আকাশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎বহিঃসংযোগ: বট নিবন্ধ পরিষ্কার করেছে
Suporna95 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
 
[[চিত্র:SI-Sky.JPG|thumb|250px|right|দিনের আকাশ]]
'''আকাশ''' (ইংরেজি Sky) হল ভূপৃষ্ঠ থেকে বাইরের দিকে অবস্থিত অংশবিশেষ। বায়ুমণ্ডল এবং মহাশূন্যও এর অংশ।
'''আকাশ''' (ইংরেজি Sky) হল ভূপৃষ্ঠ থেকে দেখতে পাওয়া বায়ুমণ্ডল বা মহাশূন্যের অংশবিশেষ। দিনের বেলায় সূর্যের আলোর বিক্ষেপণের ফলে আকাশ নীল দেখায়, আর একই কারণে সকাল ও সন্ধ্যায় এর রঙ হয় লাল। রাতের আকাশ কালো। আকাশ কোন নির্দিষ্ট বস্তু নির্দেশ করেনা, কিন্তু বলা হয় আকাশে মেঘ, পাখি ইত্যাদি ঘুরে বেড়ায়। মাথার ওপরের শুন্য অংশটাকেও কখনো কখনো আকাশ বলা হয়। আবার কখনো কোটি মাইল দূরের অংশকেও আকাশ বলা হয়ে থাকে। তারা কিংবা গ্রহদেরকেও আকাশে ধরা হয়ে থাকে।
 
[[জ্যোতির্বিদ্যা]]য় আকাশ কে [[খ-গোলক]] ও বলা হয়। ভূপৃষ্ঠ থেকে এটিকে একটি কাল্পনিক গোলক কল্পনা করা হয় যেখানে সূর্য, তারা,চাঁদ এবং গ্রহসমূহকে পরিভ্রমন করতে দেখা যায়। খ-গোলক কে সাধারনত বিভিন্ন নক্ষত্রমণ্ডলে ভাগ করা হয়। সাধারনত আকাশ শব্দটি ভূপৃষ্ঠ থেকে উপরে যেকোনো বিন্দু নির্দেশ করতে ব্যবহৃত হয়। কিন্তু এর অর্থ এবং ব্যবহার ভিন্নও হতে পারে। যেমন, আবহাওয়ার ক্ষেত্রে আকাশ বলতে কেবলমাত্র বায়ুমণ্ডলের নিচের দিকের অধিক ঘন অংশ কে বোঝায়।
আসলে মাথার ওপরের ফাকা জায়গা থেকে শুরু করে মহাশুণ্য পর্যন্ত সবটাকেই আকাশ ধরা হয়।
 
দিনের আলোয় আলোর বিক্ষেপণের জন্য আকাশ নীল দেখায়। আর রাতের বেলায় আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গালিচার মত মনে হয়। দিনের বেলায় মেঘ না থাকলে আকাশে সূর্য দেখা যায়। আর রাতের আকাশে(কখনও কখনও দিনেও)চাঁদ, গ্রহসমূহ এবং তারা দৃশ্যমান থাকে। মেঘ, রংধনু, অরোরা বা মেরুপ্রভা, বজ্রপাত প্রভৃতি প্রাকিতিক ঘটনা আকাশে পরিলক্ষিত হয়।
 
== আকাশ কেন নীল দেখায় ==
'https://bn.wikipedia.org/wiki/আকাশ' থেকে আনীত