শার্লমাইন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৭ নং লাইন:
|caption=শার্লেমাইনের একটি কয়েন
| succession = রোমান সম্রাজ্য
| reign = ২৫ ডিসেম্বর ৮০০ – ২৮ জানুয়ারীজানুয়ারি ৮১৪
| coronation =২৫ ডিসেম্বর ৮০০<br />পুরাতন সেন্ট ব্যাসিলিকা, [[রোম]]
| predecessor = স্থায়ী
২৬ নং লাইন:
'''শার্লেমাইন''' বা '''শার্ল দি গ্রেট''' (ফরাসি: Charlemagne, প্রকৃত উচ্চারণ: শার্লেমাইঞ) (৭৪২ - ২৮শে জানুয়ারি, ৮১৪) ৭৬৮ সাল থেকে ফ্রাংকদের রাজা এবং ৮০০ সাল থেকে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত [[পুণ্য রোমান সম্রাজ্য|পুণ্য রোমান সম্রাট]] ছিলেন।<ref>[http://www.britannica.com/EBchecked/topic/106546/Charlemagne Charlemagne], Encyclopedia Brittanica</ref> পশ্চিমা রোমান সাম্রাজ্যের পতনের তিন শতাব্দী পর, শার্লেমাইন ছিলেন পশ্চিম ইউরোপের প্রথম সম্রাট। তার পিতা ছিলেন পেপিন দা শর্ট এবং মাতা বার্ট্রাডা অফ লাওন। তিনি ফ্রাংকিশ সম্রাজ্যকে একটি অনেক বর্ধিত করেন যার মধ্যে তখন মধ্য এবং পশ্চিম ইউরোপের অধিকাংশ রাজ্য অন্তর্ভুক্ত হয়েছিল। রাজত্বকালে তিনি ইতালীয় সম্রাজ্য দখল করেন এবং পোপ ''লেও ৩'' ৮০০ সালের ২৫শে ডিসেম্বর রোম শহরে তাকে ''ইমপেরাতোর আউগুস্তুস'' হিসেবে অভিষিক্ত করেন।
 
৭৬৮ খৃষ্টাব্দে পেপিন দ্য শর্ট এর মৃত্যুর পর শার্লেমাইন তার ভাই প্রথম কার্লোমান এর সাথে ফ্রাঙ্কদের রাজা হন। ৭৭১ সালে প্রথম কার্লোমানের হঠাৎ মৃত্যুর পর তিনি ফ্রাঙ্কিয় রাজ্যের (বর্তমানকালের বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ড এবং পশ্চিম জার্মানি) নিরঙ্কুশ আধিপত্য গ্রহনগ্রহণ করেন এবং মৃত্যু পর্যন্ত রাজত্ব করেন। সামরিক অভিযানের মাধ্যমে তিনি রাজ্যকে সাম্রাজ্যে পরিনত করেন, যা ছিল পশ্চিম এবং মধ্য ইউরোপের অধিকাংশ এলাকা নিয়ে বিস্তৃত।
 
ক্ষমতায় যাওয়ার পর থেকে শার্লেমাইন ব্যস্ত ছিলেন সকল জার্মানিক জনগণকে এক রাজত্বের আওতায় আনতে এবং তার প্রজাদের খৃষ্ট ধর্মে দিক্ষিত করতে।<ref>http://www.history.com/topics/charlemagne</ref> তিনি পোপের প্রতি তার পিতার নীতি অব্যহত রাখেন এবং লম্বার্ডদের কিংডম অফ লম্বার্ড (বর্তমান উত্তর ইতালি) থেকে উৎখাত করে পোপের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুসলিম স্পেনের দিকে অভিযান পরিচালনা করেন। তিনি পূর্ব দিকে অবস্থিত রাজ্যেও আক্রমণ করেন এবং তাদের (উল্লেখযোগ্য: স্যাক্সন) বলপূর্বক খৃস্ট ধর্মগ্রহনে বাধ্য করেন। শার্লেমেন তার ক্ষমতার শীর্ষে পৌছান যখন, ৮০০ খৃষ্টাব্দের ক্রিসমাস দিবসে পোপ তৃতীয় লিও তাকে সম্রাট উপাধিতে ভূষিত করে।<ref>http://www.britannica.com/EBchecked/topic/269851/Holy-Roman-Empire/10160/Coronation-of-Charlemagne-as-emperor</ref>