রাখী (অভিনেত্রী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
+ 10টি বিষয়শ্রেণী হটক্যাটের মাধ্যমে
Suvray (আলোচনা | অবদান)
শৈশবকাল - অনুচ্ছেদ সৃষ্টি
২ নং লাইন:
|image = Rakhee Gulzar.jpg
|imagesize =
| caption = নীনা সিংয়ের প্রদর্শনীতে রাখী
| caption = Rakhee at Neena Singh's art exhibition
| alt = নীনা সিংয়ের প্রদর্শনীতে রাখী গুলজার
| alt = Rakhee Gulzar at Neena Singh's art exhibition
| name = Raakheeরাখী
| birth_date = {{Birth date and age|df=yes|1947|8|15}}
| yearsactive = 1967–2003১৯৬৭-২০০৩
|birth_name=Rakheeরাখী Majumdarমজুমদার
| birth_place = [[Ranaghat|রাণাঘাট]], [[Bengalবঙ্গ]], [[Dominionভারত of Indiaঅধিরাজ্য]] <br/> (nowবর্তমানে in- [[West Bengalপশ্চিমবঙ্গ]], [[Indiaভারত]])
| spouse = {{marriage|Ajoyঅজয় Biswasবিশ্বাস|1963|1965|reason=divorced}} <br> {{marriage|[[Gulzar (lyricist)|Gulzarগুলজার]]|1973}}
| children = [[Meghna Gulzar|মেঘনা গুলজার]]
| notable role =
|}}
 
'''রাখী মজুমদার''' ([[জন্ম]]: [[১৫ আগস্ট]], [[১৯৪৭]]) ভারতীয় অধিরাজ্যেরঅধিরাজ্য বঙ্গের রাণাঘাট এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত [[বলিউড|ভারতীয় চলচ্চিত্র]] অভিনেত্রী। তিনি মূলতঃ হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি অনেকগুলো [[Cinema of West Bengal|বাংলা চলচ্চিত্রেও]] অংশ নিয়েছেন তিনি।<ref>{{cite web|title=Biography for Rakhee Gulzar|url=http://www.imdb.com/name/nm0347901/bio}}</ref> প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার, পরিচালক [[গুলজার|গুলজারের]] সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের প্রেক্ষিতে তিনি '''রাখী গুলজার''' নামে পরিচিতি পান।
 
চার দশকব্যাপী সুদীর্ঘ চলচ্চিত্র জীবনে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এ সময়ে '''রাখী''' তিনবার [[ফিল্মফেয়ার পুরস্কার]] ও একবার [[Nationalজাতীয় Filmচলচ্চিত্র Awardsপুরস্কার (Indiaভারত)|জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] লাভসহ অনেকগুলো [[পুরস্কার]] পেয়েছেন। ফিল্মফেয়ারে রাখী সর্বমোট ১৬বার মনোনীত হয়েছেন। তন্মধ্যে ৮বার পার্শ্ব অভিনেত্রীর শ্রেণীতে ছিল। এরফলে সর্বাধিক নারী অভিনেত্রী বিভাগে মনোনয়নের দিক দিয়ে [[মাধুরী দীক্ষিত|মাধুরী দীক্ষিতও]] তাঁর সমকক্ষ হন।
 
== শৈশবকাল ==
[[ভারতের স্বাধীনতা আন্দোলন|ভারতের স্বাধীনতা লাভের]] অল্প কিছু সময় পরে ১৫ আগস্ট, ১৯৪৭ তারিখে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রাণাঘাট এলাকায় বাঙালী পরিবারে রাখী'র জন্ম। বালিকাদের স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। [[ভারত বিভাজন|ভারত বিভাজনের]] পূর্বে তৎকালীন পূর্ববঙ্গে (অধুনা [[বাংলাদেশ|বাংলাদেশে]]) তাঁর বাবা জুতোর ব্যবসা করতেন। পরবর্তীতে তাঁর পরিবার ভারতের পশ্চিমবঙ্গে বাসস্থান গড়েন।
 
কিশোরী থাকাবস্থায় বাঙালী সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক অজয় বিশ্বাসের সাথে স্বল্পকালীন বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু অল্পকিছুদিন পরই তাঁদের সম্পর্ক ভেঙ্গে যায়।
 
১৯৬৭ সালে ২০ বছর বয়সী রাখী তাঁর প্রথম বাংলা চলচ্চিত্র বধূ বরণে অভিনয় করেন। এরপর ১৯৭০ সালে প্রথম হিন্দি চলচ্চিত্রে অংশগ্রহণের আমন্ত্রণ লাভ করেন। রাজশ্রী প্রোডাকশনের ছত্রচ্ছায়ায় জীবন মৃত্যু চলচ্চিত্রে তাঁর বিপরীতে নায়কের ভূমিকায় অংশগ্রহণ করেছিলেন [[ধর্মেন্দ্র]]।
 
১৯৭১ সালে শর্মিলী চলচ্চিত্রে [[শশী কাপুর|শশী কাপুরের]] বিপরীতে দ্বৈত চরিত্রে অবতীর্ণ হন। একই বছর লাল পাথ্থর ও পরস চলচ্চিত্রে অংশ নেন। তিনটি চলচ্চিত্রই ব্যাপক জনপ্রিয়তা পায়। এরফলে হিন্দি চলচ্চিত্রে বৃহৎ সারির নায়িকায় নিজেকে অন্তর্ভূক্ত করেন। পরবর্তী দশকে শেহজাদা, হীরা পান্না, দাগ: এ পয়েম অব লাভ, হামারে তুমহারে, আঁচল ও তাকত চলচ্চিত্রে অংশ নেন তিনি। তন্মধ্যে ব্ল্যাকমেইল ও তপস্যা চলচ্চিত্রে স্মরণীয় অভিনয় করেন তিনি। হীরা পান্না, বানারসি বাবু, লুটমার ও জোশিলা চলচ্চিত্রে [[দেব আনন্দ|দেব আনন্দের]] সাথে তাঁর অংশগ্রহণ ছিল।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
{{Reflist}}
 
== বহিঃসংযোগ ==
৩৬ ⟶ ৪৫ নং লাইন:
[[বিষয়শ্রেণী:বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী]]
[[বিষয়শ্রেণী:হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী]]
[[বিষয়শ্রেণী:নদীয়ানদিয়া জেলার ব্যক্তিত্ব]]
[[বিষয়শ্রেণী:বাঙালি]]
[[বিষয়শ্রেণী:ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী]]