আলপিন (ক্রোড়পত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tarif Ezaz (আলোচনা | অবদান)
তথ্য যোগ, সূত্র দ্রুত যোগ করে দিচ্ছি
Tarif Ezaz (আলোচনা | অবদান)
তথ্য যোগ, দ্রুত সূত্র দিচ্ছি
২৪ নং লাইন:
[[১৭ই সেপ্টেম্বর]], [[২০০৭]] তারিখে প্রকাশিত আলপিনের ৪৩১তম সংখ্যায় স্থান পাওয়া একটি কার্টুনকে নিয়ে বাংলাদেশে বিতর্কের সূচনা হয। কার্টুনটিতে একটি পূর্ণবয়স্ক মানুষের সাথে একজন বালকের সংলাপে বালকটি ইসলামের নবী মোহাম্মদের নাম নিয়ে একটি কৌতুক করে। হয়। ২০ বছর বয়সী কার্টুনিস্ট আরিফুর রহমানের আঁকা কার্টুনটিতে একজন বয়স্ক মানুয়ের সাথে একটি বালকের আলাপচারিতা হয় এবং মূলত কার্টুনটির লিখিত সংলাপই মূলত বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়্। যখন বালকটিকে তার নাম জিগ্ঞেস করা হয় তখন নামের আগে “মোহাম্মদ” উল্লেখ করে না, যা মুসলিম সম্প্রদায় [[ইসলামের নবী]] [[মোহাম্মদ]]এর সম্মানার্থে ব্যবহৃত করে। অগ্রজ লোকটি তাকে সকল নামের আগে এই শব্দ ব্যবহার করতে বলে। কার্টুনের শেষ অংশে যখন লোকটি জানতে চায় যে, বালকটির হাতে কি, তখন জবাবে সে বলে “মোহাম্মদ বিড়াল”।
 
বাংলাদেশী মুসলিম সংগঠনগুলি কার্টুনটির তীব্র প্রতিবাদ করে ও গণপ্রতিবাদের আয়োজন করে, যা বাংলাদেশের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিষিদ্ধ ছিল। এর ধারাবাহিকতায় রাস্তায় সংঘাতের সৃষ্টি হয়। মুসলিম নেতারা সরকারের সাথে আনুষ্ঠানিক বৈঠক করে এবং প্রথম আলোর অনুমোদন কেড়ে নেবার আবেদন জানায়। সরকার ৪৩১ তম সংখ্যাটির বিক্রয় নিষিদ্ধ এবং এর সকল কপি বাজেয়াপ্ত করে। তারা মানুষকে আত্ম-সংযত হতে পরামর্শ দেয় এবং কার্টুনটির রচয়িতা আরিফুর রহমানকে গ্রেপ্তার করা হয় ও সাজা দেয়া হয় এবং পত্রিকার সম্পাদক জনসমক্ষে ক্ষমাপ্রার্থনা করেন।হয়।
 
==তথ্যসূত্র==