পশ্চিমবঙ্গের চলচ্চিত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
JamesP (আলোচনা | অবদান)
fixed typo
তথ্যছক সংযোজন ও নিবন্ধ পরিষ্কার।
১ নং লাইন:
{{Infobox cinema market
| name = টলিউড (কলকাতা)
| image = [[চিত্র:Nandan - kolkataKolkata 2011-01-09 0153.JPG|250px]]
| caption = নন্দন পেক্ষা গৃহ
| screens = ৩৫০ টি
| distributors = [[শ্রী ভেঙ্কটেশ ফিল্মস]]<br>এসকেএস *মুভি<br>[[রিলায়েন্স এন্টারটেনমেন্ট]]
| distributors = শ্রী ভেঙ্কেটেশ্বর ফ্লিম
*এসকেএস মুভি
*রিলায়েন্স এন্টারটেনমেন্ট
| produced_year = ২০১৪
| produced_total = ১৩৫ টি
১৪ ⟶ ১২ নং লাইন:
}}
 
'''[[পশ্চিমবঙ্গ|পশ্চিম বাংলাবাংলার]] চলচ্চিত্র''' বলতে বোঝানো হয় কলকাতায় অবস্থিত [[টালিগঞ্জ|টলিগঞ্জে]]র]] ফিল্ম ইন্ডাস্ট্রি ভিত্তিক চলচ্চিত্রসমূহকে।চলচ্চিত্রসমূহকে বোঝানো হয়। এটি টলিউড নামে পরিচিত। যদিও ফিল্ম ইন্ডাস্ট্রিটি [[বলিউড]] , তেলেগু ও তামিল ফিল্ম ইন্ডাস্ট্র থেকে অনেক ছোট তবু এটি সমান্তরাল ও আর্ট ফিল্ম নির্মাণ করে বিশ্বব্যাপি সমাদৃত হয়েছে। বিভিন্ন নির্মাতা ও অভিনেতা ভারতীয় জাতীয় ফিল্ম পুরস্কার সহ আন্তর্জাতিক পুরস্কারেও ভূষিত হয়েছেন। বর্তমানে টলিউড থেকে রোমান্টিক ও সামাজিক ছবিই বেশি নির্মিত হয়।
 
সত্যজিতসত্যজিৎ রায়ের "[[পথের পাঁচালী (চলচ্চিত্র)|পথের পাঁচালী]](১৯৫৫)" ১৯৫৬ সালের ক্যানেস ফিল্ম ফেস্টিভেলে বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কার লাভ করে।&nbsp;
[[পশ্চিমবঙ্গ|পশ্চিম বাংলা]]র চলচ্চিত্র বলতে বোঝানো হয় কলকাতায় অবস্থিত [[টালিগঞ্জ|টলিগঞ্জে]]র ফিল্ম ইন্ডাস্ট্রি ভিত্তিক চলচ্চিত্রসমূহকে। এটি টলিউড নামে পরিচিত। যদিও ফিল্ম ইন্ডাস্ট্রিটি [[বলিউড]] , তেলেগু ও তামিল ফিল্ম ইন্ডাস্ট্র থেকে অনেক ছোট তবু এটি সমান্তরাল ও আর্ট ফিল্ম নির্মাণ করে বিশ্বব্যাপি সমাদৃত হয়েছে। বিভিন্ন নির্মাতা ও অভিনেতা ভারতীয় জাতীয় ফিল্ম পুরস্কার সহ আন্তর্জাতিক পুরস্কারেও ভূষিত হয়েছেন। বর্তমানে টলিউড থেকে রোমান্টিক ও সামাজিক ছবিই বেশি নির্মিত হয়।
 
সত্যজিত রায়ের "[[পথের পাঁচালী (চলচ্চিত্র)|পথের পাঁচালী]](১৯৫৫)" ১৯৫৬ সালের ক্যানেস ফিল্ম ফেস্টিভেলে বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কার লাভ করে।&nbsp;
 
== নামকরণ তত্ত্ব ==
টলিউড নামটি হলিউড থেকে অনুপ্রাণিত হয়ে রাখা হয়। এর নেপথ্যে আছেন আমেরিকান সিনেমাটোগ্রাফার উইলফোর্ড ই. ডেমিং ভারতে সবাক চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত। ইন্ডাস্ট্রিটি যেহেতু টলিগঞ্জে অবস্থিত তাই হলিউডের সাথে মিল রেখে এর নাম টলিউড রাখা স্বাভাবিক ছিল। সেই সময়টিতে টলিগঞ্জ ছিল ভারতের সিনেমা কেন্দ্র যেমনটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউড।
 
