অংশ নেন যা বাণিজ্যিকবাণিজ্যিকভাবে সফলতা পায়। ২০০৩ সালে সর্বশেষ চলচ্চিত্র শুভ মহরতে অংশ নেন। এ চলচ্চিত্রটি [[National Film Award for Best Supporting Actress|সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] লাভ করেন তিনি।
 
== ব্যক্তিগত জীবন ==
কিশোরী থাকাবস্থায় বাঙালী সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক অজয় বিশ্বাসের সাথে স্বল্পকালীন বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু অল্পকিছুদিন পরই তাঁদের মধ্যকার সম্পর্ক ভেঙ্গে যায়। পরবর্তীকালে প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক, কবি ও গীতিকার [[গুলজার|গুলজারের]] সাথে দ্বিতীয়বারের মতো বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। এ দম্পতির [[Meghna Gulzar|মেঘনা গুলজার]] (বস্কি) নাম্নী এক কন্যা রয়েছে। কিন্তু কন্যার বয়স এক বছর থাকাকালে তাঁরা বিবাহ-বিচ্ছেদবিহীন অবস্থায় দিনাতিপাত করতে থাকেন। বাবার কাছেই মেয়ে বড় হয়। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র বিষয়ে স্নাতকধারী হয়ে মেঘনা ফিলহাল, জাস্ট মেরিড ও দাস কাহানিয়া'র ন্যায় চলচ্চিত্র পরিচালনায় অগ্রসর হয়।<ref>{{cite news |title=Women directors scale Bollywood |url= http://news.bbc.co.uk/2/low/entertainment/1832430.stm|publisher=[[BBC News]] |date= 21 February 2002 }}</ref> ২০০৪ সালে নিজ পিতার আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ করেন।<ref>{{cite news |title=On the Shelf |url=http://www.indianexpress.com/oldStory/38822/ |publisher=[[Indian Express]] |date=11 January 2004 }}</ref>
 
একসময় রাখী মুম্বইয়ের খর এলাকার সরোজিনী রোডের নিজ বাংলো মুক্তাঙ্গনে বসবাস করতে থাকেন। এরপর বাংলাটি বিক্রয় করে কাছাকাছি একই নামের এক সুউচ্চ ভবনে অবস্থান করছেন।
 
== সম্মাননা ==
১৯৭৩ সালে দাগ: এ পয়েম অব লাভ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার ও বিএফজেএ কর্তৃক সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান।<ref>{{cite web|title=37th Annual BFJA Awards |url=//www.bfjaawards.com/legacy/pastwin/197437.htm |publisher=[[BFJA Awards|BFJA]] |accessdate=2011-02-23 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20080422070342/www.bfjaawards.com/legacy/pastwin/197437.htm |archivedate=22 April 2008 }}</ref> ১৯৭৪ সালে [[27 Down|২৭ ডাউনের]] জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিশেষ স্মারক পান।<ref>[http://iffi.nic.in/Dff2011/Frm21stNFAAward.aspx?PdfName=21NFA.pdf 21st National Film Awards]</ref> ১৯৭৬ সালে তপস্যা চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের কারণে [[Filmfare Award for Best Actress|ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার]] লাভ করেন। ১৯৭৪ সালে পরমা চলচ্চিত্রের জন্য বিএফজেএ সেরা অভিনেত্রী মনোনীত হন। ১৯৮৯ সালে ফিল্মফেয়ার সেরা পার্শ্ব অভিনেত্রী ও ২০০৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা পার্শ্ব অভিনেত্রীর মর্যাদা লাভ করেন তিনি। ২০০৩ সালে ভারত সরকার কর্তৃক [[পদ্মশ্রী]] পদকে ভূষিত হন।<ref name="Padma Awards">{{cite web | url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf | title=Padma Awards | publisher=Ministry of Home Affairs, Government of India | date=2015 | accessdate=July 21, 2015}}</ref>
 
== তথ্যসূত্র ==