উপনিষদ্‌: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অজয় মন্ডল (আলোচনা | অবদান)
অজয় মন্ডল (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{হিন্দুশাস্ত্র}}
'''উপনিষদ্‌উপনিষদ''' ({{lang-sa|उपनिषद्}}) [[হিন্দুধর্ম|হিন্দুধর্মের]] এক বিশেষ ধরনের ধর্মগ্রন্থের সমষ্টি।সমষ্টি । এই বইগুলিতে হিন্দুধর্মের তাত্ত্বিক ভিত্তিটি আলোচিত হয়েছে।হয়েছে । উপনিষদের অপর নাম ''[[বেদান্ত]]'' । ধর্মপ্রাণ হিন্দুরা বিশ্বাস করেন, উপনিষদ্‌গুলিতে সর্বোচ্চ সত্য [[স্রষ্টা]] বা [[ব্রহ্ম|ব্রহ্মের]] প্রকৃতি এবং মানুষের [[মোক্ষ]] বা আধ্যাত্মিক মুক্তি লাভের উপায় বর্ণিত হয়েছে।হয়েছে । উপনিষদ্‌গুলি মূলত ''[[বেদ]]''-এরপরবর্তী ''[[ব্রাহ্মণ (হিন্দুশাস্ত্র)|ব্রাহ্মণ]]'' ও ''[[আরণ্যক (হিন্দুশাস্ত্র)|আরণ্যক]]''{{sfn|Mahadevan|1956|p=56}} অংশের শেষ অংশে পাওয়া যায়।যায় । এগুলি প্রাচীনকালে গুরু-শিষ্য পরম্পরায় মুখে মুখে প্রচলিত ছিল।
 
দুশোরও বেশি উপনিষদের কথা জানা যায়। এগুলির মধ্যে প্রথম বারোটিই প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলিকে "মুখ্য উপনিষদ" বলে।বলে । [[ভগবদ্গীতা]], [[ব্রহ্মসূত্র]] এবং মুখ্য উপনিষদ্‌গুলি{{sfn|Ranade|1926|p=205}} (এগুলিকে একসঙ্গে ''[[প্রস্থানত্রয়ী]]'' বলা হয়) পরবর্তীকালে হিন্দু বেদান্ত দর্শনের বিভিন্ন শাখার জন্ম দিয়েছিল।দিয়েছিল । এগুলির মধ্যে দুটি একেশ্বরবাদী শাখা বিশেষভাবে উল্লেখযোগ্য।{{#tag:ref|Advaita Vedanta'', summarized by Shankara (788–820), advances a non-dualistic (''a-dvaita'') interpretation of the Upanishads."{{sfn|Cornille|1992|p=12}}|group=note}}{{#tag:ref|"These Upanishadic ideas are developed into Advaita monism. Brahman's unity comes to be taken to mean that appearances of individualities.{{sfn|Phillips|1995|p=10}}|group=note}}{{#tag:ref|"The doctrine of advaita (non dualism) has is origin in the Upanishads."{{sfn|Marbaniang|2010|p=91}}|group=note}}
 
ঐতিহাসিকদের মতে, মুখ্য উপনিষদ্‌গুলি প্রাক্‌-বৌদ্ধ যুগ থেকে{{sfn|Olivelle|p=xxxvi|1998}}{{sfn|King|Ācārya|p=52|1995}} শুরু করে খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের প্রথমার্ধ্ব পর্যন্ত{{sfn|King|Ācārya|p=52|1995}} সুদীর্ঘ সময়কালের বিভিন্ন পর্বে রচিত হয়। অপর দিকে অপ্রধান উপনিষদগুলি মধ্যযুগ ও প্রাক্‌-আধুনিক যুগের রচনা।{{sfn|Ranade|1926|p=12}} অবশ্য প্রতিটি উপনিষদের সঠিক রচনাকাল নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। ব্রিটিশ কবি মার্টিন সেমোর-স্মিথ উপনিষদ্‌গুলিকে "সর্বকালের ১০০টি সবচেয়ে প্রভাবশালী বই"-এর তালিকাভুক্ত করেছেন।<ref>Seymour-Smith, Martin (1998). ''The 100 Most Influential Books Ever Written: The History of Thought from Ancient Times to Today'', Citadel Press, Secaucus, NJ, 1998, ISBN 0-8065-2000-0</ref> আর্থার শোপেনহাওয়ার, [[রালফ ওয়াল্ডো এমারসন]] ও হেনরি ডেভিড থোরো সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপনিষদ্‌গুলির গুরুত্ব স্বীকার করেছেন। গবেষকেরা উপনিষদের দর্শনের সঙ্গে [[প্লেটো]] ও [[ইমানুয়েল কান্ট|কান্টের]] দর্শনের মিল খুঁজে পান।<ref>Deussen, P., Geden, A. (2010). [http://books.google.com/books?id=k_Bea7AXHY4C&pg=PA42&lpg=PA42&dq=Upanishads+influence+on+Kant&source=bl&ots=nne6DNTeDb&sig=qidaeA9SLm3w3nJp8MdXBo-kw7o&hl=en&sa=X&ei=cuBQT66YJYLr0gHJ_bjCDQ&ved=0CDUQ6AEwAg#v=onepage&q=Upanishads%20influence%20on%20Kant&f=false The Philosophy of the Upanishads]. p. 42. Cosimo, Inc. ISBN 1-61640-239-3, ISBN 978-1-61640-239-6.</ref><ref>Hebbar, N. [http://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=717 Influence of Upanishads in the West]. Boloji.com. Retrieved on: 2012-03-02.</ref>