১৯৩২সালে১৯৩২ সালে ডেমিং টলিউডের নাম ''হলিগঞ্জ'' রাখতে চেয়েছিলেন। কিন্তু তিনি আবার টলিউডেই ফিরে আসেন কারণ টলি একটি নাম ও ''গঞ্জ'' বলতে বাজার বোঝায়। তাই টলিউডটলিউডই যথার্থ ছিল।
 
== ইতিহাস ==
[[চিত্র:Dena_paona_1931.jpg|right|thumb|180x180px|প্রথম সবাক বাংলা চলচ্চিত্র দেনা পাওনা (১৯৩১) এর একটি দৃশ্য]]
বাংলায় চলচ্চিত্রের সূচনা ১৮৯০ সাল থেকে যখন কলকাতার থিয়েটারে বায়োস্কোপ দেখানো হতো। একদশকের মধ্যেই ইন্ডাস্ট্রির বীজ বপন করেন [[হীরালাল সেন]]। তিনি রয়েল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠা করে কলকাতার [[স্টার থিয়েটার]], মিনেরভা থিয়েটার, ক্লাসিক থিয়েটার ইত্যাদিতে জনপ্রিয় শো দেখাতেন। একটি লম্বা বিরতির পর হাল ধরেন ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি। তিনি ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি প্রতিষ্ঠা করেন যা বাংলা মালিকানার প্রথম কোম্পানি (১৯১৮)। প্রথম বাংলা ফিচার ফিল্ম ছিল বিল্বমঙ্গল যেটি ১৯১৯ সালে মদন থিয়েটারের ব্যনারে &amp;nbsp;নির্মিত হয়। "বিলাত ফেরত" ছিল আইবিএফসি'র প্রথম প্রযোজনা (১৯২১)। মদন থিয়েটারের জামাই ষষ্ঠী ছিল প্রথম সবাক চলচ্চিত্র। তারপর অনেক ইহিহাস হলো, তারমধ্যে সত্যজিত্সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটক এবং অন্যান্য নির্মাতারা তাদের স্থান সুপ্রতিষ্ঠিত করে বাংলা চলচ্চিত্রকে অনেক দূর অগ্রসর করেন।
 
=== প্রথমদিকের উন্নয়ন ===
 
==== নির্বাক যুগ: ১৯১৯-১৯৩০ ====
[[হীরালাল সেন]] বাংলার অন্যতম সম্মানিত ব্যক্তি যিনি বারতের প্রথম চলচ্চিত্র পরিচালক। তখনকার সব চলচ্চিত্রই ছিল নির্বাক।&amp;nbsp;
 
প্রথম সবাক চলচ্চিত্র নির্মিত হয় ১৯৩০এর শুরুর দিকে। চলচ্চিত্রগুলো [[উর্দু ভাষা|উর্দু]] কিংবা [[ফার্সি ভাষা|ফারসি]] ভাষায় নির্মিত হতো যাতে বড় বাজার ধরতে পারে। একটি ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানি। প্রথম সবাক বাংলা চলচ্চিত্র হচ্ছে জামাই ষষ্ঠি যেটি ১৯৩১ সনে নির্মিত হয়। প্রথম দিককার জনপ্রিয় অভিনেতা ছিলেন প্রমোতেষ বড়ুয়া ও [[দেবকী বসু|দেবকী বোস]]। প্রমোতেষ বড়ুয়া চলচ্চিত্র পরিচালনা করে ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করেন । দেবকীও চলচ্চিত্র পরিচালনা করেন। তিনি ১৯৩২সালে চণ্ডিদাস নির্মাণ করেন। চলচ্চিত্রটি শব্দ ব্যবস্থার জন্য উল্লেখযোগ্য কারণ &amp;nbsp;শব্দ গ্রহণকারী মুকুল বোস ডায়লগ স্পেস আউট ও ফ্রিকুয়েন্সি মডুলেশন সমস্যার সমাধান করতে পেরেছিলেন।
৪০ ⟶ ৩৭ নং লাইন:
 
=== স্বর্ণযুগ: ১৯৫২-১৯৭৫ ===
[[চিত্র:Satyajit_Ray.jpg|right|thumb|234x234px|সত্যজিত্সত্যজিৎ রায়]]
 
== বাজেট ==