বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদন করা হয়েছে
 
সম্পাদনা সারাংশ নেই
১৬ নং লাইন:
|website = [http://mdtuahaaminbcbd90.tumblr.com/ TUAHA AMIN]
}}
'''তোয়াহা আমিন'''([[জন্ম]]: [[১ ডিসেম্বর]], [[১৯৯০]]) আমি একজন উইকিপিডিয়া ব্যবহারকারী এবং বেসরকারী চাকুরীজীবি । আমি [[বাংলাদেশ]] এর [[চট্টগ্রাম]] বিভাগের [[চট্টগ্রাম]] জেলার অন্তর্গত [[বাঁশখালী উপজেলা|বাঁশখালী]] থানার [[বঙ্গোপসাগর]] ঘেঁষে অবস্থিত [[সরল ইউনিয়ন|সরল]] নামক গ্রামে [[১৯৯০]] সালে একটি সম্ভ্রান্ত মুসলিম মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করি। আমার পিতা [[মরহুম এস এম আমিন উল্লাহ্ ছিদ্দীকি]] ছিলেন একজন গ্রাম্য ডাক্তার এবং আমার মাতা মোছা: রাশেদা খানম একজন সুগৃহিনী। [[২০০৮]] সালে নভেম্ভর মাসে ছাত্রজীবন অবস্থায় [[চট্টগ্রাম]] এ থাকাকালীন সময়ে আমার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বাবা আমাদের পরিবারের একমাত্র ভরনপোষণের দায়িত্বে ছিলেন। পরে আমাদের পরিবারের ভরনপোষণের দায়িত্ব গ্রহণ করেন আমার বড় ভাই ও মেজ ভাই। বর্তমানে তারা বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন।উত্তসুরী দিক থেকে আমার দাদা [[মরহুম মাওলানা হাবিবুল্লাহ(রহ:)]] ছিলেন একজন প্রখ্যাত আলেম ও বুর্জুগু এবং আমার নানা [https://www.facebook.com/allamakhairuddinrf/ মরহুম আল্লামা খাইর উদ্দীন (রহ:)] ছিলেন একজন প্রখ্যাত আলেম, ইউপি সদস্য ও নামকরা কাজী। আমি পরিবারের ছয় ভাই-বোনদের মধ্যে তৃতীয়।
== প্রাথমিক ও শিক্ষা জীবন ==
আমি জন্মের পাঁচ বছর বয়সে বাড়ীর পাশের ধর্মীয় প্রতিষ্ঠান থেকে কুরআন শিক্ষা লাভ করেন।[[১৯৯৯]] ও [[২০০৭]] সালে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করে একই বছর উচ্চ শিক্ষা লাভের জন্য বন্দরনগরী [[চট্টগ্রাম]] এ আসি। [[২০১০]] সালে উচ্চ মাধ্যমিক এবং পরে [[২০১৩]] সালে স্নাতক পাশ করেন। বর্তমানে আমি একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন।