বৃন্দাবন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৯৫ নং লাইন:
* [[রাধারমণ মন্দির]] - [[গোপাল ভট্ট গোস্বামী|গোপাল ভট্ট গোস্বামীর]] অনুরোধে রাধারমণ মন্দির নির্মিত হয়। এই মন্দিরে কৃষ্ণের একটি [[শালগ্রাম শিলা|শালগ্রাম]] বিগ্রহ রয়েছে।<ref>{{cite web|url=http://www.salagram.net/sstp-RadhaRamanVrindavan.html|title=The history of Sri Radha Raman Temple}}</ref>
* শাহজি মন্দির - ১৮৭৬ সালে [[লখনউ|লখনউয়ের]] শাহ কুন্দন লাল এই মন্দিরের নকশা করেন এবং মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি অনন্য স্থাপত্যশৈলী ও শ্বেতপাথরের সুন্দর ভাস্কর্যের জন্য বিখ্যাত। মন্দিরে বারোটি সর্পিল স্তম্ভ রয়েছে। প্রত্যেকটি স্তম্ভের উচ্চতা ১৫ ফুট। এছাড়া মন্দিরে বেলজিয়াম কাঁচের ঝাড়বাতি ও তৈলচিত্র সমন্বিত একটি হলঘরও আছে।
* রঙ্গজি মন্দির - ১৮৫১ সালে নির্মিত রঙ্গজি মন্দির [[বিষ্ণু|বিষ্ণুর]] অন্যতম রূপ রঙ্গনাথ বা রঙ্গজির প্রতি উৎসর্গিত। এই মন্দিরে বিষ্ণু অনন্তশায়ী ভঙ্গিমায় পূজিত হন। মন্দিরটি দ্রাবিড়ীয় স্থাপত্যশৈলীতে নির্মিত। এতে একটি ছয় তলা [[গোপুরম]] ও ৫০ ফুট উঁচু ধ্বজা স্তম্ভ রয়েছে। প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে মন্দিরে ব্রহ্মোৎসব উপলক্ষ্যে মন্দিরের উদ্যানে রথযাত্রা আয়োজিত হয়।
* গোবিন্দদেব মন্দির -.১৫৯০ সালে মুঘল সম্রাট [[আকবর|আকবরের]] দান করা লাল বেলেপাথর দিয়ে রাজা [[মানসিংহ]] সাত তলা উঁচু গোবিন্দদেব মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। আওরঙ্গজেব এই মন্দিরটি ধ্বংস করে দেন।
* রাধাদামোদর মন্দির - ১৫৪২ সালে [[বৃন্দাবনের ষড়গোস্বামী]] কর্তৃক সেবাকুঞ্জে রাধাদামোদর মন্দির প্রতিষ্ঠিত হয়।
* কাত্যায়নী মন্দির ও ভূতেশ্বর মহাদেব মন্দির - রঙ্গনাথ মন্দিরের কাছে রাধাবাগে কাত্যায়নী মন্দির অবস্থিত। এটি একটি [[শক্তিপীঠ]]। কথিত আছে, এখানে দেবী [[দাক্ষায়ণী|সতীর]] আঙটি পড়েছিল।<ref>{{cite web|title=Uma Shakti Peeth Vrindavan – 2nd Among 51 Shakti Peethas|url=http://www.maavaishnavi.com/2011/12/04/uma-shakti-peeth-vrindavan-2nd-among-51-shakti-peethas/|accessdate=4 August 2013}}</ref><ref>{{cite book |last= (Translator)|first= [[Max Müller|F. Max Muller]] |title= The Upanishads, Vol I |date= 1 June 2004|publisher= Kessinger Publishing, LLC | ISBN= 1-4191-8641-8}}</ref><ref>{{cite book |last= (Translator)|first= [[Max Müller|F. Max Muller]] |title= The Upanishads Part II: The Sacred Books of the East Part Fifteen |date= 26 July 2004|publisher= Kessinger Publishing, LLC | ISBN= 1-4179-3016-0}}</ref><ref>{{cite web|title=Kottiyoor Devaswam Temple Administration Portal|url=http://kottiyoordevaswom.com/|work=http://kottiyoordevaswom.com/|publisher=Kottiyoor Devaswam|accessdate=20 July 2013}}</ref>
* চিন্তাহরণ হনুমান মন্দির - অটলবনের কাছে অবস্থিত চিন্তাহরণ হনুমান মন্দিরটি হল [[হনুমান (দেবতা)|হনুমানের]] মন্দির।
 
== দর্শনীয় স্থানসমূহ ==