ক্ল্যাশ অব ক্ল্যানস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dragon Warrior Clan (আলোচনা | অবদান)
New version
Dragon Warrior Clan-এর সম্পাদিত সংস্করণ হতে Aftabuzzaman-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফে...
১৭ নং লাইন:
গেমটি ২০১২ সালের ২ আগস্ট [[আইওএস]] প্লাটফর্মে মুক্তি দেওয়া হয়। [[অ্যান্ড্রয়েড]] প্ল্যাটফর্মে [[কানাডা]] ও [[ফিনল্যান্ড|ফিনল্যান্ডে]] ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি দেওয়া হয় এবং পরবর্তীতে ২০১৩ সালের ৭ অক্টোবর [[গুগল প্লে|গুগল প্লেতে]] আন্তর্জাতিকভাবে গেমটি মুক্তি দেওয়া হয়। এটি অত্যন্ত জনপ্রিয় একটি গেম। বর্তমানে এটি গুগল প্লে এর সর্বোচ্চ ডাউনলোড হওয়া গেমের তালিকায় ৯৬ তম অবস্থানে আছে। এছাড়াও এটি এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আয় করা গেম, প্রতিদিন এই গেম থেকে প্রায় এক মিলিয়ন ডলার আয় হয়।
 
এটি মূলত একটি কৌশলগত গেম। গেমাররা শুরুতেই একটি গ্রাম পায়। গ্রামে বিভিন্ন ধরণের ঘর থাকে, বিভিন্ন স্থাপনা থাকে। গ্রামের মূল অংশটি হলো "টাউন হল"। এটির উন্নয়ন করালে বিভিন্ন কিছু "আনলক" অর্থাৎ খুলে যায়। টাউন হল এখন সর্বোচ্চ ১১ ধাপ পর্যন্ত উন্নীত করা যেতে পারে। গেমাররা অন্য গেমারদের গ্রামকে আক্রমণ করে স্বর্ণ এবং এলিক্সর আনতে পারে। এছাড়া এ গেম এ বিভিন্ন ক্ল্যান থাকে। এসব ক্ল্যান দুই বা ততোধিক গেমারদের গ্রামটি নিয়ে গঠিত। একটি ক্ল্যান এ সর্বোচ্চ ৫০ জন গেমার অংশগ্রহণ করতে পারে। এসব ক্ল্যানের প্রধান হল নেতা। আর ক্ল্যান গুলোতে আরো থাকে যথাক্রমে সহনেতা, অগ্রজ ও সদস্য। গেমাররা ইচ্ছা করলেই এসব ক্ল্যান পরিবর্তন করে অন্য ক্ল্যানে যেতে পারে অথবা নতুন ক্ল্যান তৈরি করতে পারে। এই গেমের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্ল্যান [[যুদ্ধ]]। এক ক্ল্যান অপর ক্ল্যানের সাথে যুদ্ধ করতে পারে। এ গেম বিভিন্ন গ্রামকে আক্রমণ ও যুদ্ধ করতে লাগে বিভিন্ন ধরণের সৈন্য। সৈন্য গুলো হল বারবারিয়ান, আর্চার, জায়ান্ট, গবলিন, ওয়াল ব্রেকার, বেলুন, উইজার্ড, হীলার, ড্রাগন, পেক্কা, মিনিয়ন, হগ, ভাল্কিরি, গোলেম, উইচ,লাভা হাউন্ড এবং বোলার।এছাড়া আক্রমণ ও যুদ্ধের সুবিধার জন্য রয়েছে বিভিন্ন ধরণের মিশ্রণ বা পোশন।বর্তমানে Frindly Challenge চালু হয়েছে।পোশন।
 
== সম্পদ ==
৫২ নং লাইন:
* ড্রাগন
* পেক্কা
*মিনি ড্রাগন
*মাইনার
 
==== ডার্ক এলিক্সর দিয়ে তৈরি সৈন্যদের তালিকা ====
৬৩ ⟶ ৬১ নং লাইন:
* লাভা হাউন্ড
* বোলার
 
==স্পেল==
*লাইটিং স্পেল
*হিলিং স্পেল
*রেগ স্পেল
*জাম্প স্পেল
*ফ্রিজ স্পেল
*ক্লোন স্পেল
 
==Clan==
*{{Dragon Warrior}}
 
==ডার্ক স্পেল==
*পয়জন স্পেল
*আর্থকোয়েক স্পেল
*হ্যাস্ট স্পেল
*স্কেলসন স্পেল
 
== তথ্যসূত্র ==