হৈসল সাম্রাজ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৭৪ নং লাইন:
==ইতিহাস==
[[File:Hoysala emblem.JPG|thumb|left|upright|সিংহের সঙ্গে যুদ্ধরত সল, হোয়সল সাম্রাজ্যের প্রতীক, [[বেলুর]], [[কর্ণাটক]]।]]
[[কন্নড় ভাষা|কন্নড়]] লোকসাহিত্যে সল নামে এক যুবকের উপাখ্যান পাওয়া যায়। তিনি অঙ্গডিতে (অধুনা (সোসেবুরু) বসন্তিকা দেবীর মন্দিরের কাছে একটি সিংহকে আঘাত করে তাঁর [[জৈনধর্ম|জৈন]] গুরু সুদত্তকে রক্ষা করেছিলেন। ‘আঘাত’ শব্দটি [[কন্নড় সাহিত্য#প্রাচীন কন্নড়(হেলেগন্নড়)|হেলে কন্নড়]] (প্রাচীন কন্নড়) ভাষায় অনুবাদ করলে দাঁড়ায় ‘হোয়’। সেই থেকেই ‘হোয়-সল’ নামটির উৎপত্তি। এই কিংবদন্তিটির প্রথম উল্লেখ পাওয়া যায় বেলুরে [[বিষ্ণুবর্ধন|বিষ্ণুবর্ধনের]] উৎকীর্ণ লিপিতে (১১১৭ খ্রিস্টাব্দ)। তবে সলের এই উপাখ্যানটির মধ্যে কতকগুলি অসঙ্গতি লক্ষিত হয়। তাই এটিকে একটি লোককথাই ধরে নেওয়া হয়।<ref name="legend">Historians feel that Sala was a mythical founder of the empire (Kamath 2001, p123)</ref><ref name="legend1">Derrett in Chopra, Ravindran and Subrahmanian (2003), p150 Part 1</ref> সম্ভবত [[টালাকাডতালকাড়|টালাকাডেতালকাড়ে]] বিষ্ণুবর্ধনের [[চোল]] বিজয়ের পর এই কিংবদন্তিটির উৎপত্তি বা জনপ্রিয়তা অর্জন করে। কারণ, হোয়সল প্রতীকে সলের সঙ্গে একটি বাঘের যুদ্ধের ছবি অঙ্কিত ছিল এবং বাঘ ছিল চোলেদের প্রতীক।<ref name="emblem">The myth and the emblem was a creation of King Vishnuvardhana. Another opinion is the emblem symbolically narrates the wars between the early Hoysala chieftains and the Cholas, (Settar in Kamath 2001, p123)</ref>
 
প্রাচীন উৎকীর্ণ লিপিগুলিতে (১০৭৮ থেকে ১০৯০ খ্রিস্টাব্দের মধ্যে উৎকীর্ণ) যাদব বংশকে হোয়সল বংশ বলে উল্লেখ করে বলা হয়েছে যে, হোয়সলরা ছিলেন [[যদু|যাদবের]] উত্তরপুরুষ। কিন্তু কোনও প্রাচীন নথিতেই হোয়সলদের সঙ্গে উত্তর ভারতের যাদবদের প্রত্যক্ষ যোগের প্রমাণ পাওয়া যায় না।<ref name="yadava">Quotation:"There was not even a tradition to back such poetic fancy"(William Coelho in Kamath, 2001, p122). Quotation:"All royal families in South India in the 10th and 11th century deviced [[Puranas|puranic]] genealogies" (Kamath 2001, p122)</ref><ref name="yadava1">Quotation:"It is therefore clear that there was a craze among the rulers of the south at this time (11th century) to connect their families with dynasties from the north" (Moraes 1931, p10–11)</ref>