হ্যারি পটার (চরিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান বাংলায় রুপান্তর করেছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৯৭ নং লাইন:
[[চিত্র:HPBOOK.jpg‎|right|thumb|150px|''ফিলোসফার্স স্টোন'' বইয়ের প্রচ্ছদে হ্যারি পটারের ছবি]]
 
হ্যারির চুলের রঙ তার বাবার চুলের রঙের মত কালো, এবং তার চোখের রং তার মায়ের চোখের রঙের মত সবুজ। তার কপালে একটি বিদ্যুৎ চমকানো আকৃতির কাটাদাগ রয়েছে। সে তার বয়সের তুলনায় অপেক্ষাকৃত খাটো ও শীর্নকায়। এছাড়া তার মুখ সরু ও হাঁটু গোলাকার। সে গোল কাচের চশমা পড়ে। প্রথম বইয়ে বলা হয়েছে, হ্যারি তার নিজের যে জিনিসটি সর্বাপেক্ষা বেশি পছন্দ করে সেটি হল তার কাটাদাগটি। যখন রাউলিংকে জিজ্ঞেস করা হয়, হ্যারির বিদ্যুতের মত এই কাটাদাগটি কি অর্থ প্রকাশ করে, তখন তিনি বলেন, "আমি চেয়েছিলাম, সে কি ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে এসেছে তার একটা চিহ্ন তার শরীরে থাকুক। এটি হচ্ছে তার অভ্যন্তরে যা ঘটে গেছে তার এক ধরনের বহিঃপ্রকাশ... অন্যভাবে বলা যায়, এটা অনেকটা চোজেন ওয়ান বা অভিশপ্ত ওয়ান হওয়ার মত।"<ref>[http://www.accio-quote.org/articles/2001/0301-detroitnews.htm Interview of J.K. Rowling, Detroit News, March 19, 2001]</ref> সিরিজের প্রথমদিকে হ্যারি খাটো হলেও পরবর্তীতেপরবর্তীকালে সে লম্বা হয়। সপ্তম বইয়ে সে 'প্রায়' তার বাবার সমান লম্বা হয় এবং অন্যান্য চরিত্রসমূহ তাকে 'লম্বা' অভিহিত করে।<ref>{{cite book |last=Zimmerman |first=W. Frederick |title=Unauthorized Harry Potter and the Deathly Hallows News: Harry Potter Book Seven and Half-Blood Prince Analysis |publisher=Nimble Books |year=2005|page=37 |isbn=0976540606}}</ref>
 
রাউলিং বলেন যে, হ্যারি পটারকে নিয়ে চিন্তা করার সময় সর্বপ্রথম যে ছবিটি তার মনে ভেসে উঠেছিল তা হল, "একজন শীর্নকায়, কালো চুলের ও চশমা পরিহিত ছেলে।<ref name="jkrbio"/> তিনি আরো বলেন যে, তিনি মনে করেন, হ্যারির চশমা তার সহনশীলতার প্রতীক।<ref>{{cite web|title='Boquet, Tim. "J.K. Rowling: The Wizard Behind Harry Potter," Reader's Digest, December 2000|url=http://www.accio-quote.org/articles/2000/1200-readersdigest-boquet.htm |accessdate=2008-04-09}}</ref>