সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১৮ নং লাইন:
'''সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়''', [[বাংলাদেশ|বাংলাদেশের]] অন্যতম সেরা স্কুল। এটি পুরোন ঢাকার লক্ষীবাজারে অবস্থিত। [[১৮৮২]] সালে [[আমেরিকা|আমেরিকান]] মিশনারীদের দ্বারা এই বিদ্যালয় এর জন্ম। ঢাকার [[নটরডেম কলেজ]]-এর জন্ম এই স্কুল থেকে। [[১৯৫৩]] সালে এখানকার ক্যাম্পাস থেকে নটরডেম কে সরিয়ে মতিঝিল এ স্থানান্তরিত করা হয় এবং একে সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় হতে আলাদা করে দেয়া হয়। ১৯১২ সালে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুল প্রতিষ্ঠার আগ পর্যন্ত এখানে ছেলে ও মেয়ে এক সাথে পড়াশুনা করত। পরর্বতীতে এটি বয়েজ স্কুল এ পরিণত হয়।। মূলত ১৯২৩ সালে এই স্কুল এর মাধ্যমেই বাংলাদেশে বাস্কেটবল খেলার প্রচলন হয়।১৯৪৭ সালে দেশ বিভক্তির পর এটি বাংলা মিডিয়ামের প্রচলন করে।বর্তমানে এতে ইংলিশ ভার্সন এর প্রচলন করা হয়েছে ।।
 
৩১ শে মার্চ এই স্কুলের ইতিহাসে এক বেদনাময় দিন।এই দিন এই স্কুলের প্রাংগনপ্রাঙ্গণ খেকে ছাত্র,শিক্ষক ৩০ জন কে পাক হানাদার বাহিনী জগন্নাথ কলেজ সংলগ্ন আর্মি ক্যাম্প এ ধরে নিয়ে যায় ও নির্মম ভাবে হত্যা করে ।এই দিন শ্রদ্ধেয় শিক্ষক পি ডি কস্তা সহ আরো একাধিক শিক্ষক কে নির্মম ভাবে হত্যা করা হয় ।।প্রতি বছর এই দিন টিতে তাই তাদের উদ্দেশে শ্রদ্ধা অর্পণ করে এই প্রতিষ্ঠানটি।।
 
ফাদার গ্রেগরী ডি গ্রুট এর প্রথম প্রধান শিক্ষক ছিলেন। বর্তমান প্রধান শিক্ষক এর নাম ব্রাদার ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ সি, এস, সি। এটা বর্তমানে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এই প্রতিষ্ঠান থেকেই অমর্ত্য সেন, বিকে চৌধুরী,কামাল হোসেন চৌধুরীদের মত গুণীজনেরা বেরিয়েছেন। তাছাড়া, এ স্বনামধন্য বিদ্যালয়েরই ছাত্র ছিলেন [[তাজউদ্দিন আহেমদ]] যিনি কিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুখ্য অবদান রেখেছিলেন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম [[প্রধানমন্ত্রী]] ছিলেন। বিখ্যাত ব্যান্ড শিরোনামহীনের প্রতিষ্ঠাতা [[জিয়াউর রহমান জিয়া]] ও এই স্কুলেরই ছাত্র ছিলেন। এছাড়া ড.জামিলুর রেজা চৌধুরী এই স্কুল এর সুযোগ্য সন্তান ।।