কেট উইন্সলেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
HakanIST (আলোচনা | অবদান)
123.108.244.23-এর সম্পাদিত সংস্করণ হতে Yeadee hasan pranto-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফ...
৫৬ নং লাইন:
 
উইন্সলেট ও মেন্ডেজ বর্তমানে বাস করছেন [[নিউ ইয়র্ক সিটি|নিউ ইয়র্ক সিটির]] [[গ্রীনিচ ভিলেজ]]-এ। এছাড়া [[ইংল্যান্ড]]-এর [[গ্লুচেস্টারশায়ার]]-এর চার্চ ওয়েস্টকোট-এর ছোটো একটা গ্রামে তাঁদের একটা কাছারি বাড়ি আছে। ওয়েস্টকোটের এই কাছারি বাড়িটি একটি দ্বিতীয় শ্রেণীর স্থাপনা এবং এর আশেপাশের রাস্তাঘাট পরিকল্পিত নয় এবং বাইশ একর জায়গার ওপর অবস্থিত, আট বেডরুমের এই বাড়ির পিছনে তাঁরা ব্যয় করেছেন তিন মিলিয়ন পাউন্ড।
 
বিমানভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন সময় উইন্সলেট ও মেন্ডেজ নানা রকম ঘটনার মুখোমুখি হয়েছেন এবং তাঁদের সন্তানেরা পিতৃ-মাতৃহীন হয়ে পড়তে পারে, এই ভয়ে তাঁরা কখনো একই বিমানে ভ্রমণ করেন না।<ref name="flight">{{cite web |url=http://www.dailymail.co.uk/tvshowbiz/article-1127209/Kate-Winslet-Sam-Mendes-fly-fear-crash-orphan-children.html?ITO=1490 |title=Kate Winslet and Sam Mendes never fly together for fear of crash that would orphan their children|work=Daily Mail Online |date=2009-02-09|accessdate=2009-02-10}}</ref> [[অ্যামেরিকান এয়ারলাইন্স-এর ফ্লাইট ৭৭]]-এ মেন্ডেজের ভ্রমণ করার কথা ছিলো, যেটা ১১ সেপ্টেম্বর, ২০০১-এ ছিনতাই হয় এবং পেন্টাগনের ওপর বিধ্বস্ত হয়। এবং অক্টোবর, ২০০১-এ উইন্সলেট, তাঁর মেয়ে মিয়া’র সাথে লন্ডন-[[ডালাস]]-এ ভ্রমণ করার সময় ঐ ফ্লাইটের একজন যাত্রী নিজেকে [[মুসলিম]] [[সন্ত্রাসী]] হিসেবে দাবি করে। পরবর্তীতে ঐ যাত্রীর বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ আনা হয় এবং বলা হয় যে, তিনি দাঁড়িয়ে চিৎকার করে বলেছেন, “আমরা সবাই মারা যাচ্ছি।”<ref name="flight"/>
 
== চলচ্চিত্র তালিকা ==