আনন্দমোহন বসু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বর্ধন
Bellayet (আলোচনা | অবদান)
→‎জীবনী: {{সত্যতা}}
২ নং লাইন:
 
==জীবনী==
আনন্দমোহন বসু বৃহত্তর ময়মনসিংহের [[কিশোরগঞ্জ জেলা|কিশোরগঞ্জ জেলার]] জয়সিদ্ধি গ্রামের এক ভূস্বামী পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক পড়াশোনা শুরু হয় ময়মনসিংহেই। [[ময়মনসিংহ জিলা স্কুল]] থেকে মেধা তালিকায় ৯ম স্থান অধিকার করে এনট্রান্স পরীক্ষা পাশ করেন। [[এফএ]] এবং [[বিএ]] পরীক্ষা দেন [[প্রেসিডেন্সি কলেজ]] থেকে। উভয় পরীক্ষায়ই শীর্ষস্থান অধিকার করেন। [[১৮৭০]] সালে [[কলকাতা বিশ্ববিদ্যালয়]] কর্তৃক প্রদত্ত [[প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি]] লাভ করেন। বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে [[ইংল্যান্ড]] যান। সেখানে [[কেমব্রিজ|কেমব্রিজের]] [[ক্রাইস্ট কলেজ]] থেকে উচ্চতর গণিত বিষয়ে পড়াশোনা করেন। অনার্সসহ ডিগ্রী পরীক্ষা তথা ট্রাইপস পরীক্ষা প্রথম শ্রেণী লাভ করে প্রথম ভারতীয় র‌্যাংলার হবার সৌভাগ্য অর্জন করেন।{{সত্যতা}} [[১৮৭৪]] সাল থেকে তিনি আইন ব্যবসা শুরু করেছিলেন।
 
==রাজনৈতিক দর্শন==