ধবল কুলকার্নি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

ভারতীয় ক্রিকেটার
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
"Dhawal Kulkarni" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে
(কোনও পার্থক্য নেই)

০৫:৩১, ১৫ জুন ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

ধবল সুনীল কুলকার্নি একজন ভারতীয় ক্রিকেটার।[১] তিনি একজন ডানহাতি মিডিয়াম-ফাস্ট বলার এবং ডানহাতি লোয়ার অর্ডার ব্যাটসম্যান।[২]

প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি মুম্বাইএর জন্য খেলেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগএ তিনি গুজরাট লায়ন্সে খেলেন।[৩] ঘরোয়া মৌসুম এবং আইপিএলে নিয়মিত প্রদর্শনের জন্য ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের অ্যাওয়ে সিরিজের টেস্ট দলে তিনি জায়গা পেয়েছিলেন।[৪] কিন্ত ঐ সিরিজের তিন টেস্টের একটি মাচেও তিনি খেলেননি।

ঘরোয়া ক্রিকেট

তিনি ২০১২-১৩ রঞ্জি ট্রফিতে, মুম্বাইকে ৪০তম বারের মত রঞ্জি ট্রফি জেতানোর একজন মুখ্য কারিগর ছিলেন। সেমি-ফাইনালে সার্ভিসেসের বিপক্ষে ২০* রান করার পর তিনি ৫/৩৩ নিয়েছিলেন। প্রথম বারের মত ফাইনাল খেলা সৌরাষ্ট্রের বিপক্ষে তিনি ৪/২৪ এবং ৫/৩২ নিয়ে তাদেরকে ১৪৮ ও ৮২ রানে অলআউট করে দেন। যা ফাইনালে তাদের ইনিংস এবং ১২৫ রানের জয় নিশ্চিত করে। এর পুরস্কার স্বরূপ তিনি ভারত এ দলে ডাক পান। ২০১৪ সালে তিনি কোয়াড্রাঙ্গু্লার সিরিজেও ডাক পান এবং ভারতকে জেতাতে মুখ্য ভূমিকা পালন করেন।

ব্যক্তিগত জীবন

তিনি ৮ম শ্রেণি পর্যন্ত বান্দ্রার আইইএস নিউ ইংলিশ স্কুলে লেখাপড়া করেন। এরপর তিনি দাদারের আইইএস ভিএন সুলে গুরুজিতে ভর্তি হন। ৩ মার্চ, ২০১৬ সালে তিনি শ্রদ্ধা খারপুড়েকে বিয়ে করেন। তিনি সুনীল কুলকার্নি এবং প্রমীলা কুলকার্নির বড় ছেলে। ধনশ্রী কুলকার্নি নামে তার একজন বোন রয়েছে।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০০৯ সালে নিউজিল্যান্ড সিরিজের টেস্ট দলে তার নাম থাকলেও তিনি অভিষেক করেননি। ২০১৪ সালে কোয়াড্রাঙ্গু্লার সিরিজে ভালো খেলার জন্য ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দলে তাকে ডাকা হয়। ২০১৪ সালের সেপ্টেম্বরে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৪র্থ ওয়ানডেতে তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন।[৫]

তথ্যসূত্র

  1. http://www.cricketcountry.com/players/dhawal-kulkarni
  2. https://cricket.yahoo.com/player-profile/dhawal-kulkarni_4599
  3. http://www.espncricinfo.com/indian-premier-league-2015/content/squad/832995.html
  4. "Dhawal Kulkarni receives maiden call-up | India Cricket News | ESPN Cricinfo"। Content.cricinfo.com। সংগ্রহের তারিখ ২০১২-০৮-০৩ 
  5. http://www.espncricinfo.com/england-v-india-2014/content/video_audio/777121.html

১৯৮৮ সালে জন্ম নেয়া একজন ভারতীয় ক্রিকেটার সম্পর্কিত এই জীবনীমূলক নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি এটি বিস্তৃত করে,উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।