বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধিত) আইন, ১৯৭৪: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১৭ নং লাইন:
===== প্রথম খণ্ড =====
[[চিত্র:Baer's Pochard RWD4.jpg|thumb|[[বেয়ারের ভুতিহাঁস]], [[মহাবিপন্ন]] প্রজাতি হলেও এই আইনে প্রজাতিটিকে লাইসেন্সের মাধ্যমে শিকার করার অনুমতি দেওয়া হয়েছে।]]
প্রথম খণ্ডে কিছু কিছু দেশীয় প্রজাতির [[পাখি]], [[সরীসৃপ]] ও [[স্তন্যপায়ী প্রাণী|স্তন্যপায়ী প্রাণীর]] তালিকা রয়েছে যেগুলো শিকারের যোগ্য। এসব প্রজাতি সাধারণ গেম হান্টিং লাইসেন্সের আওতায় শিকার করা যাবে। এই তফসিলে হাঁসজাতীয় পাখিদের মধ্যে রয়েছে [[ধূসর রাজহাঁস]], [[দাগি রাজহাঁস]], [[ছোট সরালী]], [[চখাচখি]], [[উত্তুরে লেঞ্জা হাঁস]], [[উত্তুরে খুন্তেহাঁস]], [[পিয়াং হাঁস]], [[লালশির]], [[বেয়ারের ভুতিহাঁস]], [[পাতি ভুতিহাঁস]], [[রাঙ্গামুড়ি]] সহ আরও অনেক প্রজাতি। বক গোত্রের পাখিদের মধ্যে রয়েছে [[কানি বক]], [[গোবক]] ও ছোট সাদা বক। ডুবুরি গোত্রের মধ্যে [[ডুবুরি (পাখি)|ছোট ডুবুরি]] ও কাস্তেচরা গোত্রের মধ্যে [[ইউরেশীয় চামচঠুঁটি]] এই খণ্ডের অন্তর্ভুক্ত। আরও রয়েছে কয়েক প্রজাতির চাপাখি, বাটান ও চ্যাগা এই খণ্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে [[খেঁকশিয়াল]], [[শশক]] বা [[কালোগ্রীব খরগোশ]] (''Lepus nigricollis''), মাউস হেয়ার (''Ochotona roylei'') এবং [[বন্য বরাহ|বন্য শূকরও]]।
 
তফসিলে বর্ণিত বন্যপ্রাণীর ইংরেজি ও [[দ্বিপদ নাম|বৈজ্ঞানিক নাম]] দেওয়া হয়েছে। কোন কোন প্রজাতির প্রচলিত বাংলা নাম বর্ণিত হয়েছে। কোথাও পরিবার বা বর্গের নাম উল্লেখ করা হয়েছে। এসব নামের বানানে অসংখ্য ভুল রয়েছে। এসব নাম সংযোজন করার ক্ষেত্রে কোন শ্রেণীবিন্যাস নীতিও অনুসরণ করা হয় নি। উপরন্তু এমন কিছু প্রজাতির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের বাংলাদেশে পাওয়া যায় না। মাউস হেয়ার (''Ochotona roylei'') কোন কালেই বাংলাদেশের সীমানায় ছিল না, তবুও তফসিলে প্রাণীটি অন্তর্ভুক্ত।<ref name="রেজা">ডাঃ মোঃ আলী রেজা খান, ''বাংলাদেশের বন্যপ্রাণী: তৃতীয় খণ্ড'' (ঢাকা: বাংলা একাডেমী, ১৯৮৭), পৃ. ১০৯।</ref> এছাড়া কিছু কিছু প্রজাতিকে লাইসেন্সের মাধ্যমে শিকার করার অনুমতি দেওয়া হয়েছে যারা [[আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ]] কর্তৃক [[মহাবিপন্ন]] বলে ঘোষিত হয়েছে, যেমন- [[বেয়ারের ভুতিহাঁস]]।