যৌন নির্বাচন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Lazy-restless (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Lazy-restless (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[File:Paradesia decora Keulemans.jpg|thumb|250px|যৌন নির্বাচন [[গোল্ডি'র বার্ড অব প্যারাডাইজ]] নামক পক্ষী প্রজাতিতে [[যৌন দ্বিরূপতা]]র রঙ্গিন পার্থক্য তৈরি করে। ওপরে পুরুষ পাখি, নিচে স্ত্রী পাখি।[[জন যেরার্ড কিউলিম্যান]] কর্তৃক অংকিত। (আনুমানিক ১৯১২)]]
[[File:Sexual Selection with Peafowl.gif|thumb|যৌন নির্বাচন হল প্রাকৃতিক নির্বাচনের একটি রূপ যেখানে একটি যৌনতার প্রাণী অপর যৌনতার একটি প্রাণীর কোন বিশেষ বৈশিষ্ট্যকে পছন্দ করে। ময়ূরের পেখম যৌন নির্বাচনকে তুলে ধরে, যেখানে ময়ূরী সেসব ময়ূরকে খুঁজে বেড়ায় যারা তাদের লেজের পালকের দিকে অধিক নজর দেয়। ময়ূরের নজরে যদি কমতি থাকে তবে, তবে ময়ূরী আরও অধিক উত্তম ও মানানসই সঙ্গীর খজখোঁজ চালিয়ে যেতে থাকে। ফলে কম নজর সম্পন্ন ময়ূরেরা মৃত্যুর মাধ্যমে বিলুপ্ত হয় এবং অধিক নজর সম্পন্ন ময়ূরেরা বংশবিস্তারের মাধ্যমে জনসংখ্যার সঙ্গে আনুপাতিক হারে বৃদ্ধি পেতে থাকে।]]
'''যৌন নির্বাচন''' হল [[প্রাকৃতিক নির্বাচন]]-এর একটি ধরন, যেখানে যে কোন একটি [[যৌনতা|জৈবিক লিঙ্গ]]বিশিষ্ট সদস্য ওপর লিঙ্গের সদস্যকে মিলনের জন্য নির্বাচন (আন্তঃলিঙ্গীয় নির্বাচন) করে থাকে, এবং বিপরীত লিঙ্গের সদস্যদের কাছে প্রবেশাধিকার পাবার জন্য সমলিঙ্গের সদস্যদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। এই দুই ধরনের নির্বাচন মানে এই যে, একটি [[জনসংখ্যা]]য় কিছু সদস্যদের অন্যান্যদের তুলনায় অধিক প্রাজননিক সাফল্য রয়েছে, যার কারণ তারা অধিক আকর্ষণীয় অথবা তারা অধিক আকর্ষণীয় সঙ্গীকে সন্তান জন্মদানের জন্য নির্বাচন করে থাকে।<ref>{{বই উদ্ধৃতি|title=Biology: The Unity & Diversity of Life|year=2013|publisher=Cengage Learning|page=281|author=Cecie Starr|edition=Ralph Taggart, Christine Evers, Lisa Starr}}</ref><ref name="PHYS-20140129">{{সংবাদ উদ্ধৃতি|last=Vogt|first=Yngve|title=Large testicles are linked to infidelity|url=http://phys.org/news/2014-01-large-testicles-linked-infidelity.html|date=January 29, 2014|work=[[Phys.org]]|accessdate=January 31, 2014}}</ref> উদাহরণস্বরূপ, মধ্যে প্রজনন মৌসুমে ব্যাঙ্গেদের যৌন নির্বাচন ঘটে যখন পুরুষেরা জলের কিনারায় একত্রিত হয় এবং তাদের সঙ্গীকে আকর্ষণ করে ঘ্যাঙর ঘ্যাঙ ডাকতে থাকে। এরপর স্ত্রী ব্যাঙ উপস্থিত হয় এবং সবচেয়ে গভীর কণ্ঠবিশিষ্ট এবং শ্রেষ্ঠ এলাকার পুরুষকে নির্বাচন করে। সহজভাবে বলতে গেলে, পুরুষ প্রাণীরা প্রজননক্ষম স্ত্রী প্রাণীদের দলে বারংবার মিলন এবং একচেটিয়া প্রবেশাধিকারের মাধ্যমে সুবিধা নিয়ে থাকে। নারী প্রাণীরা সীমিত সংখ্যক সন্তান নিতে পারে এবং প্রজননে বিনিয়োগকৃত শক্তির বিনিময়কে তারা সর্বোচ্চ মাত্রায় নিয়ে যায়।